কাশীপুর, 24 মার্চ : লক ডাউন উপেক্ষা করেই দোকান-বাজারে আম জনতার ভিড় ৷ লক ডাউনের দ্বিতীয় দিনে এমনই চিত্র দেখা গেল কাশীপুর থানার সোনপুর বাজারে ৷ সরকারি নির্দেশিকা না মেনেই সবজি-মাছ কেনার হিড়িক দেখা গেল সাধারণ মানুষের মধ্যে ৷
কাল বিকেল থেকে রাজ্যে শুরু হয়েছে লক ডাউন ৷ তবে, বাজার, মুদি দোকান, জরুরি পরিষেবা লক ডাউনের আওতার বাইরে বলে ঘোষণা করা হয় ৷ এরপরই বিভিন্ন বাজার-দোকানে সাধারণ মানুষকে ভিড় করতে দেখা যায় ৷ কাশীপুরের শোনপুর বাজারে আজ এভাবেই সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে জমায়েত করেন মানুষজন ৷ কোরোনা ভাইরাসকে রুখতে পরিচ্ছন্নতার পাশাপাশি একে অপরের থেকে দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ কিন্তু শোনপুর বাজারে এর উলটো চিত্র দেখা গেল ৷ বাজারের পাশাপাশি খোলা চায়ের দোকান ৷ সেখানে দেদার বিক্রি হচ্ছে চা ৷ প্রশ্ন করা হলে চা বিক্রেতা জানান, ‘‘সরকারি নির্দেশিকা নিয়ে কিছু জানি না ৷ তবে নির্দেশ থাকলে অবশ্যই মানব ৷’’
প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, আজ রাত 12টা থেকে সারা দেশে লক ডাউন শুরু হচ্ছে ৷ 21 দিন ঘরের বাইরে বের হতে মানা করা হয়েছে সাধারণ মানুষকে ৷ নিয়ম না মানলে তার পরিণতি যে ভয়ঙ্কর হতে চলেছে তাও জানিয়ে দেন প্রধানমন্ত্রী ৷ যদিও সাধারণ মানুষ সব জানার পর কতটা সাবধান হবেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে ৷