ETV Bharat / state

Drones to splash holy bath water at Gangasagar: তীর্থযাত্রীদের পূণ্যস্নানের জল ছেটাবে ড্রোন, করোনা আবহে চমক গঙ্গাসাগরে

তীর্থযাত্রীদের পূণ্যস্নানের জল আকাশ থেকে ছেটাবে ড্রোন (Drones to splash holy bath water at Gangasagar)৷ করোনা আবহে গঙ্গাসাগরে (Gangasagar news) এই চমক দিতে চলেছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন (South 24 parganas news)৷

author img

By

Published : Dec 16, 2021, 2:19 PM IST

তীর্থযাত্রীদের পূণ্যস্নানের জল ছেটাবে ড্রোন, করোনা আবহে চমক গঙ্গাসাগরে

গঙ্গাসাগর, 16 ডিসেম্বর: গত বছর করোনাকালে (covid rules at Gangasagar) জলে নেমে ডুব দেওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত । তীর্থযাত্রীদের যতটা সম্ভব জলে না নামার জন্য প্রচার চালিয়েছিল জেলা প্রশাসনও । করোনা সংক্রমণ এড়াতে বেশকিছু বিকল্প ব্যবস্থাও নেওয়া হয়েছিল । যেমন ই-স্নান, সাগরের জল পাইপলাইনের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে অস্থায়ী বাথরুম তৈরি করে স্নানের ব্যবস্থা । গতবার ই-স্নান ঘিরে পূণ্যার্থীদের উৎসাহ ছিল তুঙ্গে । এ বার আরও এক ধাপ এগিয়ে অভিনব উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ৷ নিউ নর্ম্যাল জীবনে এ বছর গঙ্গাসাগরে ড্রোনের (Drones to splash holy bath water at Gangasagar) মাধ্যমে আকাশপথে জল ছিটিয়ে তীর্থযাত্রীদের স্নান করানোর ব্যবস্থা করা হচ্ছে ।

দক্ষিণ 24 পরগনা (South 24 parganas news) জেলা প্রশাসন প্রতি বছর গঙ্গাসাগর (Gangasagar news) মেলায় কিছু না কিছু নতুনত্ব নিয়ে আসে । এ বার নতুন বছরের উপহার হিসাবে পূণ্যার্থীদের জন্য এই পরিষেবা আনা হচ্ছে । নয়া পদ্ধতিতে পূণ্যস্নানের ভীড় এড়ানো যাবে বলে আশা করা হচ্ছে ৷ তবুও করোনা বিধি মানার জন্য মেলার আগে ও মেলা চলাকালীন লাগাতার প্রচার চালানো হবে ।

আরও পড়ুন: Gangasagar Mela : গঙ্গাসাগর মেলার আগে 100 শতাংশ টিকাকরণের সিদ্ধান্ত প্রশাসনের

তীর্থযাত্রীদের পূণ্যস্নানের জল ছেটাবে ড্রোন, করোনা আবহে চমক গঙ্গাসাগরে

দক্ষিণ 24 পরগনার জেলাশাসক পি উল্কানাথন জানিয়েছেন, প্রাথমিক ভাবে 20টির মতো ড্রোন নেওয়া হবে এই স্নান যাত্রার জন্য । সংক্রান্তির দিন বিভিন্ন পাত্রে সমুদ্রের জল ভরে নিয়ে যাওয়া হবে কপিল মুনির মন্দিরে । সেখানে পুজো করে সেই পাত্র ড্রোনের সঙ্গে আটকে তা উড়িয়ে নিয়ে আসা হবে । একটি নির্দিষ্ট জায়গা ঠিক করে সেখানে পুণ্যার্থীদের জড়ো করে আকাশ থেকে স্নান করানোর ব্যবস্থা করা হবে । একেক বারে 150 থেকে 200 জন পুণ্যার্থীকে এই পদ্ধতিতে স্নান করানো যাবে আশা করছেন প্রশাসনিক কর্তারা ।

আরও পড়ুন: গঙ্গাসাগর থেকে দক্ষিণ 24 পরগনার কোরোনা টিকাকরণের উদ্বোধন করলেন জেলাশাসক

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, করোনার কারণে অনেক কিছুতেই নিষেধাজ্ঞা রয়েছে । ভীড় এড়ানোই প্রসাশনের লক্ষ্য । তাই যতটা সম্ভব বিকল্প উপায়ে স্নানের ব্যবস্থা করা গেলে সংক্রমণ আটকানো সম্ভব হবে বলে মনে করছেন প্রশাসনের কর্তারা । সেই ভাবনা থেকেই এ বার ড্রোনের পরিকল্পনা করা হয়েছে ।

গঙ্গাসাগর, 16 ডিসেম্বর: গত বছর করোনাকালে (covid rules at Gangasagar) জলে নেমে ডুব দেওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত । তীর্থযাত্রীদের যতটা সম্ভব জলে না নামার জন্য প্রচার চালিয়েছিল জেলা প্রশাসনও । করোনা সংক্রমণ এড়াতে বেশকিছু বিকল্প ব্যবস্থাও নেওয়া হয়েছিল । যেমন ই-স্নান, সাগরের জল পাইপলাইনের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে অস্থায়ী বাথরুম তৈরি করে স্নানের ব্যবস্থা । গতবার ই-স্নান ঘিরে পূণ্যার্থীদের উৎসাহ ছিল তুঙ্গে । এ বার আরও এক ধাপ এগিয়ে অভিনব উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ৷ নিউ নর্ম্যাল জীবনে এ বছর গঙ্গাসাগরে ড্রোনের (Drones to splash holy bath water at Gangasagar) মাধ্যমে আকাশপথে জল ছিটিয়ে তীর্থযাত্রীদের স্নান করানোর ব্যবস্থা করা হচ্ছে ।

দক্ষিণ 24 পরগনা (South 24 parganas news) জেলা প্রশাসন প্রতি বছর গঙ্গাসাগর (Gangasagar news) মেলায় কিছু না কিছু নতুনত্ব নিয়ে আসে । এ বার নতুন বছরের উপহার হিসাবে পূণ্যার্থীদের জন্য এই পরিষেবা আনা হচ্ছে । নয়া পদ্ধতিতে পূণ্যস্নানের ভীড় এড়ানো যাবে বলে আশা করা হচ্ছে ৷ তবুও করোনা বিধি মানার জন্য মেলার আগে ও মেলা চলাকালীন লাগাতার প্রচার চালানো হবে ।

আরও পড়ুন: Gangasagar Mela : গঙ্গাসাগর মেলার আগে 100 শতাংশ টিকাকরণের সিদ্ধান্ত প্রশাসনের

তীর্থযাত্রীদের পূণ্যস্নানের জল ছেটাবে ড্রোন, করোনা আবহে চমক গঙ্গাসাগরে

দক্ষিণ 24 পরগনার জেলাশাসক পি উল্কানাথন জানিয়েছেন, প্রাথমিক ভাবে 20টির মতো ড্রোন নেওয়া হবে এই স্নান যাত্রার জন্য । সংক্রান্তির দিন বিভিন্ন পাত্রে সমুদ্রের জল ভরে নিয়ে যাওয়া হবে কপিল মুনির মন্দিরে । সেখানে পুজো করে সেই পাত্র ড্রোনের সঙ্গে আটকে তা উড়িয়ে নিয়ে আসা হবে । একটি নির্দিষ্ট জায়গা ঠিক করে সেখানে পুণ্যার্থীদের জড়ো করে আকাশ থেকে স্নান করানোর ব্যবস্থা করা হবে । একেক বারে 150 থেকে 200 জন পুণ্যার্থীকে এই পদ্ধতিতে স্নান করানো যাবে আশা করছেন প্রশাসনিক কর্তারা ।

আরও পড়ুন: গঙ্গাসাগর থেকে দক্ষিণ 24 পরগনার কোরোনা টিকাকরণের উদ্বোধন করলেন জেলাশাসক

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, করোনার কারণে অনেক কিছুতেই নিষেধাজ্ঞা রয়েছে । ভীড় এড়ানোই প্রসাশনের লক্ষ্য । তাই যতটা সম্ভব বিকল্প উপায়ে স্নানের ব্যবস্থা করা গেলে সংক্রমণ আটকানো সম্ভব হবে বলে মনে করছেন প্রশাসনের কর্তারা । সেই ভাবনা থেকেই এ বার ড্রোনের পরিকল্পনা করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.