ETV Bharat / state

Lover Dies by Suicide : প্রেমিককে আত্মহত্যার প্ররোচনার ঘটনায় গ্রেফতার প্রেমিকা

প্রেমিককে আত্মহত্যার প্ররোচনার ঘটনায় গ্রেফতার প্রেমিকা (Girlfriend Arrested Incisting Boyfriend To Died By Suicide) ৷ প্রেমিকার নাম রুবিয়া সান্যাল ৷ গত 30 মে তার প্রেমিক আকাশ চৌধুরী আত্মঘাতী হন ৷ সুইসাইড নোটে লিখে যান রুবিয়ার নাম ৷ তাদের মধ্যে আড়াই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল ৷

sonarpur love death
প্রেমিককে আত্মহত্যার প্ররোচনার ঘটনায় গ্রেফতার প্রেমিকা
author img

By

Published : Jun 14, 2022, 6:47 PM IST

সোনারপুর, 14 জুন : গত 30 মে সোনারপুরের বৈকন্ঠপুরে আত্মঘাতী হন তৃতীয় বর্ষের এক কলেজ ছাত্র। তাঁর কাছ থেকে পুলিশ উদ্ধার করে একটি সুইসাইড নোট। পুলিশ সূত্রে খবর, তাঁকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছে প্রেমিকা (Girlfriend Arrested Incisting Boyfriend To Died By Suicide)৷ মঙ্গলবার ওই প্রেমিকাকে গ্রেফতার করে আদালতে পেশ করেছে পুলিশ ৷ প্রেমিকার নাম রুবিয়া সান্যাল ৷

তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার সকালে রুবিয়াকে ডাকা হয়েছিল সোনারপুর থানায়। জিজ্ঞাসাবাদের পর প্রেমিকাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে 306 অর্থাৎ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে এদিনই বারুইপুর আদালতে পেশ করা হয়েছে।

সূত্রের খবর, সোনারপুরের বৈকুন্ঠপুরের বাসিন্দা আকাশ চৌধুরী গড়িয়া অ্যান্ড্রুজ কলেজের ইতিহাস অনার্সের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। রুবিয়া ছিল তাঁর সহপাঠী ৷ বেশকিছুদিন কেটে যাওয়ার পর আকাশের সঙ্গে রুবিয়ার প্রেমের সম্পর্ক তৈরি হয়। সহপাঠীর নিত্য প্রয়োজনীয় ও পছন্দের নানান জিনিস তার হাতে তুলে দিতেন আকাশ। সম্প্রতি অন্য একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় রুবিয়ার।

তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার সকালে রুবিয়াকে ডাকা হয়েছিল সোনারপুর থানায়

আরও পড়ুন : প্রেমিকার মৃত্যুর ভুয়ো খবর পেয়ে আত্মঘাতী প্রেমিক

আকাশের সঙ্গে সম্পর্ক রাখতে অস্বীকার করে রুবিয়া। প্রেমিকাকে এরজন্য দায়ী করে সুইসাইড নোট লিখে আত্মঘাতী হন আকাশ। ঘটনায় প্রেমিকার শাস্তির দাবি জানিয়ে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে আকাশের পরিবার। ধৃতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে আকাশের মা রিঙ্কু চৌধুরী। অন্যদিকে, ধৃতের মেসোমশাই ইন্দ্রনাথ ভট্টাচার্য জানান, আকাশের সঙ্গে কোনও প্রেমের সম্পর্ক ছিল না রুবিয়ার। ধৃতের মোবাইল পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। ছেলেটিই,মেয়েটিকে উত্যক্ত করত বলে অভিযোগ জানিয়েছেন তিনি ৷

সোনারপুর, 14 জুন : গত 30 মে সোনারপুরের বৈকন্ঠপুরে আত্মঘাতী হন তৃতীয় বর্ষের এক কলেজ ছাত্র। তাঁর কাছ থেকে পুলিশ উদ্ধার করে একটি সুইসাইড নোট। পুলিশ সূত্রে খবর, তাঁকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছে প্রেমিকা (Girlfriend Arrested Incisting Boyfriend To Died By Suicide)৷ মঙ্গলবার ওই প্রেমিকাকে গ্রেফতার করে আদালতে পেশ করেছে পুলিশ ৷ প্রেমিকার নাম রুবিয়া সান্যাল ৷

তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার সকালে রুবিয়াকে ডাকা হয়েছিল সোনারপুর থানায়। জিজ্ঞাসাবাদের পর প্রেমিকাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে 306 অর্থাৎ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে এদিনই বারুইপুর আদালতে পেশ করা হয়েছে।

সূত্রের খবর, সোনারপুরের বৈকুন্ঠপুরের বাসিন্দা আকাশ চৌধুরী গড়িয়া অ্যান্ড্রুজ কলেজের ইতিহাস অনার্সের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। রুবিয়া ছিল তাঁর সহপাঠী ৷ বেশকিছুদিন কেটে যাওয়ার পর আকাশের সঙ্গে রুবিয়ার প্রেমের সম্পর্ক তৈরি হয়। সহপাঠীর নিত্য প্রয়োজনীয় ও পছন্দের নানান জিনিস তার হাতে তুলে দিতেন আকাশ। সম্প্রতি অন্য একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় রুবিয়ার।

তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার সকালে রুবিয়াকে ডাকা হয়েছিল সোনারপুর থানায়

আরও পড়ুন : প্রেমিকার মৃত্যুর ভুয়ো খবর পেয়ে আত্মঘাতী প্রেমিক

আকাশের সঙ্গে সম্পর্ক রাখতে অস্বীকার করে রুবিয়া। প্রেমিকাকে এরজন্য দায়ী করে সুইসাইড নোট লিখে আত্মঘাতী হন আকাশ। ঘটনায় প্রেমিকার শাস্তির দাবি জানিয়ে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে আকাশের পরিবার। ধৃতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে আকাশের মা রিঙ্কু চৌধুরী। অন্যদিকে, ধৃতের মেসোমশাই ইন্দ্রনাথ ভট্টাচার্য জানান, আকাশের সঙ্গে কোনও প্রেমের সম্পর্ক ছিল না রুবিয়ার। ধৃতের মোবাইল পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। ছেলেটিই,মেয়েটিকে উত্যক্ত করত বলে অভিযোগ জানিয়েছেন তিনি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.