ETV Bharat / state

Gangasagar Mela 2022 : করোনা আবহে দোসর পশ্চিমী ঝঞ্ঝা, সাগরমেলায় কমল পুণ্যার্থীর সংখ্যা - গঙ্গাসাগর মেলা 2022

মেলা শুরু হলেও সেভাবে দেখা মিলছে না পুণ্যার্থীদের ৷ তার ফলে নাগা সন্ন্যাসীদের প্রণামী বাক্সে ভাটা পড়েছে ৷ তবে তাঁরা আশা করছেন আকাশ পরিষ্কার হলেই গঙ্গাসাগর মেলায় ভিড় জমাবেন পুণ্যার্থীরা (Gangasagar Mela 2022) ৷

gangasagar
করোনা আবহে দোসর বৃষ্টি, কার্যত ফাঁকা সাগর মেলা
author img

By

Published : Jan 12, 2022, 10:46 PM IST

Updated : Jan 12, 2022, 10:58 PM IST

গঙ্গাসাগর, 12 জানুয়ারি : করোনা বিধি মেনে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela 2022) ৷ কিন্তু মেলার দ্বিতীয় দিনেও সেভাবে পুণ্যার্থীদের দেখা মিলল না ৷ করোনা কাঁটায় দোসর হয়েছে পশ্চিমি ঝঞ্ঝা ৷ যার জেরে দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় শুরু হয়েছে বৃষ্টি ৷ তার ফলেই মেলা প্রাঙ্গণে পুণ্যার্থীর সংখ্যা কমেছে বলে মনে করছেন সাগরের সন্ন্যাসীরা ৷

gangasagar
করোনা আবহে দোসর বৃষ্টি, কার্যত ফাঁকা সাগর মেলা

প্রতি বছর সন্ধ্যার সময় পুণ্যার্থীদের ভিড়ে জমজমাট থাকে নাগা সন্নাসীদের আখড়া । কিন্তু এ বছর করোনা পরিস্থিতি ও বৃষ্টির কারণে গঙ্গাসাগর মেলায় তেমন ভিড় চোখে পড়ছে না ৷ যার জেরে ভাটা পড়েছে নাগা সন্ন্যাসীদের প্রণামী বাক্সে ।

gangasagar
তুলনামূলক কম পুণ্যার্থী সাগর মেলার দ্বিতীয় দিনে

পঞ্জাবের লুধিয়ানা থেকে আগত মহন্ত অমরেশ্বর গিরি জানান, মেলার দু'দিনেও সেভাবে পুণ্যার্থীরা আসছেন না ৷ আগামী দিনগুলিতে কী হবে তা স্বয়ং কপিল মহারাজই জানেন ৷ গতবছর বেশ ভালই উপার্জন হয়েছিল ৷ কিন্তু এবার সব ফাঁকা ৷ পুণ্যার্থী না থাকলে চরম আর্থিক সংকটের মুখে পড়বে গঙ্গাসাগরের কপিল মুনি মন্দির লাগোয়া প্রায় 60 জন নাগা সন্ন্যাসী ।

কামাক্ষ্যা থেকে আগত থানাপতি মহন্ত নিত্যানন্দ গিরি বলেন, "এখনও সিকিভাগ পুণ্যার্থীও গঙ্গাসাগরে এসে পৌঁছাননি ৷ আগামী দু'দিনের মধ্যে আকাশ পরিষ্কার হলে পুণ্যার্থীদের দেখা মিলবে হয়ত । তবে করোনা পরিস্থিতিতে রাজ্য সরকার যেভাবে বিধি মেনে মেলা করছেন তাতে আমরা খুশি ৷ আমরাও চাই পুণ্যার্থীরা করোনা বিধি মেনে চলুক ৷

বৃষ্টির জেরে দ্বিতীয় দিনেও পুণ্যার্থীর সংখ্যা কম গঙ্গাসাগরে

আরও পড়ুন : Panch Dham Yatra : স্ত্রীকে নিয়ে রিক্সায় পাঁচধামের পথে গিরিডির মহাদেব, পথে গঙ্গাসাগর দর্শন

গঙ্গাসাগর, 12 জানুয়ারি : করোনা বিধি মেনে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela 2022) ৷ কিন্তু মেলার দ্বিতীয় দিনেও সেভাবে পুণ্যার্থীদের দেখা মিলল না ৷ করোনা কাঁটায় দোসর হয়েছে পশ্চিমি ঝঞ্ঝা ৷ যার জেরে দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় শুরু হয়েছে বৃষ্টি ৷ তার ফলেই মেলা প্রাঙ্গণে পুণ্যার্থীর সংখ্যা কমেছে বলে মনে করছেন সাগরের সন্ন্যাসীরা ৷

gangasagar
করোনা আবহে দোসর বৃষ্টি, কার্যত ফাঁকা সাগর মেলা

প্রতি বছর সন্ধ্যার সময় পুণ্যার্থীদের ভিড়ে জমজমাট থাকে নাগা সন্নাসীদের আখড়া । কিন্তু এ বছর করোনা পরিস্থিতি ও বৃষ্টির কারণে গঙ্গাসাগর মেলায় তেমন ভিড় চোখে পড়ছে না ৷ যার জেরে ভাটা পড়েছে নাগা সন্ন্যাসীদের প্রণামী বাক্সে ।

gangasagar
তুলনামূলক কম পুণ্যার্থী সাগর মেলার দ্বিতীয় দিনে

পঞ্জাবের লুধিয়ানা থেকে আগত মহন্ত অমরেশ্বর গিরি জানান, মেলার দু'দিনেও সেভাবে পুণ্যার্থীরা আসছেন না ৷ আগামী দিনগুলিতে কী হবে তা স্বয়ং কপিল মহারাজই জানেন ৷ গতবছর বেশ ভালই উপার্জন হয়েছিল ৷ কিন্তু এবার সব ফাঁকা ৷ পুণ্যার্থী না থাকলে চরম আর্থিক সংকটের মুখে পড়বে গঙ্গাসাগরের কপিল মুনি মন্দির লাগোয়া প্রায় 60 জন নাগা সন্ন্যাসী ।

কামাক্ষ্যা থেকে আগত থানাপতি মহন্ত নিত্যানন্দ গিরি বলেন, "এখনও সিকিভাগ পুণ্যার্থীও গঙ্গাসাগরে এসে পৌঁছাননি ৷ আগামী দু'দিনের মধ্যে আকাশ পরিষ্কার হলে পুণ্যার্থীদের দেখা মিলবে হয়ত । তবে করোনা পরিস্থিতিতে রাজ্য সরকার যেভাবে বিধি মেনে মেলা করছেন তাতে আমরা খুশি ৷ আমরাও চাই পুণ্যার্থীরা করোনা বিধি মেনে চলুক ৷

বৃষ্টির জেরে দ্বিতীয় দিনেও পুণ্যার্থীর সংখ্যা কম গঙ্গাসাগরে

আরও পড়ুন : Panch Dham Yatra : স্ত্রীকে নিয়ে রিক্সায় পাঁচধামের পথে গিরিডির মহাদেব, পথে গঙ্গাসাগর দর্শন

Last Updated : Jan 12, 2022, 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.