চম্পাহাটি, 18 মার্চ : বাড়ির সামনেই বাগানের গাছে উদ্ধার এক পুলিশকর্মীর ঝুলন্ত দেহ ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার সোনারপুর থানা এলাকার চম্পাহাটিতে ৷ মৃত ওই পুলিশকর্মীর নাম বিকাশ নস্কর (52) ৷ তিনি বিধাননগর পুলিশ কমিশনারেটে কর্মরত ছিলেন ৷ বৃহস্পতিবার ভোর 3টে 25 নাগাদ কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি ৷ তারপর বেলার দিকে বাড়ির কাছেই একটি বাগান থেকে উদ্ধার হয় তাঁর দেহ ৷ পরিবারের সদস্যদের অভিযোগ, বিকাশকে খুন করা হয়েছে ৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দেহটি বাগানের গাছে ঝুলন্ত অবস্থায় ছিল ৷ দেহের কাছ থেকে বেশ কিছুটা দূরেই পড়ে ছিল তাঁর জুতোজোড়া ৷ জামার পিছন দিকটাও ছেঁড়া ছিল ৷ ঘটনার পরই খোয়া গিয়েছে বিকাশ নস্করের দু’টি মোবাইল ৷
বিকাশের স্ত্রী কৃষ্ণা মিশ্রর অভিযোগ, তাঁর স্বামীকে কেউ অনুসরণ করছিলেন ৷ বিকাশ নিজেই একথা জানিয়েছিলেন স্ত্রীকে ৷ তাঁর দাবি, এলাকার কোনও বাসিন্দা নন, বিকাশকে খুন করেছে বাইরের কেউ ৷
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনারপুর থানার পুলিশ ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় তারা ৷ প্রাথমিকভাবে পুলিশেরও অনুমান, এটি খুনের ঘটনা ৷
আরও পড়ুন : মালদা জেলা সংশোধনাগারে বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার
প্রতিবেশীদের বক্তব্য, বিকাশের সঙ্গে এলাকায় কারও কোনও বিবাদ ছিল না ৷ ভালো মানুষ হিসাবেই সকলের কাছে পরিচিত ছিলেন তিনি ৷ সবার সঙ্গেই বিকাশের সুসম্পর্ক ছিল ৷
ইতিমধ্যেই বিকাশের স্ত্রী ও তাঁদের দুই ছেলেমেয়ের সঙ্গে কথা বলেছে পুলিশ ৷ কারও সঙ্গে বিকাশের গোপন শত্রুতা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ বিষয়টি জানানো হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটেও ৷ খোয়া যাওয়া মোবাইল দু’টি সুইচড অফ বলে জানা গিয়েছে ৷ দু’টি মোবাইলেরই কললিস্ট খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ ৷