ETV Bharat / state

Odisha Train Accident: দুর্ঘটনার চারদিন পেরিয়ে গেলেও 2 যুবক নিখোঁজ, বিধায়কের সামনে ক্ষোভ পরিবারের - tmc mla Lovely maitra News

ক্ষতিপূরণ চাই না, আমাদের ছেলেদের মৃত বা জীবিত ফেরানো হোক ৷ বিধায়ক লাভলি মৈত্রের কাছে এই আবেদনই করলেন নিখোঁজ দুই যুবকের পরিবার ৷

Etv Bharat
লাভলি মৈত্র
author img

By

Published : Jun 6, 2023, 11:17 AM IST

তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের সামনে ক্ষোভ উগড়ে দিলেন ট্রেন দুর্ঘটনায় নিখোঁজের পরিবার

সোনারপুর, 6 জুন: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার চারদিন কেটে গিয়েছে ৷ কিন্তু এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি দক্ষিণ 24 পরগনার সোনারপুর দক্ষিণ বিধানসভার অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার 15 ও 17 নম্বর ওয়ার্ডের দু'জন ব্যক্তির ৷ তার জেরেই প্রশাসনের উপর ক্ষোভ সোনারপুরের নিখোঁজ দুই যুবকের পরিবারের ।

বাড়ির গয়না বন্ধক দিয়ে, স্থানীয়দের থেকে আর্থিক সাহায্য নিয়ে দুই পরিবারের সদস্যরা দুর্ঘটনাস্থলে গিয়ে বাড়ির ছেলের খোঁজ করেছেন । কিন্তু তাতেও এখনও পর্যন্ত তাঁদের কোনও খোঁজ পাওয়া যায়নি । এর মধ্যে একজন অক্ষয় মিস্ত্রি ও অন্যজন দীপঙ্কর মণ্ডল । ক্ষোভের বিষয়টি জানতে পেরেই সোমবার রাতে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র এই দুই পরিবারের সঙ্গে দেখা করতে যান ।

বিধায়কের সামনে কখনও কান্নায় তো কখনও আবার ক্ষোভে ফেটে পড়লেন নিখোঁজ যুবকদ্বয়ের পরিবার । তাঁদের বক্তব্য, সরকারের আর্থিক সাহায্য তাদের প্রয়োজন নেই । দরকার বাড়ির ছেলের খোঁজ । যে কোনওভাবেই হোক জীবিত বা মৃত তাদের ছেলের খোঁজ এনে দেওয়া হোক ।

প্রাথমিকভাবে দুই পরিবারের থেকে জানা গিয়েছে রাজমিস্ত্রির কাজে সাহায্যের জন্য ওই দুই যুবক রওনা দিয়েছিলেন । যে ঠিকাদার তাঁদের নিয়ে যাচ্ছিল তিনি টিকিট কেটে জেনারেল কামরায় তুলে দিয়েছিলেন দুই যুবককে । কিন্তু দুর্ঘটনার চারদিন পেরিয়ে গেলেও এখনও খোঁজ না মেলায় চিন্তিত এই দুই যুবকের পরিবার ৷

আরও পড়ুন : 100 দিনের কাজ বন্ধ, ভিন রাজ্যে যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু স্বপনের

এই বিষয়ে বিধায়ক জানান, তিনি এই দুই পরিবারের পাশে আছেন । প্রশাসনের তরফে তাঁদেরকে সমস্ত রকম সাহায্য করা হবে ৷ প্রশাসনিকভাবে খোঁজখবরও শুরু করা হয়েছে ৷ অন্যদিকে, বাংলা থেকে এত পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করতে যাওয়া নিয়ে বিরোধীদের কটাক্ষ নিয়ে তাঁর বক্তব্য এখন রাজনীতি করার সময় নয় ।

তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের সামনে ক্ষোভ উগড়ে দিলেন ট্রেন দুর্ঘটনায় নিখোঁজের পরিবার

সোনারপুর, 6 জুন: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার চারদিন কেটে গিয়েছে ৷ কিন্তু এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি দক্ষিণ 24 পরগনার সোনারপুর দক্ষিণ বিধানসভার অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার 15 ও 17 নম্বর ওয়ার্ডের দু'জন ব্যক্তির ৷ তার জেরেই প্রশাসনের উপর ক্ষোভ সোনারপুরের নিখোঁজ দুই যুবকের পরিবারের ।

বাড়ির গয়না বন্ধক দিয়ে, স্থানীয়দের থেকে আর্থিক সাহায্য নিয়ে দুই পরিবারের সদস্যরা দুর্ঘটনাস্থলে গিয়ে বাড়ির ছেলের খোঁজ করেছেন । কিন্তু তাতেও এখনও পর্যন্ত তাঁদের কোনও খোঁজ পাওয়া যায়নি । এর মধ্যে একজন অক্ষয় মিস্ত্রি ও অন্যজন দীপঙ্কর মণ্ডল । ক্ষোভের বিষয়টি জানতে পেরেই সোমবার রাতে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র এই দুই পরিবারের সঙ্গে দেখা করতে যান ।

বিধায়কের সামনে কখনও কান্নায় তো কখনও আবার ক্ষোভে ফেটে পড়লেন নিখোঁজ যুবকদ্বয়ের পরিবার । তাঁদের বক্তব্য, সরকারের আর্থিক সাহায্য তাদের প্রয়োজন নেই । দরকার বাড়ির ছেলের খোঁজ । যে কোনওভাবেই হোক জীবিত বা মৃত তাদের ছেলের খোঁজ এনে দেওয়া হোক ।

প্রাথমিকভাবে দুই পরিবারের থেকে জানা গিয়েছে রাজমিস্ত্রির কাজে সাহায্যের জন্য ওই দুই যুবক রওনা দিয়েছিলেন । যে ঠিকাদার তাঁদের নিয়ে যাচ্ছিল তিনি টিকিট কেটে জেনারেল কামরায় তুলে দিয়েছিলেন দুই যুবককে । কিন্তু দুর্ঘটনার চারদিন পেরিয়ে গেলেও এখনও খোঁজ না মেলায় চিন্তিত এই দুই যুবকের পরিবার ৷

আরও পড়ুন : 100 দিনের কাজ বন্ধ, ভিন রাজ্যে যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু স্বপনের

এই বিষয়ে বিধায়ক জানান, তিনি এই দুই পরিবারের পাশে আছেন । প্রশাসনের তরফে তাঁদেরকে সমস্ত রকম সাহায্য করা হবে ৷ প্রশাসনিকভাবে খোঁজখবরও শুরু করা হয়েছে ৷ অন্যদিকে, বাংলা থেকে এত পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করতে যাওয়া নিয়ে বিরোধীদের কটাক্ষ নিয়ে তাঁর বক্তব্য এখন রাজনীতি করার সময় নয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.