ETV Bharat / state

মুকুন্দপুরে গাড়ির শোরুমে আগুন

দক্ষিণ কলকাতার মুকুন্দপুরে একটি গাড়ির শোরুমে দুপুর 2টা 30 নাগাদ আগুন লাগে । দমকলের 10 টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ।

fire in mukundapur
মুকুন্দপুরে আগুন
author img

By

Published : Feb 20, 2020, 4:03 PM IST

Updated : Feb 20, 2020, 6:31 PM IST

কলকাতা, 20 ফেব্রুয়ারি : মুকুন্দপুরে একটি গাড়ির শোরুমে আগুন । ঘটনাস্থানে দমকলের 10টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে । আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে । রয়েছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা । ঘটনাস্থানে রয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু ও সাংসদ মিমি চক্রবর্তী ।

আজ দুপুর 2টা 30 নাগাদ মুকুন্দপুরের কালিকাপুরে কিষান মার্কেটের পাশে শোরুমটিতে আগুন লাগে । আগুনের ফুলকি দেখেই কর্মীরা শোরুম থেকে বেরিয়ে যান । খবর দেওয়া হয় দমকলে । প্রথমে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থানে আসে । কিন্তু আগুন ছড়িয়ে পড়ায় আসে আরও কয়েকটি ইঞ্জিন । আসে আনন্দপুর থানার পুলিশ, কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী ও HRFS। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি ।

আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থানে আসেন সাংসদ মিমি চক্রবর্তী এবং দমকল মন্ত্রী সুজিত বসু ।

শোরুমটির ভিতরে কেউ আটকে নেই বলেই জানা গেছে । প্রায় 30 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য ।

মুকুন্দপুরে গাড়ির শোরুমে আগুন, ঘটনাস্থানে কলকাতা পুলিশ, কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী ও HRFS

কলকাতা, 20 ফেব্রুয়ারি : মুকুন্দপুরে একটি গাড়ির শোরুমে আগুন । ঘটনাস্থানে দমকলের 10টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে । আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে । রয়েছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা । ঘটনাস্থানে রয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু ও সাংসদ মিমি চক্রবর্তী ।

আজ দুপুর 2টা 30 নাগাদ মুকুন্দপুরের কালিকাপুরে কিষান মার্কেটের পাশে শোরুমটিতে আগুন লাগে । আগুনের ফুলকি দেখেই কর্মীরা শোরুম থেকে বেরিয়ে যান । খবর দেওয়া হয় দমকলে । প্রথমে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থানে আসে । কিন্তু আগুন ছড়িয়ে পড়ায় আসে আরও কয়েকটি ইঞ্জিন । আসে আনন্দপুর থানার পুলিশ, কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী ও HRFS। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি ।

আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থানে আসেন সাংসদ মিমি চক্রবর্তী এবং দমকল মন্ত্রী সুজিত বসু ।

শোরুমটির ভিতরে কেউ আটকে নেই বলেই জানা গেছে । প্রায় 30 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য ।

মুকুন্দপুরে গাড়ির শোরুমে আগুন, ঘটনাস্থানে কলকাতা পুলিশ, কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী ও HRFS
Last Updated : Feb 20, 2020, 6:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.