ETV Bharat / state

26 হাজার বাসিন্দার মৌসুনি দ্বীপে নেই ডাক্তার ! - doctors not available at Mousuni Island

দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত এলাকা মৌসুনি দ্বীপেও সংক্রমণ ছড়িয়েছে । বাড়িতে বাড়িতে জ্বর, কাশি হচ্ছে ৷ কিন্তু দ্বীপের বাসিন্দাদের জন্য কাছেপিঠে করোনা পরীক্ষা করানোর জায়গা নেই ৷

26 হাজার বাসিন্দার মৌসুনি দ্বীপে নেই ডাক্তার !
26 হাজার বাসিন্দার মৌসুনি দ্বীপে নেই ডাক্তার !
author img

By

Published : May 21, 2021, 8:06 AM IST

নামখানা, 21 মে : গত কয়েক বছরে কলকাতা ও জেলাবাসীর মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে মৌসুনি দ্বীপ ৷ সপ্তাহান্তে পরিবার নিয়ে বেড়ানোর আদর্শ জায়গা ৷ এছাড়া দ্বীপটিতে 26 হাজারের মতো মানুষের বাস ৷ তা সত্ত্বেও দক্ষিণ 24 পরগনার নামখানার কাছে অবস্থিত এই দ্বীপের স্বাস্থ্য কেন্দ্রে নেই কোনও ডাক্তার ৷ গত দু'বছর ধরে মৌসুনি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চলছে কয়েকজন নার্স ও একজন কমপাউন্ডারের ভরসায় ৷

রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব পড়েনি এমন স্থান নেই ৷ দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত এলাকা মৌসুনি দ্বীপেও সংক্রমণ ছড়িয়েছে । বাড়িতে বাড়িতে জ্বর, কাশি হচ্ছে ৷ কিন্তু দ্বীপের বাসিন্দাদের জন্য কাছেপিঠে করোনা পরীক্ষা করানোর জায়গা নেই ৷ কাছাকাছি হাসপাতাল বলতে কাকদ্বীপ হাসপাতাল ৷ ট্রলার বা নৌকা ভাড়া করে যেতে হয় ৷ যাদের সামর্থ্য রয়েছে তারা কাকদ্বীপ হাসপাতালে গিয়ে টেস্ট করাচ্ছেন ৷ এভাবে মৌসুনি দ্বীপের অন্তত 15টি পরিবারে করোনা সংক্রমণ ধরা পড়েছে ৷ কিন্তু সামর্থ্য নেই, এমন পরিবারগুলি ফাঁপরে পড়েছে ৷ আক্রান্তদের জন্য নেই অক্সিজেনের ব্যবস্থা ৷ এই অবস্থায় জ্বর, শ্বাসকষ্ট নিয়ে অনেকের মৃত্য়ু হচ্ছে ৷ টেস্ট না হওয়ায় করোনায় মৃত্যু কি না তা জানারও উপায় থাকছে না ৷

26 হাজার বাসিন্দার মৌসুনি দ্বীপে নেই ডাক্তার !

আরও পড়ুন : ব্ল্যাক ফাংগাসের থাবা বাংলাতেও, আক্রান্ত 5

স্থানীয় মানুষরা বলছেন, সংক্রমণ এভাবেই বাড়ছে ৷ তাই দ্বীপের বাসিন্দাদের কাতর আবেদন, যত দ্রুত সম্ভব করোনা চিকিৎসার সরঞ্জাম ও চিকিৎসক পাঠানো হোক ৷ এই বিষয়ে সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, "খুব শীঘ্রই এই স্বাস্থ্যকেন্দ্রকে 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল করা হবে । ভোটে জেতার পর প্রথম এই কাজটি করব বলেছিলাম ৷"

নামখানা, 21 মে : গত কয়েক বছরে কলকাতা ও জেলাবাসীর মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে মৌসুনি দ্বীপ ৷ সপ্তাহান্তে পরিবার নিয়ে বেড়ানোর আদর্শ জায়গা ৷ এছাড়া দ্বীপটিতে 26 হাজারের মতো মানুষের বাস ৷ তা সত্ত্বেও দক্ষিণ 24 পরগনার নামখানার কাছে অবস্থিত এই দ্বীপের স্বাস্থ্য কেন্দ্রে নেই কোনও ডাক্তার ৷ গত দু'বছর ধরে মৌসুনি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চলছে কয়েকজন নার্স ও একজন কমপাউন্ডারের ভরসায় ৷

রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব পড়েনি এমন স্থান নেই ৷ দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত এলাকা মৌসুনি দ্বীপেও সংক্রমণ ছড়িয়েছে । বাড়িতে বাড়িতে জ্বর, কাশি হচ্ছে ৷ কিন্তু দ্বীপের বাসিন্দাদের জন্য কাছেপিঠে করোনা পরীক্ষা করানোর জায়গা নেই ৷ কাছাকাছি হাসপাতাল বলতে কাকদ্বীপ হাসপাতাল ৷ ট্রলার বা নৌকা ভাড়া করে যেতে হয় ৷ যাদের সামর্থ্য রয়েছে তারা কাকদ্বীপ হাসপাতালে গিয়ে টেস্ট করাচ্ছেন ৷ এভাবে মৌসুনি দ্বীপের অন্তত 15টি পরিবারে করোনা সংক্রমণ ধরা পড়েছে ৷ কিন্তু সামর্থ্য নেই, এমন পরিবারগুলি ফাঁপরে পড়েছে ৷ আক্রান্তদের জন্য নেই অক্সিজেনের ব্যবস্থা ৷ এই অবস্থায় জ্বর, শ্বাসকষ্ট নিয়ে অনেকের মৃত্য়ু হচ্ছে ৷ টেস্ট না হওয়ায় করোনায় মৃত্যু কি না তা জানারও উপায় থাকছে না ৷

26 হাজার বাসিন্দার মৌসুনি দ্বীপে নেই ডাক্তার !

আরও পড়ুন : ব্ল্যাক ফাংগাসের থাবা বাংলাতেও, আক্রান্ত 5

স্থানীয় মানুষরা বলছেন, সংক্রমণ এভাবেই বাড়ছে ৷ তাই দ্বীপের বাসিন্দাদের কাতর আবেদন, যত দ্রুত সম্ভব করোনা চিকিৎসার সরঞ্জাম ও চিকিৎসক পাঠানো হোক ৷ এই বিষয়ে সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, "খুব শীঘ্রই এই স্বাস্থ্যকেন্দ্রকে 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল করা হবে । ভোটে জেতার পর প্রথম এই কাজটি করব বলেছিলাম ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.