ETV Bharat / state

Diamond Harbour Police District : নারী সুরক্ষায় 'উইনার্স টিম' এবার ডায়মন্ড হারবার পুলিশ জেলায়

মহিলাদের সুরক্ষায় কলকাতায় প্রথম তৈরি হয় 'উইনার্স টিম' ৷ এখানে সাফল্য পাওয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলায় জেলায় 'উইনার্স টিম' গঠনে উদ্যোগী হয় জেলা পুলিশ ৷ সেই মতোই সুন্দরবন পুলিশে জেলার পর এবার ডায়মন্ড হারবার পুলিশ জেলার উদ্যোগে মহিলাদের সুরক্ষার সুনিশ্চিত করতে তৈরি হল 'উইনার্স টিম' (Special Winners Team for women safety in Diamond Harbour) ৷

Diamond Harbour Special Winners Team
ডায়মন্ড হারবার পুলিশ জেলার উদ্যোগে মহিলাদের সুরক্ষার সুনিশ্চিত করতে তৈরি হল উইনার্স টিম
author img

By

Published : May 26, 2022, 9:01 AM IST

ডায়মন্ড হারবার, 26 মে : নারী সুরক্ষার দিকে বিশেষ নজর দিতে সুন্দরবন পুলিশ জেলার পরে এবার ডায়মন্ড হারবার পুলিশ জেলার উদ্যোগে 'উইনার্স টিম' গঠন করা হল (Special Winners Team for women safety in Diamond Harbour) । ডায়মন্ড হারবার পুলিশ জেলার উইনার্স টিমের লক্ষ্য হল জেলার বিভিন্ন এলাকাগুলিতে টহল দেওয়া ও বিশেষ করে সংবিধানের জায়গাগুলিতে ঘুরে মহিলা সুরক্ষাকে নিশ্চিত করা । এই বিশেষ দলে রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলারা ।

বুধবার পৈলানে ডায়মন্ড হারবার পুলিশ সুপারের অফিসে এই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের নিয়ে গঠন করা হল 'উইনার্স টিম' ৷ এর শুভ সূচনা করেন রাজ্য পুলিশের প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি তন্ময় রায়চৌধুরী । তিনি বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের নারী সুরক্ষার দিকে বিশেষ নজর দিয়েছে রাজ্য পুলিশ ।"

আরও পড়ুন : স্ত্রীকে অ্যাসিড দিয়ে খুনের চেষ্টা, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার

ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিভিন্ন এলাকার মহিলাদের সুরক্ষার সুনিশ্চিত করতে তৈরি হল 'উইনার্স টিম'। এই টিম প্রথম শুরু হয় কলকাতায় । এর সফলতা দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি জেলায় এই 'উইনার্স টিম' গঠন করার নির্দেশ দেন জেলা পুলিশকে । সেই কর্মসূচীর অঙ্গ হিসেবে এদিন ডায়মন্ড হারবার পুলিশ জেলার এই 'উইনার্স টিম' গঠন করল । এইদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডায়মন্ড হারবার পুলিশ, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার । এডিজি দক্ষিণবঙ্গ সিদ্ধিনাথ গুপ্তা, ডায়মন্ড হারবার এসডিপিও মিতুন কুমার দে । নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে জেলা পুলিশের এ বিশেষ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলার মহিলারা ।

ডায়মন্ড হারবার, 26 মে : নারী সুরক্ষার দিকে বিশেষ নজর দিতে সুন্দরবন পুলিশ জেলার পরে এবার ডায়মন্ড হারবার পুলিশ জেলার উদ্যোগে 'উইনার্স টিম' গঠন করা হল (Special Winners Team for women safety in Diamond Harbour) । ডায়মন্ড হারবার পুলিশ জেলার উইনার্স টিমের লক্ষ্য হল জেলার বিভিন্ন এলাকাগুলিতে টহল দেওয়া ও বিশেষ করে সংবিধানের জায়গাগুলিতে ঘুরে মহিলা সুরক্ষাকে নিশ্চিত করা । এই বিশেষ দলে রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলারা ।

বুধবার পৈলানে ডায়মন্ড হারবার পুলিশ সুপারের অফিসে এই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের নিয়ে গঠন করা হল 'উইনার্স টিম' ৷ এর শুভ সূচনা করেন রাজ্য পুলিশের প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি তন্ময় রায়চৌধুরী । তিনি বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের নারী সুরক্ষার দিকে বিশেষ নজর দিয়েছে রাজ্য পুলিশ ।"

আরও পড়ুন : স্ত্রীকে অ্যাসিড দিয়ে খুনের চেষ্টা, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার

ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিভিন্ন এলাকার মহিলাদের সুরক্ষার সুনিশ্চিত করতে তৈরি হল 'উইনার্স টিম'। এই টিম প্রথম শুরু হয় কলকাতায় । এর সফলতা দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি জেলায় এই 'উইনার্স টিম' গঠন করার নির্দেশ দেন জেলা পুলিশকে । সেই কর্মসূচীর অঙ্গ হিসেবে এদিন ডায়মন্ড হারবার পুলিশ জেলার এই 'উইনার্স টিম' গঠন করল । এইদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডায়মন্ড হারবার পুলিশ, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার । এডিজি দক্ষিণবঙ্গ সিদ্ধিনাথ গুপ্তা, ডায়মন্ড হারবার এসডিপিও মিতুন কুমার দে । নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে জেলা পুলিশের এ বিশেষ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলার মহিলারা ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.