ETV Bharat / state

ইলেকট্রিকের তার টাঙানো নিয়ে পারিবারিক অশান্তি, গৃহবধূকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার দেওর - ভাঙড় মাধবপুর এলাকা

Housewife Murder in Bhangar: পারিবারিক অশান্তির ফলে গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

ETV Bharat
ভাঙড়ে গৃহবধূ খুন
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 19, 2023, 2:13 PM IST

পারিবারিক অশান্তির জেরে বধূকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে

ভাঙড়, 19 ডিসেম্বর: পারিবারিক অশান্তির জেরে খুন হলেন গৃহবধূ ৷ সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ভাঙড় থানার মাধবপুর এলাকায় ৷ মৃত ওই গৃহবধূর নাম জাহানারা বিবি ৷ এই ঘটনায় বধূর দেওর হালিম মোল্লার বিরুদ্ধে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে ৷ ভাঙড় থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে ৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, বারইপুর চম্পাহাটি এলাকার বাসিন্দা জাহানারা বিবির সঙ্গে বিয়ে হয় ভাঙড় মাধবপুর এলাকার বাসিন্দা আনোয়ার আলি মোল্লার ৷ বিয়ের প্রায় 13 বছর কেটে গিয়েছে ৷ ওই দম্পতির চার সন্তান রয়েছে ৷ সোমবার বাড়ির মধ্যে ইলেকট্রিকের তার টাঙানো নিয়ে পারিবারিক বিবাদ হয় ৷ অভিযোগ, সেই বিবাদের জেরে ওই গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে তার দেওর ৷

মৃত জাহানারা বিবির মা ও দিদির অভিযোগ, পুরনো আক্রোশের জেরেই দেওর ওই বধূকে খুন করেছে ৷ রক্তাক্ত অবস্থায় বধূকে উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ভাঙড় থানার পুলিশ ৷

এই ঘটনায় অভিযুক্ত ওই দেওর হালিম মোল্লাকে গ্রেফতার করেছে ভাঙড় থানা পুলিশ ৷ এর পাশাপাশি ঠিক কী কারণে খুন, তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এ বিষয়ে মৃত গৃহবধূর দিদি রুকসানা বিবি বলেন, "বোনের মেজ দেওর হালিম অনেকদিন ধরেই আমার বোনকে মারবে হুমকি দিয়েছিল ৷ এর আগেও অত্যাচার করেছে ৷ গর্ভবতী অবস্থায় পেটে লাথি মেরেছে ৷ এদিন ইলেকট্রিকের তার টাঙানোর সময় দেওর ও তার বাবার মধ্যে বচসা বাধে ৷ দেওর হালিম ওর বাবাকে মারধর করছিল ৷ তখন আমার বোন ওকে থামাতে যায় ৷ সেই সময় হালিম ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে আমার বোনকে ৷" অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ৷

আরও পড়ুন:

  1. সম্পত্তির লোভে একই পরিবারের ছ'জনকে খুন, আটক অভিযুক্ত
  2. রেললাইন থেকে যুবকের দ্বিখণ্ডিত দেহ উদ্ধার, শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের
  3. বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ, পলাতক স্বামী

পারিবারিক অশান্তির জেরে বধূকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে

ভাঙড়, 19 ডিসেম্বর: পারিবারিক অশান্তির জেরে খুন হলেন গৃহবধূ ৷ সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ভাঙড় থানার মাধবপুর এলাকায় ৷ মৃত ওই গৃহবধূর নাম জাহানারা বিবি ৷ এই ঘটনায় বধূর দেওর হালিম মোল্লার বিরুদ্ধে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে ৷ ভাঙড় থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে ৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, বারইপুর চম্পাহাটি এলাকার বাসিন্দা জাহানারা বিবির সঙ্গে বিয়ে হয় ভাঙড় মাধবপুর এলাকার বাসিন্দা আনোয়ার আলি মোল্লার ৷ বিয়ের প্রায় 13 বছর কেটে গিয়েছে ৷ ওই দম্পতির চার সন্তান রয়েছে ৷ সোমবার বাড়ির মধ্যে ইলেকট্রিকের তার টাঙানো নিয়ে পারিবারিক বিবাদ হয় ৷ অভিযোগ, সেই বিবাদের জেরে ওই গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে তার দেওর ৷

মৃত জাহানারা বিবির মা ও দিদির অভিযোগ, পুরনো আক্রোশের জেরেই দেওর ওই বধূকে খুন করেছে ৷ রক্তাক্ত অবস্থায় বধূকে উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ভাঙড় থানার পুলিশ ৷

এই ঘটনায় অভিযুক্ত ওই দেওর হালিম মোল্লাকে গ্রেফতার করেছে ভাঙড় থানা পুলিশ ৷ এর পাশাপাশি ঠিক কী কারণে খুন, তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এ বিষয়ে মৃত গৃহবধূর দিদি রুকসানা বিবি বলেন, "বোনের মেজ দেওর হালিম অনেকদিন ধরেই আমার বোনকে মারবে হুমকি দিয়েছিল ৷ এর আগেও অত্যাচার করেছে ৷ গর্ভবতী অবস্থায় পেটে লাথি মেরেছে ৷ এদিন ইলেকট্রিকের তার টাঙানোর সময় দেওর ও তার বাবার মধ্যে বচসা বাধে ৷ দেওর হালিম ওর বাবাকে মারধর করছিল ৷ তখন আমার বোন ওকে থামাতে যায় ৷ সেই সময় হালিম ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে আমার বোনকে ৷" অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ৷

আরও পড়ুন:

  1. সম্পত্তির লোভে একই পরিবারের ছ'জনকে খুন, আটক অভিযুক্ত
  2. রেললাইন থেকে যুবকের দ্বিখণ্ডিত দেহ উদ্ধার, শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের
  3. বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ, পলাতক স্বামী
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.