গঙ্গারামপুর, 13 ফেব্রুয়ারি : দক্ষিণ দিনাজপুর জেলায় শুরু হল সংগীত ও সংস্কৃতি মেলা 2021 । গতকাল গঙ্গারামপুরের ফুটবল মাঠে বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হয় এই মেলা । এদিন প্রথমে ফুটবল মাঠ থেকে শোভাযাত্রা বের হয় । গঙ্গারামপুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে শেষ হয় মেলা প্রাঙ্গনে । পরে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক গৌতম দাস, ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী বিপ্লব মিত্ররা । এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার প্রশাসক প্রশান্ত মিত্র, বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিলচন্দ্র বর্মন, গঙ্গারামপুর পৌরসভার পৌর বোর্ডের সদস্য রাকেশ পণ্ডিত, বিশিষ্ট সমাজসেবী অতনু রায়, মৃণাল সরকার, সরফরাজ আলি সহ অন্যান্য বিশিষ্টজনেরা ।
আরও পড়ুন : করোনা আবহের মধ্যে সাগরদ্বীপে শুরু হল সবলা মেলা
এই সংগীত মেলা চলবে আগামী 14ই ফেব্রুয়ারি পর্যন্ত । জেলার এবং জেলার বাইরের শিল্পীরা এই মেলায় অংশ গ্রহণ করবেন । লকডাউনে দীর্ঘ কয়েক মাস ঘরবন্দী ছিল সকলে । বন্ধ ছিল বিভিন্ন অনুষ্ঠান । যার জেরে বিরত থাকতে হয়েছে শিল্পীদেরও । আর্থিক সংকটে পড়তে হয়েছে শিল্পীদের । তাই এবারে শিল্পীদের কথা মাথায় রেখে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে শিল্পীদের মঞ্চ করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে । ফেব্রুয়ারির 2 তারিখে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে অনুষ্ঠিত হয়েছিল সবলা মেলা, যা চলেছিল 7 দিন । ওই মেলায় একদিকে যেমন স্বনির্ভর দলের মহিলাদের তৈরি সামগ্রীর প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা করা হয়েছিল । ঠিক তেমনই অপরদিকে বিকেল 3 টা থেকে রাত 9 টা পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে । সেই সময় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন জেলা সহ জেলার বাইরের শিল্পীরা ।
এ-বিষয়ে গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক গৌতম দাস বলেন, "আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা হল সংস্কৃতির জায়গা ।এখানে অনেক প্রতিভা আছে, তাদের জন্যই এই মেলার আয়োজন করা হয়েছে । আগামীদিনে এই ধরণের মেলা হলে শিল্পীদের উৎসাহ বাড়বে । এই মেলায় নাচ, গান আবৃত্তি-সহ আরও অন্যান্য লোকশিল্পীরা অংশগ্রহণ করবেন । তিনদিন খুব আনন্দের সঙ্গে এই মেলা চলবে ।"