ETV Bharat / state

জল প্রকল্পের কাজে ভাঙা পড়েছে বাড়ি! শীতে ত্রিপলের নীচে ঠাঁই বৃদ্ধার - Winter

Family Living under Open Sky in Winter: জল প্রকল্পের কাজের জেরে ভেঙে পড়েছে বাড়ি ৷ পরিবার নিয়ে গত একমাস ধরে খোলা আকাশের নীচে বসবাস করছেন বৃদ্ধা ৷ অভিযোগ, প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনও সুরাহা । শীতের দিনে যন্ত্রণার কথা বলতে গিয়ে চোখে জল চলে এল স্বর্ণলতা বৈদ্যের ৷

House demolished
বৃদ্ধা স্বর্ণলতা বৈদ্য
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2023, 5:17 PM IST

Updated : Dec 30, 2023, 5:55 PM IST

শীতে ত্রিপলের নীচে ঠাঁই বৃদ্ধার

মন্দিরবাজার, 30 ডিসেম্বর: পরিবার নিয়ে মাটির দোতলা ঘরে বসবাস করতেন বৃদ্ধা ৷ কিন্তু নভেম্বর মাসের 30 তারিখ সেই আশ্রয়টুকুও হারিয়ে যায় ৷ এলাকায় জলের পাইপ লাইনের কাজের জেরে ভেঙে পড়ে তাঁর বাড়িটি ৷ এরপর মাথার উপর সামান্য ছাউনিটাও হারিয়ে খোলা আকাশের নীচে ঠাঁই হয়েছে পরিবারটির ৷ এখনও ভরসা বলতে ত্রিপলের তলায় মাথা গোজার মতো একটু জায়গা ৷ তাতেই গত একমাস ধরে শীতের দিনরাত কাটছে বৃদ্ধ স্বর্ণলতা বৈদ্য ও তাঁর পরিবারের ৷ ঘটনাটি দক্ষিণ 24 পরগনার গাববেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার রামেশ্বরপুর গ্রামের ।

পরিবারের অভিযোগ, বাড়ি করে দেওয়ার জন্য কন্টাক্টরের থেকে আশ্বাস মিললেও তা এখনও পর্যন্ত হয়নি ৷ নিজেদের সমস্যার কথা স্থানীয় পঞ্চায়েতকে জানায় তারা ৷ তবে পঞ্চায়েত থেকে একটি ত্রিপল দিয়েই সার ৷ আর কোনও সাহায্য করা হয়নি । বিজেপি করে বলে পরিবারটির পাশে দাঁড়ায়নি তৃণমূল পরিচালিত প্রশাসন বলেও অভিযোগ অসহায় পরিবারটির ৷

স্বর্ণলতা বৈদ্য বলেন, "জলের পাইপ লাইন কাজের সময় হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আমাদের বাড়িটা ৷ এরপর একমাস পাড় হয়ে গেলেও এখনও কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি ৷ ঠান্ডায় খুব কষ্ট করে জীবনযাপন করছি আমরা ৷ বিজেপি করি বলেই মনে হয় বাড়িটি ভেঙে দিয়েছে ৷ পঞ্চায়েত থেকেও কোনও সাহায্য করছে না ৷" বিষয়টি নিয়ে সরব হয়েছে গেরুয়া শিবির ৷ বিজেপি নেতা রণজিৎ হালদার বলেন, "ওই বৃদ্ধার পরিবারের লোকজন বিজেপি করে তাই ইচ্ছাকৃতভাবে তাঁদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে ৷ এমনকী তাঁরা প্রশাসনের কাছে থেকে কোন সাহায্য পাচ্ছে না ।"

যদিও বিরোধীদের অভিযোগকে অস্বীকার করেছে শাসকদল ৷ গাববেড়িয়া পঞ্চায়েতের উপ-প্রধান সুবীর সরদারের বক্তব্য, "পঞ্চায়েতের পক্ষ থেকে ওই বৃদ্ধাকে আপৎকালীনভাবে একটি ত্রিপল দেওয়া হয়েছে ৷ তবে যেহেতু পিএইচই'র পক্ষ থেকে কাজ করা হচ্ছে ৷ ফলে এখানে আমাদের এখানে কিছুই করার নেই ৷ তবুও পঞ্চায়েতের পক্ষ থেকে যতটা সম্ভব সাহায্য করা হবে ।" এই শাসক বিরোধী টানাপোড়েনে না জড়িয়ে মাথার উপর ছাদই এখন একমাত্র কাম্য পরিবারটির ৷ তাহলে এই শীতের দিনে তাদের একটু স্বস্তি মেলে ।

আরও পড়ুন:

  1. মেলেনি পঞ্চায়েতের কোনও পরিষেবা, ত্রিপল ঘেরা বাড়িতে বসে অভিযোগ গ্রামবাসীদের
  2. কেন্দ্র-রাজ্য দ্বন্দ্বে আবাস যোজনার টাকা থেকে বঞ্চিত উপভোক্তারা, বছরভর কাটছে খোলা আকাশের নীচে
  3. সরকারি লোগো দেওয়া ত্রাণের ত্রিপল দিয়ে হোটেলের ছাউনি, খোলা হল প্রশাসনিক হস্তক্ষেপে

শীতে ত্রিপলের নীচে ঠাঁই বৃদ্ধার

মন্দিরবাজার, 30 ডিসেম্বর: পরিবার নিয়ে মাটির দোতলা ঘরে বসবাস করতেন বৃদ্ধা ৷ কিন্তু নভেম্বর মাসের 30 তারিখ সেই আশ্রয়টুকুও হারিয়ে যায় ৷ এলাকায় জলের পাইপ লাইনের কাজের জেরে ভেঙে পড়ে তাঁর বাড়িটি ৷ এরপর মাথার উপর সামান্য ছাউনিটাও হারিয়ে খোলা আকাশের নীচে ঠাঁই হয়েছে পরিবারটির ৷ এখনও ভরসা বলতে ত্রিপলের তলায় মাথা গোজার মতো একটু জায়গা ৷ তাতেই গত একমাস ধরে শীতের দিনরাত কাটছে বৃদ্ধ স্বর্ণলতা বৈদ্য ও তাঁর পরিবারের ৷ ঘটনাটি দক্ষিণ 24 পরগনার গাববেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার রামেশ্বরপুর গ্রামের ।

পরিবারের অভিযোগ, বাড়ি করে দেওয়ার জন্য কন্টাক্টরের থেকে আশ্বাস মিললেও তা এখনও পর্যন্ত হয়নি ৷ নিজেদের সমস্যার কথা স্থানীয় পঞ্চায়েতকে জানায় তারা ৷ তবে পঞ্চায়েত থেকে একটি ত্রিপল দিয়েই সার ৷ আর কোনও সাহায্য করা হয়নি । বিজেপি করে বলে পরিবারটির পাশে দাঁড়ায়নি তৃণমূল পরিচালিত প্রশাসন বলেও অভিযোগ অসহায় পরিবারটির ৷

স্বর্ণলতা বৈদ্য বলেন, "জলের পাইপ লাইন কাজের সময় হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আমাদের বাড়িটা ৷ এরপর একমাস পাড় হয়ে গেলেও এখনও কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি ৷ ঠান্ডায় খুব কষ্ট করে জীবনযাপন করছি আমরা ৷ বিজেপি করি বলেই মনে হয় বাড়িটি ভেঙে দিয়েছে ৷ পঞ্চায়েত থেকেও কোনও সাহায্য করছে না ৷" বিষয়টি নিয়ে সরব হয়েছে গেরুয়া শিবির ৷ বিজেপি নেতা রণজিৎ হালদার বলেন, "ওই বৃদ্ধার পরিবারের লোকজন বিজেপি করে তাই ইচ্ছাকৃতভাবে তাঁদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে ৷ এমনকী তাঁরা প্রশাসনের কাছে থেকে কোন সাহায্য পাচ্ছে না ।"

যদিও বিরোধীদের অভিযোগকে অস্বীকার করেছে শাসকদল ৷ গাববেড়িয়া পঞ্চায়েতের উপ-প্রধান সুবীর সরদারের বক্তব্য, "পঞ্চায়েতের পক্ষ থেকে ওই বৃদ্ধাকে আপৎকালীনভাবে একটি ত্রিপল দেওয়া হয়েছে ৷ তবে যেহেতু পিএইচই'র পক্ষ থেকে কাজ করা হচ্ছে ৷ ফলে এখানে আমাদের এখানে কিছুই করার নেই ৷ তবুও পঞ্চায়েতের পক্ষ থেকে যতটা সম্ভব সাহায্য করা হবে ।" এই শাসক বিরোধী টানাপোড়েনে না জড়িয়ে মাথার উপর ছাদই এখন একমাত্র কাম্য পরিবারটির ৷ তাহলে এই শীতের দিনে তাদের একটু স্বস্তি মেলে ।

আরও পড়ুন:

  1. মেলেনি পঞ্চায়েতের কোনও পরিষেবা, ত্রিপল ঘেরা বাড়িতে বসে অভিযোগ গ্রামবাসীদের
  2. কেন্দ্র-রাজ্য দ্বন্দ্বে আবাস যোজনার টাকা থেকে বঞ্চিত উপভোক্তারা, বছরভর কাটছে খোলা আকাশের নীচে
  3. সরকারি লোগো দেওয়া ত্রাণের ত্রিপল দিয়ে হোটেলের ছাউনি, খোলা হল প্রশাসনিক হস্তক্ষেপে
Last Updated : Dec 30, 2023, 5:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.