ETV Bharat / state

Odisha Train Accident: দেহ বদল! বিহারের বাসিন্দার দেহ গেল কাকদ্বীপের পরিবারের হাতে - body of Bihar resident changed with Sheikh family

এক সপ্তাহ কেটে গিয়েছে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা ৷ এই দুর্ঘটনায় মৃত শামসুল হুদা শেখ (30) পরিবারের হাতে দেওয়া হয়েছিল বিহারের বাসিন্দা রাজা শাহানির দেহ ৷ তদন্তের পর তা বুঝতে পেরে দেহ ফেরত দিল শেখ পরিবার ৷

Etv Bharat
দুর্ঘটনায় মৃত সামসুল হুদা শেখ
author img

By

Published : Jun 9, 2023, 10:22 PM IST

কাকদ্বীপ, 9 জুন: ওড়িশার বালাসোরের করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্য়ু হয়েছিল শামসুল হুদা শেখের (30) ৷ কাকদ্বীপের মধুসূদনপুর এলাকায় বাড়ি ৷ বৃহস্পতিবার ওড়িশা প্রাৃশাসনের পক্ষ থেকে একটি দেহ তুলে দেওয়া হয়েছে সামসুল হুদা শেখের পরিবারের হাতে ৷ দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় কাকদ্বীপ পুলিশ মর্গে । ময়নাতদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য ।

জানা গিয়েছে, যে দেহ সামসুল হুদা শেখের বলে মনে করা হয়েছিল সেটি আসলে বিহারের বাসিন্দা রজা শাহানির ৷ এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে কাকদ্বীপ পুলিশ মর্গের ডোমের কাছে। মৃতদেহের প্যান্টের পকেট থেকে উদ্ধার হয় একটি রক্তমাখা আধার কার্ড । আধার কার্ডটি পরিষ্কারের পর বোঝা যায় এই মরদেহ বিহারের বাসিন্দা রাজা শাহানির । এরপর শামসুল হুদা শেখের পরিবারের লোক প্রশাসনের দ্বারস্থ হয় ৷ প্রশাসনের পক্ষ থেকে এই মরদেহ আবার পুনরায় ওড়িশা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে । এছাড়াও রাজ্য সরকারের পক্ষ থেকে পরিবারের হাতে দু’লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়েছে । শেখ পরিবার সেই আর্থিক ক্ষতিপূরণের টাকা ফেরত পাঠিয়েছে ।

আরও পড়ুন: দুর্ঘটনার চারদিন পেরিয়ে গেলেও 2 যুবক নিখোঁজ, বিধায়কের সামনে ক্ষোভ পরিবারের

সামসুল হুদা শেখের পরিবার সূত্রে দাবি, পরিবারের পাঁচ সদস্য সংসারের হাল ধরতে ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছিলেন । এটি প্রথম যাত্রা নয় । পরিবারের পাঁচ সদস্য রাজমিস্ত্রির কাজের সঙ্গে যুক্ত । ভিন রাজ্যে কাজের জন্য চেন্নাইয়ে যান। অন্যান্য বারের মতনই, শুক্রবারও সেই অভিশপ্ত করমণ্ডলে এক্সপ্রেসে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন পরিবারের পাঁচ সদস্য । ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের । আব্দুল মজিদ শেখ (47)ও গিয়াস উদ্দিন শেখের (34) মৃতদেহ সনাক্তকরণ করে বাড়িতে ফেরানো হলেও, এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন তিনজন । মানবিকতার পরিচয় দিয়ে মরদেহ পুনরায় ওড়িশার সরকারের হাতে পৌঁছে দেয় শেখ পরিবার । যারা পরিবারের নিজেদেরকে হারিয়েছে তারা একবার হলেও যেন মৃতদের মুখ দেখতে পায় এমনটাই আরজি তাদের ৷

কাকদ্বীপ, 9 জুন: ওড়িশার বালাসোরের করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্য়ু হয়েছিল শামসুল হুদা শেখের (30) ৷ কাকদ্বীপের মধুসূদনপুর এলাকায় বাড়ি ৷ বৃহস্পতিবার ওড়িশা প্রাৃশাসনের পক্ষ থেকে একটি দেহ তুলে দেওয়া হয়েছে সামসুল হুদা শেখের পরিবারের হাতে ৷ দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় কাকদ্বীপ পুলিশ মর্গে । ময়নাতদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য ।

জানা গিয়েছে, যে দেহ সামসুল হুদা শেখের বলে মনে করা হয়েছিল সেটি আসলে বিহারের বাসিন্দা রজা শাহানির ৷ এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে কাকদ্বীপ পুলিশ মর্গের ডোমের কাছে। মৃতদেহের প্যান্টের পকেট থেকে উদ্ধার হয় একটি রক্তমাখা আধার কার্ড । আধার কার্ডটি পরিষ্কারের পর বোঝা যায় এই মরদেহ বিহারের বাসিন্দা রাজা শাহানির । এরপর শামসুল হুদা শেখের পরিবারের লোক প্রশাসনের দ্বারস্থ হয় ৷ প্রশাসনের পক্ষ থেকে এই মরদেহ আবার পুনরায় ওড়িশা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে । এছাড়াও রাজ্য সরকারের পক্ষ থেকে পরিবারের হাতে দু’লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়েছে । শেখ পরিবার সেই আর্থিক ক্ষতিপূরণের টাকা ফেরত পাঠিয়েছে ।

আরও পড়ুন: দুর্ঘটনার চারদিন পেরিয়ে গেলেও 2 যুবক নিখোঁজ, বিধায়কের সামনে ক্ষোভ পরিবারের

সামসুল হুদা শেখের পরিবার সূত্রে দাবি, পরিবারের পাঁচ সদস্য সংসারের হাল ধরতে ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছিলেন । এটি প্রথম যাত্রা নয় । পরিবারের পাঁচ সদস্য রাজমিস্ত্রির কাজের সঙ্গে যুক্ত । ভিন রাজ্যে কাজের জন্য চেন্নাইয়ে যান। অন্যান্য বারের মতনই, শুক্রবারও সেই অভিশপ্ত করমণ্ডলে এক্সপ্রেসে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন পরিবারের পাঁচ সদস্য । ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের । আব্দুল মজিদ শেখ (47)ও গিয়াস উদ্দিন শেখের (34) মৃতদেহ সনাক্তকরণ করে বাড়িতে ফেরানো হলেও, এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন তিনজন । মানবিকতার পরিচয় দিয়ে মরদেহ পুনরায় ওড়িশার সরকারের হাতে পৌঁছে দেয় শেখ পরিবার । যারা পরিবারের নিজেদেরকে হারিয়েছে তারা একবার হলেও যেন মৃতদের মুখ দেখতে পায় এমনটাই আরজি তাদের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.