ETV Bharat / state

আজ শেষ গঙ্গাসাগর মেলা, বাড়ির পথে পুণ্যার্থীরা - পুণ্যার্থী

এবারের মতো শেষ হচ্ছে গঙ্গাসাগর মেলা । এয়ার অ্যাম্বুলেন্সের পাশাপাশি প্রশংসা পেল মেলার ব্যবস্থাপনা ।

Gangasagar
গঙ্গাসাগর
author img

By

Published : Jan 18, 2020, 10:08 AM IST

গঙ্গাসাগর, 18 জানুয়ারি : আজ শেষ হচ্ছে গঙ্গাসাগর মেলা । সরকারি হিসাব অনুযায়ী প্রায় 50 লাখ পুণ্যার্থীর সমাগম হয়েছিল এবার । মেলার নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে উদ্যোগী ছিল জেলা প্রশাসন ৷ প্রথম থেকেই পরিস্থিতির উপর নজর রেখেছেন জেলাশাসক ও রাজ্যের দুই মন্ত্রী ৷ দুর্ঘটনা মোকাবিলায় সদা তৎপর ছিল দমকল ।

এবছর গঙ্গাসাগর মেলা উদ্বোধন হয় 8 জানুয়ারি । উদ্বোধনের আগে থেকেই গঙ্গাসাগরে ভিড় জমাতে শুরু করে পুণ্যার্থীরা । অনেকেই স্নান সেরে ফিরে যান মেলা শেষ হওয়ার আগেই । অনেকেই আবার থেকে গেছেন শেষ পর্যন্ত । মেলার নিরাপত্তাব্যবস্থা নজর কেড়েছে সকল পুণ্যার্থীর । সাধুবাদ কুড়িয়েছে এয়ার অ্যাম্বুলেন্স । জলে ডুব দিতে গিয়ে কেউ সমস্যায় পড়লে সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করার জন্যও ব্যবস্থাপনা ছিল । নজর ছিল স্বচ্ছতার দিকেও । মুখে প্লাস্টিকমুক্ত মেলা না বললেও কার্যত প্লাস্টিকের উপর ব্যাপকভাবে বিধিনিষেধ রেখে প্লাস্টিকমুক্ত মেলা করতে সক্ষম হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন ।

আজ শেষ হচ্ছে গঙ্গাসাগর মেলা, ব্যবস্থাপনায় সাধুবাদ পেল প্রশাসন

এই ক'দিন লট নং আট, কচুবেড়িয়া ঘাট, বেণুবন ঘাটসহ একাধিক জেটিঘাটে রাজ্যের মন্ত্রীরা উপস্থিত থেকে পুণ্যার্থীদের পারাপারের উপর নজর রেখেছেন । পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য মেলায় CCTV-র পাশাপাশি বাসগুলিতে বসানো হয়েছিল GPS ।

এই সংক্রান্ত আরও খবর : গঙ্গাসাগরে আসা এই সাধিকা ছিলেন জাতীয়স্তরের অ্যাথলিট !

মেলার দেখভালের দায়িত্বে ছিলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, যুব-কল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বসু, বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । মেলাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটায় খুশি প্রশাসনিক আধিকারিকরা । এবারে মেলা শুরুর আগে থেকেই যানবাহনের গতি নিয়ন্ত্রণে ব্যাপকভাবে নজর দিয়েছিলেন তাঁরা । নিয়ন্ত্রণ করা হয়েছিল গতিও । এবারের ফরমুলা সফল হওয়ায় আগামী বছরও এই ফরমুলাতেই মেলার ব্যবস্থাপনা ঠিক হবে বলে জানানন তাঁরা ।

গঙ্গাসাগর, 18 জানুয়ারি : আজ শেষ হচ্ছে গঙ্গাসাগর মেলা । সরকারি হিসাব অনুযায়ী প্রায় 50 লাখ পুণ্যার্থীর সমাগম হয়েছিল এবার । মেলার নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে উদ্যোগী ছিল জেলা প্রশাসন ৷ প্রথম থেকেই পরিস্থিতির উপর নজর রেখেছেন জেলাশাসক ও রাজ্যের দুই মন্ত্রী ৷ দুর্ঘটনা মোকাবিলায় সদা তৎপর ছিল দমকল ।

এবছর গঙ্গাসাগর মেলা উদ্বোধন হয় 8 জানুয়ারি । উদ্বোধনের আগে থেকেই গঙ্গাসাগরে ভিড় জমাতে শুরু করে পুণ্যার্থীরা । অনেকেই স্নান সেরে ফিরে যান মেলা শেষ হওয়ার আগেই । অনেকেই আবার থেকে গেছেন শেষ পর্যন্ত । মেলার নিরাপত্তাব্যবস্থা নজর কেড়েছে সকল পুণ্যার্থীর । সাধুবাদ কুড়িয়েছে এয়ার অ্যাম্বুলেন্স । জলে ডুব দিতে গিয়ে কেউ সমস্যায় পড়লে সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করার জন্যও ব্যবস্থাপনা ছিল । নজর ছিল স্বচ্ছতার দিকেও । মুখে প্লাস্টিকমুক্ত মেলা না বললেও কার্যত প্লাস্টিকের উপর ব্যাপকভাবে বিধিনিষেধ রেখে প্লাস্টিকমুক্ত মেলা করতে সক্ষম হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন ।

আজ শেষ হচ্ছে গঙ্গাসাগর মেলা, ব্যবস্থাপনায় সাধুবাদ পেল প্রশাসন

এই ক'দিন লট নং আট, কচুবেড়িয়া ঘাট, বেণুবন ঘাটসহ একাধিক জেটিঘাটে রাজ্যের মন্ত্রীরা উপস্থিত থেকে পুণ্যার্থীদের পারাপারের উপর নজর রেখেছেন । পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য মেলায় CCTV-র পাশাপাশি বাসগুলিতে বসানো হয়েছিল GPS ।

এই সংক্রান্ত আরও খবর : গঙ্গাসাগরে আসা এই সাধিকা ছিলেন জাতীয়স্তরের অ্যাথলিট !

মেলার দেখভালের দায়িত্বে ছিলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, যুব-কল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বসু, বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । মেলাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটায় খুশি প্রশাসনিক আধিকারিকরা । এবারে মেলা শুরুর আগে থেকেই যানবাহনের গতি নিয়ন্ত্রণে ব্যাপকভাবে নজর দিয়েছিলেন তাঁরা । নিয়ন্ত্রণ করা হয়েছিল গতিও । এবারের ফরমুলা সফল হওয়ায় আগামী বছরও এই ফরমুলাতেই মেলার ব্যবস্থাপনা ঠিক হবে বলে জানানন তাঁরা ।

Intro:এবারের মতন শেষ হল গঙ্গাসাগর মেলা। সরকারি হিসাব অনুযায়ী প্রায় 50 লক্ষ পূণ্যার্থী এসেছিল গঙ্গাসাগর মেলাতে। ধীরে ধীরে বাড়ি ফিরে গিয়েছে বহু মানুষ। যারা রয়েছে তারাও বাড়ির পথে রওনা দিয়েছে। কথায় আছে সব তীর্থ বার বার গঙ্গাসাগর একবার। সেই প্রবাদকে ভেঙে দিয়ে দক্ষিণ 24 পরগণা জেলা প্রশাসন এবার দেখিয়ে দিয়েছেন গঙ্গাসাগর মেলাতে একবার নয় বারবার আসা যায়।


Body:এবারের গঙ্গাসাগর মেলাতে প্রশাসনের নিরাপত্তাব্যবস্থা নজর কেড়েছে সকল পূর্ণার্থীর। একদিকে মেলাতে এসে অসুস্থ হয়ে পড়লে যেমন এয়ার অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা ছিল তারই পাশাপাশি সমুদ্রের জলে কেউ সমস্যায় পড়লে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করার জন্য ব্যবস্থা রেখেছিল প্রশাসন। সেল্ফ হেলফ গ্রুপের মহিলাদেরকে মেলার শুরু থেকেই সমুদ্রের পাড় সহ মেলা প্রাঙ্গণ পরিষ্কারের কাজে লাগানোই এবারের মেলা স্বচ্ছতার দিক দিয়েও নজর কেড়েছে। এবার প্রশাসন শুরু থেকে প্লাস্টিক বন্ধ করার উপর কড়া নজর রেখেছিল। মুখে প্লাস্টিক মুক্ত মেলা না বললেও কার্যত প্লাস্টিকের উপর ব্যাপকভাবে বিধিনিষেধ রেখে প্লাস্টিক মুক্ত মেলা করতে সক্ষম হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন।


Conclusion:লট নং আট বা কচুবেড়িয়া ঘাট, বেনুবন এর ঘাট সহ একাধিক জেটিঘাটে রাজ্যের মন্ত্রীরা থেকে পুণ্যার্থীদের পারাপারের উপর নজর রেখেছে। এরই পাশাপাশি মেলা প্রাঙ্গণে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় থেকে শুরু করে যুব কল্যাণ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বসু, বিদ্যুৎ মন্ত্রী শোভন দেব থেকে মেলা পরিচালনা করেছে। মেলাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটায় খুশি প্রশাসনের আধিকারিকরা। এবারে মেলা শুরুর আগে থেকেই যানবাহনের গতি নিয়ন্ত্রণে ব্যাপকভাবে নজর দিয়েছিল প্রশাসন। দ্রুতগতিতে যানবাহন চললেই ফাইন করা হচ্ছিল। আর এই আইনের ভয়ে যানবাহন নিয়ন্ত্রণে ছিল বলে দাবি প্রশাসনের। এবারের মেলার সফল ফর্মুলা আগামী বছরও ব্যবহার হবে বলে দাবি প্রশাসনের।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.