বারুইপুর, 14 এপ্রিল: কলেজের অধ্যাপক পরিচয় দিয়ে নাবালিকাকে অপহরণ করে গা ঢাকা দিয়েছিল এক যুবক (Fake professor arrested for kidnapping minor)। বারুইপুর মহিলা পুলিশের তৎপরতায় উদ্ধার হল সেই নাবালিকা ছাত্রী । গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ভুয়ো অধ্যাপককে । ঘটনাটি ঘটেছে বারুইপুরের রামনগর 2 গ্রাম পঞ্চায়েতে (South 24 parganas news)।
গত বৃহস্পতিবার মেয়ের পরিবারের সদস্যরা থানায় অভিযোগ করেন, মেয়ের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না । তাঁরা এক যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । তাঁরা পুলিশকে জানান, ওই যুবকের নাম পলাশপ্রতিম বৈদ্য । পলাশ নিজেকে একটি কলেজের অধ্যাপক পরিচয় দিয়ে তাঁদের কাছ থেকে মেয়ের পড়াশোনার জন্য টাকা আদায় করছিল । শুধু তাই নয়, কাউকে কিছু বললে ক্ষতি হতে পারে বলে পলাশপ্রতিম হুমকিও দিয়েছিল বলে অভিযোগ ।
আরও পড়ুন: Minor stabs step-father to death: রোজ মাকে মার, রাগে সৎ বাবাকে কুপিয়ে খুন করল নাবালক
পরে নাবালিকার মা মেয়ের কলেজে খোঁজ নিয়ে জানতে পারেন, মেয়ে বাড়ি থেকে কলেজে যাওয়ার নাম করে বের হলেও গত চার মাস কলেজে যায়নি । এমনকী, তিনি কলেজ থেকে এ কথাও জানতে পারেন সেখানে পলাশপ্রতিম বৈদ্য নামে কোনও অধ্যাপক নেই । এরপরই ওই মহিলা বারুইপুর মহিলা থানায় পলাশপ্রতিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন । শেষমেশ অভিযুক্ত ভুয়ো অধ্যাপককে গ্রেফতার করা হয় । উদ্ধার করা হয় ওই নাবালিকাকে ৷ পুলিশ জানিয়েছে, নাবালিকাকে মডেলিংয়ের টোপ দিয়েছিল ওই ভুয়ো অধ্যাপক (fake professor kidnaps minor student for modeling)৷
আরও পড়ুন: Acid Attack in Malda : সন্দেহের জের, স্ত্রী'র মুখে অ্যাসিড ঢেলে রাস্তায় ফেলে দিয়ে গেল স্বামী