গঙ্গাসাগর,13 জানুয়ারি : গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে । কিন্তু কোরোনা পরিস্থিতির কারণে অন্য বারের তুলনায় পুণ্যার্থীর সংখ্যা কম । ফলে ক্ষতির আশঙ্কা করছেন লঞ্চ মালিকরা।
প্রতি বছর গঙ্গাসাগর মেলার সময় নামখানা থেকে বেনুবন পর্যন্ত তীর্থযাত্রী নিয়ে যেত লঞ্চগুলি । এই পরিষেবার মাধ্যমে গঙ্গাসাগর মেলায় পৌঁছে যেতেন কয়েক হাজার তীর্থযাত্রী। কিন্তু কোরোনা পরিস্থিতির কারণে এ বছর সেভাবে তীর্থযাত্রীদের দেখা নেই বললেই চলে। ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন লঞ্চ মালিকরা।
দীর্ঘ কয়েক মাস লকডাউনের ফলে লঞ্চ মালিকরা ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। এবার গঙ্গাসাগর মেলায় যাত্রী না হওয়ায় তা আরও দ্বিগুণ হয়ে গেল। সকাল থেকে ঘাটে বাঁধা রয়েছে লঞ্চ ৷ কিন্তু দেখা নেই কোনও যাত্রীর ।
গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থী ও দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার জন্য ইতিমধ্যেই পর্যাপ্ত বেসরকারি বাস-মিনিবাস দেওয়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন । এ বছর বেসরকারি বাসগুলিকে দেওয়া হচ্ছে বেশ কিছু ছাড়ও । বিভিন্ন রাজ্য এমনকী বিদেশ থেকেও আসেন অনেকে । প্রতি বছর লাখ লাখ পুণ্যার্থীর ভিড় হয় এই মেলা উপলক্ষে । তবে এ বছর কোরোনার জেরে আগের তুলনায় পুণ্যার্থীদের ভিড় অনেকটাই কম ৷ কোরোনা সংক্রমণ রুখতে যাত্রীদের সুরক্ষা, সামাজিক দূরত্ব ও অন্য স্বাস্থ্যবিধি মানার উপর জোর দেওয়া হচ্ছে ৷