ETV Bharat / state

টাকা চাওয়ায় পাওনাদারকে অস্ত্রের কোপ রানাঘাটে

কিছুদিন আগে বিদ্যানন্দপুর গ্রামের বাসিন্দা সনাতন বিশ্বাসকে পাঁচ হাজার টাকা ধার দেন অপু মণ্ডল (45) ৷ টাকা ফেরত দেওয়ার নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও টাকা পাননি ৷

RANAGHAT ATTACK
আক্রান্ত ব্যক্তি
author img

By

Published : Jan 23, 2020, 9:49 PM IST

রানাঘাট, 23 জানুয়ারি : টাকা চাইতে গিয়ে কোনওমতে প্রাণে বেঁচে ফিরলেন পাওনাদার ৷ বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাটে ৷ পাওনা টাকা চাইতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন অপু মণ্ডল (45) নামে ওই ব্যক্তি ৷ আক্রান্ত ব্যক্তি রানাঘাট 1 নম্বর BDO অফিসের অস্থায়ী কর্মী ৷ তাঁর বাড়ি রানাঘাট থানার নতুন তারাপুরে ৷

কিছুদিন আগে বিদ্যানন্দপুর গ্রামের বাসিন্দা সনাতন বিশ্বাসকে পাঁচ হাজার টাকা ধার দেন অপু মণ্ডল ৷ টাকা ফেরত দেওয়ার নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও টাকা পাননি ৷ বৃহস্পতিবার দুপুরে টাকা দেওয়ার নাম করে অপু মণ্ডলকে নিজের বাড়িতে নিয়ে যায় সনাতন বিশ্বাস ৷ অভিযোগ, তাঁকে বাড়িতে ঢুকিয়ে দরজায় তালা বন্ধ করে দেয় সনাতন ৷ এরপর হঠাৎই ধারালো অস্ত্র দিয়ে পাওনাদারকে কোপাতে শুরু করে দেয় ৷ রক্তাক্ত অবস্থায় অপু মণ্ডলকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা ৷ বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত ব্যক্তি ৷

রানাঘাটে পাওনাদারকে অস্ত্রের কোপ

অভিযুক্ত সনাতন বিশ্বাস এলাকা থেকে পলাতক ৷ ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ ৷

রানাঘাট, 23 জানুয়ারি : টাকা চাইতে গিয়ে কোনওমতে প্রাণে বেঁচে ফিরলেন পাওনাদার ৷ বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাটে ৷ পাওনা টাকা চাইতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন অপু মণ্ডল (45) নামে ওই ব্যক্তি ৷ আক্রান্ত ব্যক্তি রানাঘাট 1 নম্বর BDO অফিসের অস্থায়ী কর্মী ৷ তাঁর বাড়ি রানাঘাট থানার নতুন তারাপুরে ৷

কিছুদিন আগে বিদ্যানন্দপুর গ্রামের বাসিন্দা সনাতন বিশ্বাসকে পাঁচ হাজার টাকা ধার দেন অপু মণ্ডল ৷ টাকা ফেরত দেওয়ার নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও টাকা পাননি ৷ বৃহস্পতিবার দুপুরে টাকা দেওয়ার নাম করে অপু মণ্ডলকে নিজের বাড়িতে নিয়ে যায় সনাতন বিশ্বাস ৷ অভিযোগ, তাঁকে বাড়িতে ঢুকিয়ে দরজায় তালা বন্ধ করে দেয় সনাতন ৷ এরপর হঠাৎই ধারালো অস্ত্র দিয়ে পাওনাদারকে কোপাতে শুরু করে দেয় ৷ রক্তাক্ত অবস্থায় অপু মণ্ডলকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা ৷ বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত ব্যক্তি ৷

রানাঘাটে পাওনাদারকে অস্ত্রের কোপ

অভিযুক্ত সনাতন বিশ্বাস এলাকা থেকে পলাতক ৷ ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ ৷

Intro:ধার দেওয়া মাত্র 5 হাজার টাকা চাইতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আক্রান্ত হলেন রানাঘাট 1 নম্বর বিডিও অফিসের অস্থায়ী কর্মী।বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নদীয়ার রানাঘাটে।আক্রান্ত ব্যক্তির নাম অপু মন্ডল(45)।সূত্রের খবর,নদীয়ার রানাঘাট থানার নতুন তারাপুর গ্রামের বাসিন্দা অপু মন্ডল কিছুদিন আগে বিদ্যানন্দপুর গ্রামের বাসিন্দা সনাতন বিশ্বাস নামে এক ব্যক্তিকে 5000 টাকা ধার দেন।অভিযোগ, টাকা ফেরতের নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরে ওই টাকা ফেরত চাইলে বৃহস্পতিবার দুপুরে টাকা দেওয়ার নাম করে অপু মন্ডলকে নিজের বাড়িতে নিয়ে যায় সনাতন।অভিযোগ,তাকে বাড়ীতে ঢুকিয়ে দরজার তালা বন্ধ করে হঠাৎই ধারালো অস্ত্র দিয়ে অপু মন্ডল কে কোপাতে শুরু করে সনাতন।এরপর তার চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের বাসিন্দারা ছুটে এলে পালিয়ে যায় সনাতন।স্থানীয় মানুষজন রক্তাক্ত অবস্থায় অপু মন্ডলকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতলে নিয়ে যায়।বর্তমানে সেখানেই চিকিৎসাধীন অপু মন্ডল।ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।Body:RANAGHAT ATTACKConclusion:null

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.