ETV Bharat / state

Four Tigers in Sundarbans: সুন্দরবনের জঙ্গলে একসঙ্গে চারটি বাঘ, বিরল দৃশ্য ক্যামেরাবন্দি পর্যটকদের

সুন্দরবনে দেখা মিলল এক বিরল দৃশ্যের ৷ জঙ্গলে নদীর পাড়ে একসঙ্গে চারটি বাঘ বসে রয়েছে (Four Tigers in Sundarbans) ৷ শুধু তাই নয়, বাচ্চাগুলোকে নিয়ে আবার সাঁতারও শেখাচ্ছে বাঘিনী ৷ আর এই দৃশ্য ক্যামেরাবন্দি করলেন ঘুরতে আসা পর্যটকেরা ৷

Four tigers seen together in forest of Sundarbans
Four tigers seen together in forest of Sundarbans
author img

By

Published : Nov 1, 2022, 11:34 AM IST

সুন্দরবন, 1 নভেম্বর: একসঙ্গে চার-চারটি বাঘের দেখা মিলল সুন্দরবনের জঙ্গলে (Sundarbans Mangrove Forest) । তবে দুটি পূর্ণবয়স্ক বাঘ ও দুটি বাচ্চা । মূলত সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের সজনেখালি রেঞ্জ অফিসের চোরাগাজিখালি জঙ্গলের কাছে সোমবার একটি বাঘিনীকে প্রথম লক্ষ্য করে পর্যটকদের লঞ্চ । তারপর দেখা গিয়েছে সেই বাঘিনীটির পেছনে আরও তিনটি বাঘকে (Four tigers seen together) । চারটি বাঘের একসঙ্গে নদী সাঁতরানোর দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে ।

সুন্দরবনে বাঘ দেখতে পাওয়া নতুন কোন বিষয় নয় । তবে একসঙ্গে বাঘিনী ও তিনটে বাচ্চা দেখার ঘটনা একেবারে বিরল । শেষ কবে সুন্দরবনের জঙ্গলে এইভাবে তিনটি বাচ্চা নিয়ে বাঘিনীকে দেখা গিয়েছে তা স্মরণ করতে পারছেন না বনদফতরের আধিকারিকরা । এমনকী পর্যটকদের সঙ্গে যুক্ত গাইডরাও । এইভাবে বাঘিনীর বাচ্চাকে নিয়ে জঙ্গলে নদীর পাড়ে বসে থাকা ও সাঁতার কাটার দৃশ্য দেখে একদিকে যেমন খুশি পর্যটকরাও, অন্যদিকে তেমনই খুশি ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরাও । বাঘ যে সুন্দরবনের জঙ্গলে বাড়ছে প্রতিনিয়ত তার দর্শন পাওয়াকেই প্রমাণ করছে বলে তাদের মত ।

দু'দিন আগে সুন্দরবনের দোবাকি জঙ্গলে জোড়া বাঘের মারামারি এবং নদীর পাড়ে বসে থাকা অবস্থাতেই ক্যামেরাবন্দি করেন পর্যটকরা । জোড়া বাঘের দর্শন পেয়ে খুশি হয়েছিলেন যাদবপুরের থেকে আসা 17 জন পর্যটক । শীতের প্রাক-মরশুমে মনোরম আবহাওয়ায় শুরু হয়ে গিয়েছে সুন্দরবন ভ্রমণ । সোমবার সরকারি ছুটি উপলক্ষ্যে সুন্দরবনের জঙ্গলে ভিড় ছিল । সকাল থেকেই পর্যটকদের কয়েকটি লঞ্চ ঘুরছিল । বেলা বাড়তেই সেখানে আরও বেশি পর্যটকদের নৌকা চলে আসে বাঘ দেখতে । এ বিষয়ে ভ্রমণ সংস্থার কর্মী দীপঙ্কর মল্লিক বলেন, "4টি ভাগ একসঙ্গে প্রথম আমরাই দেখতে পাই এবং অনেক কাছ থেকে । যেটি সত্যিই একটি বিরল দৃশ্য ।"

একসঙ্গে চার-চারটি বাঘের দেখা মিলল সুন্দরবনের জঙ্গলে

আরও পড়ুন: ম্যানগ্রোভ রক্ষায় অঙ্গীকার, পড়ুয়াদের নিয়ে সুন্দরবনে গাছফোঁটা দিলেন শিক্ষিকারা

প্রায় দু-আড়াই ঘণ্টা ধরে বাঘ এবং বাচ্চাদেরকে জঙ্গল থেকে ওঠানামা করতে এবং নদীতে সাঁতরাতে দেখা গিয়েছে । বাঘিনী অনেক সময় বাচ্চাদেরকে পুরুষ বাঘের থেকে নিরাপদ দূরত্বে বজায় রাখার জন্য মাঝেমধ্যেই নদী পেরিয়ে বিভিন্ন ঝোপ ঝাড়ে গিয়ে আশ্রয় দেয় তাদের । এবারও একইরকম ভাবেই দেখা গিয়েছে বাচ্চাদেরকে নদীর পাশে ঝোপের কাছে । তারপর নদীতে একটু ভাটা পড়তেই বাঘিনী সেই বাচ্চাগুলোকে নিয়ে এক দফা সাঁতারও শেখালো । বাচ্চাগুলোকে সুন্দরবনের খাড়ির একপাড় থেকে আরেকপাড়েও করল । তবে বাঘ চারটের মধ্যে দুটি বাচ্চা ও দুটি বড় হতে পারে । যেহেতু ঝোপের মধ্যে থাকার জন্য তিনটি বাচ্চাও বাঘিনী কি না, তা সঠিক জানা যায়নি ।

সুন্দরবন, 1 নভেম্বর: একসঙ্গে চার-চারটি বাঘের দেখা মিলল সুন্দরবনের জঙ্গলে (Sundarbans Mangrove Forest) । তবে দুটি পূর্ণবয়স্ক বাঘ ও দুটি বাচ্চা । মূলত সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের সজনেখালি রেঞ্জ অফিসের চোরাগাজিখালি জঙ্গলের কাছে সোমবার একটি বাঘিনীকে প্রথম লক্ষ্য করে পর্যটকদের লঞ্চ । তারপর দেখা গিয়েছে সেই বাঘিনীটির পেছনে আরও তিনটি বাঘকে (Four tigers seen together) । চারটি বাঘের একসঙ্গে নদী সাঁতরানোর দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে ।

সুন্দরবনে বাঘ দেখতে পাওয়া নতুন কোন বিষয় নয় । তবে একসঙ্গে বাঘিনী ও তিনটে বাচ্চা দেখার ঘটনা একেবারে বিরল । শেষ কবে সুন্দরবনের জঙ্গলে এইভাবে তিনটি বাচ্চা নিয়ে বাঘিনীকে দেখা গিয়েছে তা স্মরণ করতে পারছেন না বনদফতরের আধিকারিকরা । এমনকী পর্যটকদের সঙ্গে যুক্ত গাইডরাও । এইভাবে বাঘিনীর বাচ্চাকে নিয়ে জঙ্গলে নদীর পাড়ে বসে থাকা ও সাঁতার কাটার দৃশ্য দেখে একদিকে যেমন খুশি পর্যটকরাও, অন্যদিকে তেমনই খুশি ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরাও । বাঘ যে সুন্দরবনের জঙ্গলে বাড়ছে প্রতিনিয়ত তার দর্শন পাওয়াকেই প্রমাণ করছে বলে তাদের মত ।

দু'দিন আগে সুন্দরবনের দোবাকি জঙ্গলে জোড়া বাঘের মারামারি এবং নদীর পাড়ে বসে থাকা অবস্থাতেই ক্যামেরাবন্দি করেন পর্যটকরা । জোড়া বাঘের দর্শন পেয়ে খুশি হয়েছিলেন যাদবপুরের থেকে আসা 17 জন পর্যটক । শীতের প্রাক-মরশুমে মনোরম আবহাওয়ায় শুরু হয়ে গিয়েছে সুন্দরবন ভ্রমণ । সোমবার সরকারি ছুটি উপলক্ষ্যে সুন্দরবনের জঙ্গলে ভিড় ছিল । সকাল থেকেই পর্যটকদের কয়েকটি লঞ্চ ঘুরছিল । বেলা বাড়তেই সেখানে আরও বেশি পর্যটকদের নৌকা চলে আসে বাঘ দেখতে । এ বিষয়ে ভ্রমণ সংস্থার কর্মী দীপঙ্কর মল্লিক বলেন, "4টি ভাগ একসঙ্গে প্রথম আমরাই দেখতে পাই এবং অনেক কাছ থেকে । যেটি সত্যিই একটি বিরল দৃশ্য ।"

একসঙ্গে চার-চারটি বাঘের দেখা মিলল সুন্দরবনের জঙ্গলে

আরও পড়ুন: ম্যানগ্রোভ রক্ষায় অঙ্গীকার, পড়ুয়াদের নিয়ে সুন্দরবনে গাছফোঁটা দিলেন শিক্ষিকারা

প্রায় দু-আড়াই ঘণ্টা ধরে বাঘ এবং বাচ্চাদেরকে জঙ্গল থেকে ওঠানামা করতে এবং নদীতে সাঁতরাতে দেখা গিয়েছে । বাঘিনী অনেক সময় বাচ্চাদেরকে পুরুষ বাঘের থেকে নিরাপদ দূরত্বে বজায় রাখার জন্য মাঝেমধ্যেই নদী পেরিয়ে বিভিন্ন ঝোপ ঝাড়ে গিয়ে আশ্রয় দেয় তাদের । এবারও একইরকম ভাবেই দেখা গিয়েছে বাচ্চাদেরকে নদীর পাশে ঝোপের কাছে । তারপর নদীতে একটু ভাটা পড়তেই বাঘিনী সেই বাচ্চাগুলোকে নিয়ে এক দফা সাঁতারও শেখালো । বাচ্চাগুলোকে সুন্দরবনের খাড়ির একপাড় থেকে আরেকপাড়েও করল । তবে বাঘ চারটের মধ্যে দুটি বাচ্চা ও দুটি বড় হতে পারে । যেহেতু ঝোপের মধ্যে থাকার জন্য তিনটি বাচ্চাও বাঘিনী কি না, তা সঠিক জানা যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.