ETV Bharat / state

Gangasagar Mela 2022 : মকরসংক্রান্তিতে পুণ্যার্থী সমাগম গঙ্গাসাগরে, আজ পুজো দিয়ে ঘরমুখী তীর্থযাত্রীরা - Gangasagar on Makarsankranti amidst Covid

অন্য বছরগুলোয় যেমন হয়, এবার তেমন নয় ৷ কোভিড আবহে গঙ্গাসাগর মেলায় সদা সতর্ক প্রশাসন ৷ যথাসম্ভব করোনা বিধিনিষেধ মেনে গঙ্গাস্নানের নির্দেশ দেওয়া হচ্ছে ৷ প্রথম দিকে ভিড় না থাকলেও, মকরসংক্রান্তির মাহেন্দ্রক্ষণে পুণ্যার্থীদের ঢল নামল সাগরে (Devotees in Gangasagar on Makarsankranti amidst Covid) ৷

Makarsankranti snan in Gangasagar
মকরসংক্রান্তির মাহেন্দ্রক্ষণের স্নান
author img

By

Published : Jan 15, 2022, 11:41 AM IST

Updated : Jan 15, 2022, 2:11 PM IST

গঙ্গাসাগর, 15 জানুয়ারি : মেঘলা ভোর, সাদা কুয়াশা ৷ তাও সাগর তীরে জনসমাগম ৷ গতকাল পৌষ মাসের শেষ দিন, মকরসংক্রান্তি ছিল ৷ দেশজুড়ে পালিত হয়েছে এই উৎসব ৷ আর এই বিশেষ দিনে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে গঙ্গাসাগরে এসেছেন পুণ্যর্থীরা ৷ মাহেন্দ্রক্ষণে সাগরে স্নান সেরে পুণ্য অর্জন করবেন ৷ শুক্র ও শনি, দু'দিন ধরে চলেছে এই স্নান । আজ সকালেও দেখা গেল এক দৃশ্য ৷ জলে হাতজোড় করে দাঁড়িয়ে আছেন শ'য়ে শ'য়ে মানুষ ৷

এবার গঙ্গাসাগর অন্যরকম ৷ কোভিড আবহে আদালতের নির্দেশে কড়া বিধিনিষেধে হচ্ছে মেলা ৷ তাই সদা সতর্ক প্রশাসন ৷ কড়া পুলিশি নজরদারি, জলে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী আর আকাশে ড্রোন ৷ জল, স্থল, আকাশ সব দিক দিয়ে গঙ্গাসাগরের প্রতিটি মূহূর্তের উপর চোখ রাখছে সরকার ৷ কোনও ভাবে কোনও অপ্রীতিকর ঘটনা যেন না হয়, নির্বিঘ্নে সম্পন্ন হয় 2022-এর গঙ্গাসাগর মেলা ৷ মেলার প্রবেশপথে ভক্তদের স্যানিটাইজার দেওয়া হচ্ছে ৷ সবসময় মাইকিংয়ের কোভিড নিয়ে সচেতন করা হচ্ছে ৷ ইতিমধ্যে মন্ত্রী শশী পাঁজা, মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ইতিমধ্যে ঘুরে দেখেছেন সরকারি ব্যবস্থাপনা ৷

Holy Makarsankranti Dip in Gangasagar
গঙ্গাসাগরে স্নান পুণ্যার্থীদের

মেলা উদ্বোধনের পর সাগর প্রাঙ্গণে মানুষ তেমন দেখা যায়নি ৷ কিন্তু শুক্রবার বিকেল অর্থাৎ মকরসংক্রান্তির দিন থেকে ভিড় বাড়ছিল । অস্থায়ী শেডগুলি থেকে মানুষ খোলা আকাশের নিচে এসে আশ্রয় নিয়েছে । মেঘলা আবহাওয়ায় টিপ টিপ বৃষ্টি উপেক্ষা করে লক্ষ লক্ষ পুণ্যার্থীর মুখে একটাই আওয়াজ, "কপিলমুনি কি জয়, গঙ্গা মাইকি জয়" ।

পুণ্যস্নানের এই বিশেষ ক্ষণ নিয়ে অন্য বছরের মতো এবছরও নানা মুনির নানা মত । কারও মতে 14 জানুয়ারি ভোর থেকে স্নান শুরু । যাই হোক, মকরস্নানের মাহেন্দ্রক্ষণে সাগরের জল স্পর্শ করতে ভারত নয়, দেশের বাইরে থেকেও বহু পুণ্যার্থী গঙ্গাসাগরে এসেছেন ৷

মকরসংক্রান্তির মাহেন্দ্রক্ষণের স্নান সারতে ভিড় গঙ্গাসাগরে

আরও পড়ুন : Makar Sankranti at Gangasagar Mela 2022 : পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগরে বাড়ল ভিড়, শিকেয় উঠল করোনা বিধি

আজ সাগরসঙ্গমে স্নান সেরে কপিল মুনি মন্দিরে পুজো দিয়ে ফিরে যাচ্ছেন তীর্থযাত্রীরা । রাতের অন্ধকার বা ভোরের কুয়াশা, কোনও কিছুই বাধা নয় তাঁদের কাছে । আট থেকে আশি, সকলের একটাই উদ্দেশ্য, পুণ্যার্জন । তাই ঠান্ডা, বৃষ্টি কুছ পরোয়া নেহি ৷ আলো ফোটার অপেক্ষা ৷ কেউ গঙ্গায় ডুব দিয়েছেন, কেউ বা অন্যদের দেখে মনের জোর বাড়াচ্ছেন, সাগরে ডুব দেবেন ।

গঙ্গার মতো গঙ্গাসাগরের মাহাত্ম্য অপরিসীম । মহাভারতে দেবর্ষি নারদ মহারাজ যুধিষ্ঠিরের কাছে গঙ্গাসাগর তীর্থের মাহাত্ম্য কীর্তন করেছিলেন । সেখানে তিনি বলেছেন, দশটি অশ্বমেধ যজ্ঞের ফল মেলে একবার গঙ্গাসাগর স্নানে । তাই সবতীর্থ বারবার, গঙ্গাসাগর একবার ৷

প্রশাসনের পরিসংখ্যান এবং রাজ্যের মন্ত্রীদের দাবি, গতকাল প্রায় তিন লক্ষাধিক পুণ্যার্থী সাগরে এসে পৌঁছেছেন ।

গঙ্গাসাগর, 15 জানুয়ারি : মেঘলা ভোর, সাদা কুয়াশা ৷ তাও সাগর তীরে জনসমাগম ৷ গতকাল পৌষ মাসের শেষ দিন, মকরসংক্রান্তি ছিল ৷ দেশজুড়ে পালিত হয়েছে এই উৎসব ৷ আর এই বিশেষ দিনে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে গঙ্গাসাগরে এসেছেন পুণ্যর্থীরা ৷ মাহেন্দ্রক্ষণে সাগরে স্নান সেরে পুণ্য অর্জন করবেন ৷ শুক্র ও শনি, দু'দিন ধরে চলেছে এই স্নান । আজ সকালেও দেখা গেল এক দৃশ্য ৷ জলে হাতজোড় করে দাঁড়িয়ে আছেন শ'য়ে শ'য়ে মানুষ ৷

এবার গঙ্গাসাগর অন্যরকম ৷ কোভিড আবহে আদালতের নির্দেশে কড়া বিধিনিষেধে হচ্ছে মেলা ৷ তাই সদা সতর্ক প্রশাসন ৷ কড়া পুলিশি নজরদারি, জলে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী আর আকাশে ড্রোন ৷ জল, স্থল, আকাশ সব দিক দিয়ে গঙ্গাসাগরের প্রতিটি মূহূর্তের উপর চোখ রাখছে সরকার ৷ কোনও ভাবে কোনও অপ্রীতিকর ঘটনা যেন না হয়, নির্বিঘ্নে সম্পন্ন হয় 2022-এর গঙ্গাসাগর মেলা ৷ মেলার প্রবেশপথে ভক্তদের স্যানিটাইজার দেওয়া হচ্ছে ৷ সবসময় মাইকিংয়ের কোভিড নিয়ে সচেতন করা হচ্ছে ৷ ইতিমধ্যে মন্ত্রী শশী পাঁজা, মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ইতিমধ্যে ঘুরে দেখেছেন সরকারি ব্যবস্থাপনা ৷

Holy Makarsankranti Dip in Gangasagar
গঙ্গাসাগরে স্নান পুণ্যার্থীদের

মেলা উদ্বোধনের পর সাগর প্রাঙ্গণে মানুষ তেমন দেখা যায়নি ৷ কিন্তু শুক্রবার বিকেল অর্থাৎ মকরসংক্রান্তির দিন থেকে ভিড় বাড়ছিল । অস্থায়ী শেডগুলি থেকে মানুষ খোলা আকাশের নিচে এসে আশ্রয় নিয়েছে । মেঘলা আবহাওয়ায় টিপ টিপ বৃষ্টি উপেক্ষা করে লক্ষ লক্ষ পুণ্যার্থীর মুখে একটাই আওয়াজ, "কপিলমুনি কি জয়, গঙ্গা মাইকি জয়" ।

পুণ্যস্নানের এই বিশেষ ক্ষণ নিয়ে অন্য বছরের মতো এবছরও নানা মুনির নানা মত । কারও মতে 14 জানুয়ারি ভোর থেকে স্নান শুরু । যাই হোক, মকরস্নানের মাহেন্দ্রক্ষণে সাগরের জল স্পর্শ করতে ভারত নয়, দেশের বাইরে থেকেও বহু পুণ্যার্থী গঙ্গাসাগরে এসেছেন ৷

মকরসংক্রান্তির মাহেন্দ্রক্ষণের স্নান সারতে ভিড় গঙ্গাসাগরে

আরও পড়ুন : Makar Sankranti at Gangasagar Mela 2022 : পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগরে বাড়ল ভিড়, শিকেয় উঠল করোনা বিধি

আজ সাগরসঙ্গমে স্নান সেরে কপিল মুনি মন্দিরে পুজো দিয়ে ফিরে যাচ্ছেন তীর্থযাত্রীরা । রাতের অন্ধকার বা ভোরের কুয়াশা, কোনও কিছুই বাধা নয় তাঁদের কাছে । আট থেকে আশি, সকলের একটাই উদ্দেশ্য, পুণ্যার্জন । তাই ঠান্ডা, বৃষ্টি কুছ পরোয়া নেহি ৷ আলো ফোটার অপেক্ষা ৷ কেউ গঙ্গায় ডুব দিয়েছেন, কেউ বা অন্যদের দেখে মনের জোর বাড়াচ্ছেন, সাগরে ডুব দেবেন ।

গঙ্গার মতো গঙ্গাসাগরের মাহাত্ম্য অপরিসীম । মহাভারতে দেবর্ষি নারদ মহারাজ যুধিষ্ঠিরের কাছে গঙ্গাসাগর তীর্থের মাহাত্ম্য কীর্তন করেছিলেন । সেখানে তিনি বলেছেন, দশটি অশ্বমেধ যজ্ঞের ফল মেলে একবার গঙ্গাসাগর স্নানে । তাই সবতীর্থ বারবার, গঙ্গাসাগর একবার ৷

প্রশাসনের পরিসংখ্যান এবং রাজ্যের মন্ত্রীদের দাবি, গতকাল প্রায় তিন লক্ষাধিক পুণ্যার্থী সাগরে এসে পৌঁছেছেন ।

Last Updated : Jan 15, 2022, 2:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.