ETV Bharat / state

বাঁধ তৈরির দাবিতে বিক্ষোভ সুন্দরবনে, ম্যানগ্রোভ বাঁচাতে ভাঙা বাঁধের উপর মানববন্ধন - Demonstration in Sundarbans in demand of dam

ঘূর্ণিঝড় যশের জেরে নদী বাঁধ ভেঙে গিয়েছে বহুস্থানে ৷ পাথরপ্রতিমার হেরম্বগোপালপুর ও কুয়েমুড়িরে ভাঙা নদীবাঁধের উপর মানব বন্ধন করে তারা দাঁড়ান সকলে ৷ যেকোনও মূল্যে সুন্দরবনকে রক্ষা করার দাবিতে বদ্ধপরিকর তাঁরা । সমাজের বিভিন্ন স্তরের মানুষের এই বিক্ষোভে সকলের মুখে শোনা যায় একই সুর, "আমরা হেঁতাল, আমরা গরাণ, সুন্দরী ম্যানগ্রোভ, কান্না মুছে লড়তে জানি যতই থাকুক ক্ষোভ" ৷

ম্যানগ্রোভ বাঁচাতে ভাঙা বাঁধের উপর মানববন্ধন
ম্যানগ্রোভ বাঁচাতে ভাঙা বাঁধের উপর মানববন্ধন
author img

By

Published : Jun 6, 2021, 7:52 AM IST

Updated : Jun 6, 2021, 9:16 AM IST

পাথরপ্রতিমা, 6 জুন : বিশ্ব পরিবেশ দিবসে (world environment day) সুন্দরবনে 'চিপকো আন্দোলনের' ছায়া । পাথরপ্রতিমার হেরম্বগোপালপুরে নদীবাঁধ বাঁচাতে এমনই আন্দোলনের দৃশ্য দেখা গল শনিবার ৷

সত্তরের দশকে গাছ কাটার বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছিল, তারই এক অন্য রূপ দেখা গেল সুদূর সুন্দরবনে । পরিবেশ বাঁচাতে গাছকে আলিঙ্গন করে আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন উত্তর ভারতের মহিলারা । আর এখানে নদীবাঁধ বাঁচাতে এগিয়ে এলেন সমাজের সকল স্তরের মানুষজন । শিক্ষক, চিকিৎসক, পুলিশকর্মী, বিমাকর্মী, বাস্তুকার, ব্যাঙ্ককর্মী থেকে গৃহবধূ সকলে সামিল হন বাঁধ বানিয়ে সুন্দরবন রক্ষার এই বিক্ষোভে । 'বিশ্ব পরিবেশ দিবসে' সুন্দরবনকে বাঁচানোর শপথ নেন তাঁরা ৷ ঘূর্ণিঝড় যশের জেরে নদী বাঁধ ভেঙে গিয়েছে বহুস্থানে ৷ পাথরপ্রতিমার হেরম্বগোপালপুর ও কুয়েমুড়িরে ভাঙা নদীবাঁধের উপর মানব বন্ধন করে তারা দাঁড়ান সকলে ৷ যেকোনও মূল্যে সুন্দরবনকে রক্ষা করার দাবিতে বদ্ধপরিকর তাঁরা । সমাজের বিভিন্ন স্তরের মানুষের এই বিক্ষোভে সকলের মুখে শোনা যায় একই সুর, "আমরা হেঁতাল, আমরা গরাণ, সুন্দরী ম্যানগ্রোভ, কান্না মুছে লড়তে জানি যতই থাকুক ক্ষোভ" ৷ বিক্ষোভ প্রদর্শনের আগে, স্থানীয় এলাকাবাসীর হাতে ত্রাণ তুলে দেন তাঁরা ৷ এরপরই হাতে হাত ধরে তাঁরা বাঁধরক্ষার 'মন্ত্র' পাঠ করেন ৷ এছাড়াও তাঁদের একই কথা, সরকারের থেকে শুধু ত্রাণ চাই না চাই নদীবাঁধ ৷

ম্যানগ্রোভ বাঁচাতে ভাঙা বাঁধের উপর মানববন্ধন

আরও পড়ুন : World Environment Day: ম্যানগ্রোভ বাঁচিয়েছে সুন্দরবনকে, ক্যানিংয়ে ফের বৃক্ষরোপণ

স্থানীয় বাসিন্দা মোহন বৈদ্যর কথায়, "স্বাধীনতার পর থেকে আজও সুন্দরবন অবহেলিত । আমরা তো স্বায়ত্তশাসন চাইনি কখনও । মাছ, মধু আর কাঁকড়া ধরতে যাওয়া মানুষগুলির জীবন জীবিকা নিশ্চিত করতে বাঁধ রক্ষা করুক সরকার । বাঁধ কংক্রিটের হবে না ম্যানগ্রোভ দিয়ে হবে, তা স্থির করুক বিশেষজ্ঞ কমিটি ।" অরণ্য ধ্বংস করে যাঁরা ফিশারি তৈরি করেছেন, তাঁদের বিরুদ্ধেও সরকারকে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি ।

পাথরপ্রতিমা, 6 জুন : বিশ্ব পরিবেশ দিবসে (world environment day) সুন্দরবনে 'চিপকো আন্দোলনের' ছায়া । পাথরপ্রতিমার হেরম্বগোপালপুরে নদীবাঁধ বাঁচাতে এমনই আন্দোলনের দৃশ্য দেখা গল শনিবার ৷

সত্তরের দশকে গাছ কাটার বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছিল, তারই এক অন্য রূপ দেখা গেল সুদূর সুন্দরবনে । পরিবেশ বাঁচাতে গাছকে আলিঙ্গন করে আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন উত্তর ভারতের মহিলারা । আর এখানে নদীবাঁধ বাঁচাতে এগিয়ে এলেন সমাজের সকল স্তরের মানুষজন । শিক্ষক, চিকিৎসক, পুলিশকর্মী, বিমাকর্মী, বাস্তুকার, ব্যাঙ্ককর্মী থেকে গৃহবধূ সকলে সামিল হন বাঁধ বানিয়ে সুন্দরবন রক্ষার এই বিক্ষোভে । 'বিশ্ব পরিবেশ দিবসে' সুন্দরবনকে বাঁচানোর শপথ নেন তাঁরা ৷ ঘূর্ণিঝড় যশের জেরে নদী বাঁধ ভেঙে গিয়েছে বহুস্থানে ৷ পাথরপ্রতিমার হেরম্বগোপালপুর ও কুয়েমুড়িরে ভাঙা নদীবাঁধের উপর মানব বন্ধন করে তারা দাঁড়ান সকলে ৷ যেকোনও মূল্যে সুন্দরবনকে রক্ষা করার দাবিতে বদ্ধপরিকর তাঁরা । সমাজের বিভিন্ন স্তরের মানুষের এই বিক্ষোভে সকলের মুখে শোনা যায় একই সুর, "আমরা হেঁতাল, আমরা গরাণ, সুন্দরী ম্যানগ্রোভ, কান্না মুছে লড়তে জানি যতই থাকুক ক্ষোভ" ৷ বিক্ষোভ প্রদর্শনের আগে, স্থানীয় এলাকাবাসীর হাতে ত্রাণ তুলে দেন তাঁরা ৷ এরপরই হাতে হাত ধরে তাঁরা বাঁধরক্ষার 'মন্ত্র' পাঠ করেন ৷ এছাড়াও তাঁদের একই কথা, সরকারের থেকে শুধু ত্রাণ চাই না চাই নদীবাঁধ ৷

ম্যানগ্রোভ বাঁচাতে ভাঙা বাঁধের উপর মানববন্ধন

আরও পড়ুন : World Environment Day: ম্যানগ্রোভ বাঁচিয়েছে সুন্দরবনকে, ক্যানিংয়ে ফের বৃক্ষরোপণ

স্থানীয় বাসিন্দা মোহন বৈদ্যর কথায়, "স্বাধীনতার পর থেকে আজও সুন্দরবন অবহেলিত । আমরা তো স্বায়ত্তশাসন চাইনি কখনও । মাছ, মধু আর কাঁকড়া ধরতে যাওয়া মানুষগুলির জীবন জীবিকা নিশ্চিত করতে বাঁধ রক্ষা করুক সরকার । বাঁধ কংক্রিটের হবে না ম্যানগ্রোভ দিয়ে হবে, তা স্থির করুক বিশেষজ্ঞ কমিটি ।" অরণ্য ধ্বংস করে যাঁরা ফিশারি তৈরি করেছেন, তাঁদের বিরুদ্ধেও সরকারকে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি ।

Last Updated : Jun 6, 2021, 9:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.