ETV Bharat / state

যশ মোকাবিলায় প্রস্তুত ডায়মন্ডহারবার, নামল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী

author img

By

Published : May 23, 2021, 9:21 PM IST

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ ৷ মোকাবিলায় প্রস্তুত ডায়মন্ডহারবার প্রশাসন, এমনটাই জানালেন মহকুমাশাসক ৷ ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর মাধ্যমে ঘূর্ণিঝড় যশ সম্পর্কে এলাকাবাসীদের সতর্ক করার পাশাপশি উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ।

যশ মোকাবিলায় প্রস্তুত ডায়মণ্ড হারবার
যশ মোকাবিলায় প্রস্তুত ডায়মণ্ড হারবার

ডায়মন্ডহারবার, 23 মে : যশ পরবর্তী পরিস্থিতি মোকাবিলা করতে গঙ্গাসাগরের পর এবার ডায়মন্ডহারবার জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হল । রবিবার সকালে থেকে ডায়মন্ডহারবারের উপকূলবর্তী এলাকা জেলেপাড়ায় ঘূর্ণিঝড় যশ সম্পর্কে সতর্ক করার পাশাপশি উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ।

ডায়মন্ডহারবার সংলগ্ন হুগলি নদীতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী মহড়া করে । গতবছর আমফানে কার্যত তছনছ হয়ে গিয়েছিল ডায়মন্ডহারবার জেলেপাড়া । এই জেলেপাড়ায় প্রায় 50টি মৎস্যজীবী পরিবারের বাস ।

যশ মোকাবিলায় সবরকমভাবে প্রস্তুত ডায়মণ্ড হারবার প্রশাসন, এমনটাই জানালেন মহকুমাশাসক

ডায়মন্ডহারবার মহকুমাশাসক সুকান্ত সাহা বলেন, ‘‘গতবারে আমফানের তাণ্ডব দেখেছে ডায়মন্ডহারবার ৷ সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগেভাগেই জেলেপাড়ার বাসিন্দাদের সতর্ক করার পাশাপাশি অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে ।’’ ডায়মন্ডহারবার হাইস্কুলকে ফ্লাড শেল্টার ঘোষণা করেছে মহকুমা প্রশাসন ৷ এছাড়াও কিছু প্রাথমিক বিদ্যালয় ও কমিউনিটি হল চিহ্নিত করে দুর্গত এলাকার বাসিন্দাদের ইতিমধ্যেই সেখানে নিয়ে যাওয়ার কাজ চলছে ।

আরও পড়ুন : ঘূর্ণিঝড়ে হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা অব্যাহত রাখতে জেনারেটর

এছাড়াও তিনি জানান, ফ্লাড শেল্টারগুলোতে ইতিমধ্যেই ওষুধ ও শুকনো খাবার মজুত করা হয়েছে ৷ যশ মোকাবিলায় প্রস্তুত মহকুমা প্রশাসন । ইতিমধ্যেই ডায়মন্ডহারবারে খোলা হয়েছে কন্ট্রোল রুম । কন্ট্রোল রুমের পাশাপাশি কুইক রেসপন্স টিমের মাধ্যমে দুর্গম এলাকার বাসিন্দাদের উদ্ধার করার কাজ চালানো হবে । প্রতি মুহূর্তে সজাগ থাকার জন্য ডায়মন্ডহারবার পৌরসভার কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে । উপকূলবর্তী বাসিন্দাদের মাইকিংয়ের মাধ্যমে প্রতিনিয়ত সতর্ক করা হচ্ছে ।

ডায়মন্ডহারবার, 23 মে : যশ পরবর্তী পরিস্থিতি মোকাবিলা করতে গঙ্গাসাগরের পর এবার ডায়মন্ডহারবার জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হল । রবিবার সকালে থেকে ডায়মন্ডহারবারের উপকূলবর্তী এলাকা জেলেপাড়ায় ঘূর্ণিঝড় যশ সম্পর্কে সতর্ক করার পাশাপশি উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ।

ডায়মন্ডহারবার সংলগ্ন হুগলি নদীতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী মহড়া করে । গতবছর আমফানে কার্যত তছনছ হয়ে গিয়েছিল ডায়মন্ডহারবার জেলেপাড়া । এই জেলেপাড়ায় প্রায় 50টি মৎস্যজীবী পরিবারের বাস ।

যশ মোকাবিলায় সবরকমভাবে প্রস্তুত ডায়মণ্ড হারবার প্রশাসন, এমনটাই জানালেন মহকুমাশাসক

ডায়মন্ডহারবার মহকুমাশাসক সুকান্ত সাহা বলেন, ‘‘গতবারে আমফানের তাণ্ডব দেখেছে ডায়মন্ডহারবার ৷ সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগেভাগেই জেলেপাড়ার বাসিন্দাদের সতর্ক করার পাশাপাশি অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে ।’’ ডায়মন্ডহারবার হাইস্কুলকে ফ্লাড শেল্টার ঘোষণা করেছে মহকুমা প্রশাসন ৷ এছাড়াও কিছু প্রাথমিক বিদ্যালয় ও কমিউনিটি হল চিহ্নিত করে দুর্গত এলাকার বাসিন্দাদের ইতিমধ্যেই সেখানে নিয়ে যাওয়ার কাজ চলছে ।

আরও পড়ুন : ঘূর্ণিঝড়ে হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা অব্যাহত রাখতে জেনারেটর

এছাড়াও তিনি জানান, ফ্লাড শেল্টারগুলোতে ইতিমধ্যেই ওষুধ ও শুকনো খাবার মজুত করা হয়েছে ৷ যশ মোকাবিলায় প্রস্তুত মহকুমা প্রশাসন । ইতিমধ্যেই ডায়মন্ডহারবারে খোলা হয়েছে কন্ট্রোল রুম । কন্ট্রোল রুমের পাশাপাশি কুইক রেসপন্স টিমের মাধ্যমে দুর্গম এলাকার বাসিন্দাদের উদ্ধার করার কাজ চালানো হবে । প্রতি মুহূর্তে সজাগ থাকার জন্য ডায়মন্ডহারবার পৌরসভার কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে । উপকূলবর্তী বাসিন্দাদের মাইকিংয়ের মাধ্যমে প্রতিনিয়ত সতর্ক করা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.