সোনারপুর, 23 জুন : করোনা আবহে রাজ্য সরকারের ঘোষণা মতো গণপরিবহণ পুরোপুরি স্তব্ধ । জরুরি পরিষেবা ছাড়া কোনও প্রকার যানবাহনের দেখা রাস্তায় মিলছে না । এদিকে রাজ্য সরকারের নির্দেশে খুলে গিয়েছে বহু অফিস ৷ কিন্তু গণপরিবহণ না থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই অসুবিধায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের ৷ এর প্রতিবাদেই আজ সোনারপুর স্টেশনে রেললাইন অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার নিত্যযাত্রীরা ৷
দক্ষিণ 24 পরগনার বেশির ভাগ বাসিন্দারই যাতায়াতের সহজতম মাধ্যম ট্রেন ৷ রাজ্যে বিশেষ করোনা বিধিনিষেধ থাকায় কার্যত স্তব্ধ গণপরিবহণ ৷ জরুরি পরিষেবার যুক্ত এবং স্টাফদের জন্য চলছে হাতে গোনা কয়েকটি ট্রেন ৷ আর এতেই ক্ষুব্ধ সোনারপুরের বাসিন্দারা ৷ তাদের দাবি, শুধুমাত্র স্টাফ স্পেশাল ট্রেন নয়, আগের মতোই চালু করতে হবে সমস্ত লোকাল ট্রেন ৷
এক নিত্যযাত্রীর কথায়, "আমাদেরও কাজে যেতে হচ্ছে ৷ কাজে না গেলে মিলবে না মাইনে ৷ কিন্তু এই স্টাফ স্পেশাল ট্রেনে আমাদের উঠতে দেওয়া হচ্ছে না ৷ মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ লোকাল ট্রেন আগের মতোই সচল করা হোক ৷ না হলে আমাদের না খেতে পেয়ে মরে যেতে হবে ৷ "
আরও পড়ুন : সুন্দরবনে ম্যানগ্রোভ ধ্বংস করে মাছের ভেড়ি, রায়দিঘিতে হাইকোর্টের প্রতিনিধি দল
দীর্ঘক্ষণ চলে এই অবরোধ ৷ এরপর ঘটনাস্থলে এসে পৌঁছায় রেল কর্তৃপক্ষ ও পুলিশ বাহিনী ৷ অবরোধকারীদের সঙ্গে কথা বলে তারা । দাবি পূরণের আশ্বাস দিলে অবশেষে অবরোধ উঠে যায়।