ETV Bharat / state

গঙ্গাসাগরে আসা এই সাধিকা ছিলেন জাতীয়স্তরের অ্যাথলিট !

ছোটোবেলা থেকে আর পাঁচটা মেয়ের থেকে আলাদা ছিলেন ৷ পরিণত বয়সে এসে জীবনকে দেখতে শুরু করলেন অন্যরকমভাবে ৷

gangasagar
gangasagar
author img

By

Published : Jan 17, 2020, 3:03 PM IST

গঙ্গাসাগর, 17 জানুয়ারি : ছোটো থেকেই পড়াশোনার সঙ্গে খেলাতেও সমান পারদর্শী ছিলেন ত্রিপুরার দীপালি রায় বর্মণ । ছিলেন বেশ ডানপিটে । শট পাট হোক বা জ্যাভলিন দীপালি রায় বর্মণ সবকিছুতেই ছিলেন আগে ।

কীসের টানে ঘর ছেড়েছিলেন এই অ্যাথলিট ? দেখুন প্রতিবেদন

রাজ্য দলের হয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপেও অংশগ্রহণ করেছিলেন । এদিকে পড়াশোনাতেও ছিলেন সফল । কলেজেও ভালো নম্বর নিয়ে স্নাতক ডিগ্রি পেয়েছিলেন। তারপর যোগ দেন ত্রিপুরার PWD দপ্তরে ৷ সেই কাজও সামলেছেন দক্ষতার সঙ্গে ৷

ছোটবেলা থেকেও আর পাঁচটা মেয়ের থেকে আলাদা ছিলেন ৷ তাঁর কথায়, পরিণত বয়সে একদিন হঠাৎ পেলেন ঈশ্বরের ডাক ৷ কিন্তু এই মনোভাবের বদল নিয়ে কারও কাছেই ঠিকমতো উত্তর পাননি তিনি ৷ উত্তর খুঁজতে তীর্থস্থানে যাতায়াত শুরু করেন তিনি ৷

একটা সময় মনে হয়, উত্তর পেতে হলে ঘর ছাড়তে হবে তাঁকে ৷ সেই মতো মোটা বেতনের সরকারি চাকরির মোহ ত্যাগ করে, ঘর ছেড়ে নামলেন রাজপথে ৷ দীক্ষা নিলেন গিরি সম্প্রদায়ে, দীপালি হলেন দিব্যজ্যোতি ৷

তিনি বলেন, পেয়েছেন প্রশ্নের জবাব ৷ পথ দেখাচ্ছেন দিগভ্রষ্টদের ৷ সাগর তীর্থে তাঁর আখড়াতে রোজ নামে মানুষের ঢল ৷ অনেকদিন ধরেই গঙ্গাসাগরে আসছেন ৷ তাঁর কথায়, দীপালি থেকে দিব্যজ্যোতি হওয়ার পথে তিনি যে আলো পেয়েছেন, তা ছড়িয়ে দিতে চান সকলের মধ্যে ৷

গঙ্গাসাগর, 17 জানুয়ারি : ছোটো থেকেই পড়াশোনার সঙ্গে খেলাতেও সমান পারদর্শী ছিলেন ত্রিপুরার দীপালি রায় বর্মণ । ছিলেন বেশ ডানপিটে । শট পাট হোক বা জ্যাভলিন দীপালি রায় বর্মণ সবকিছুতেই ছিলেন আগে ।

কীসের টানে ঘর ছেড়েছিলেন এই অ্যাথলিট ? দেখুন প্রতিবেদন

রাজ্য দলের হয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপেও অংশগ্রহণ করেছিলেন । এদিকে পড়াশোনাতেও ছিলেন সফল । কলেজেও ভালো নম্বর নিয়ে স্নাতক ডিগ্রি পেয়েছিলেন। তারপর যোগ দেন ত্রিপুরার PWD দপ্তরে ৷ সেই কাজও সামলেছেন দক্ষতার সঙ্গে ৷

ছোটবেলা থেকেও আর পাঁচটা মেয়ের থেকে আলাদা ছিলেন ৷ তাঁর কথায়, পরিণত বয়সে একদিন হঠাৎ পেলেন ঈশ্বরের ডাক ৷ কিন্তু এই মনোভাবের বদল নিয়ে কারও কাছেই ঠিকমতো উত্তর পাননি তিনি ৷ উত্তর খুঁজতে তীর্থস্থানে যাতায়াত শুরু করেন তিনি ৷

একটা সময় মনে হয়, উত্তর পেতে হলে ঘর ছাড়তে হবে তাঁকে ৷ সেই মতো মোটা বেতনের সরকারি চাকরির মোহ ত্যাগ করে, ঘর ছেড়ে নামলেন রাজপথে ৷ দীক্ষা নিলেন গিরি সম্প্রদায়ে, দীপালি হলেন দিব্যজ্যোতি ৷

তিনি বলেন, পেয়েছেন প্রশ্নের জবাব ৷ পথ দেখাচ্ছেন দিগভ্রষ্টদের ৷ সাগর তীর্থে তাঁর আখড়াতে রোজ নামে মানুষের ঢল ৷ অনেকদিন ধরেই গঙ্গাসাগরে আসছেন ৷ তাঁর কথায়, দীপালি থেকে দিব্যজ্যোতি হওয়ার পথে তিনি যে আলো পেয়েছেন, তা ছড়িয়ে দিতে চান সকলের মধ্যে ৷

Intro:জাতীয় দলের খেলা হোক বা মোটা টাকার সরকারি চাকরি সবকিছুই ছেড়ে এখন বিভিন্ন মঠে মঠে ঘুরে বেড়াই ত্রিপুরার ডানপিটে দিপালী রায় বর্মন। যদিও এখন তার নাম দিপালী রায় বর্মন না। গিরি সম্প্রদায়ের দীক্ষা নিয়ে এখন দেবজ্যোতি গিরি নামেই পরিচিত ত্রিপুরা ডানপিটে মেয়েটি। ছোটবেলায় সট পট খেলা হোক বা জ্যাভলিন সবকিছুতেই পারদর্শী ছিল সে। ভারতীয় দলের হয়ে কর্নাটকে খেলতে গিয়েছিল দিপালী। সেখানে গিয়ে সবার নজর কেড়েছিল। খেলাধুলার পাশাপাশি পড়াশোনাতেও সমান দক্ষতা ছিল দিপালীর। ত্রিপুরা থেকে স্কুল জীবন পার করে ভালো নম্বর পেয়ে স্নাতক ডিগ্রি নিয়ে কলেজ ছেড়েছিলেন। তারপর দক্ষতার পরিচয় দিয়ে ত্রিপুরাতে p.w.d. দপ্তরে মোটা টাকার সরকারি চাকরিতে যোগ দিয়েছিল। দীর্ঘদিন চাকরি করার পর ঈশ্বরের ডাকেই কার্যত ঘর ছেড়েছিলেন ত্রিপুরার ডানপিটে মেয়ে।


Body:এলাহাবাদে গিরি সম্প্রদায়ের ধর্মগুরুদের থেকে দীক্ষা নিয়ে দিপালী দেবজ্যোতি গিরি হয়েছে। তারপর থেকেই বিভিন্ন আরাধনার পাশাপাশি মঠে মঠে সাধুসন্তদের সঙ্গে ঘুরে বেড়াই। গঙ্গাসাগর মেলায় প্রতিবছর আসেন দেবজ্যোতি। সেখানেই গিরি সম্প্রদায়ের সঙ্গে থেকে গঙ্গাসাগর মেলা কাটান।


Conclusion: ভ্যালেন্টাইন রিটারমেন্ট করার জন্য পেনশন পান তিনি। পরিবারের সবাই থাকলেও বাড়ি ফেরার ইচ্ছা নেই তার। ঘর ছেড়ে বেরিয়ে আসায় এখন নিজেকে ঈশ্বরের পায়ে সঁপে দিয়েছেন দেবজ্যোতি গিরি।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.