ETV Bharat / state

Poster Against TMC Leaders: তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পোস্টার প্রতাপনগরে - প্রতাপনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ ঢালী

এবার দক্ষিণ 24 পরগনার প্রতাপনগরে তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পোস্টার পড়ল (Poster Against TMC Leaders) ৷ নাম রয়েছে সঞ্জয় সরদার ও দিলীপ ঢালীর ৷

Corruption posters
তৃণমূল নেতাদের বিরুদ্ধে পোস্টার
author img

By

Published : Mar 18, 2023, 6:36 PM IST

তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পোস্টার প্রতাপনগরে

সোনারপুর, 18 মার্চ: শুক্রবার কালীঘাটে তৃণমূলের বৈঠক ছিল ৷ তারপর 24 ঘণ্টা না-কাটতেই শনিবার সকালে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টারে ছেয়ে গেল এলাকা । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার সোনারপুর দক্ষিণ বিধানসভার অন্তর্গত প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতে ৷ এলাকায় তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দলেরই নেতাদের বিরুদ্ধে দুর্নীতির পোস্টার পড়ল । শুধু তৃণমূল কংগ্রেস কার্যালয় নয়, ওই এলাকার একাধিক বাজারেও দুর্নীতির পোস্টার দেখা গিয়েছে । পোস্টারে সরকারি একাধিক প্রকল্পের আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে ধরা হয়েছে । পাশাপাশি পোস্টারে তৃণমূল কংগ্রেসের দুই নেতার নাম রয়েছে । তাঁরা হলেন পঞ্চায়েতের সদস্য সঞ্জয় সরদার ও প্রতাপনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ ঢালী (Corruption posters against Trinamool leaders) ।

জেলায় জেলায় তৃণমুলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসছে । পঞ্চায়েতের একাধিক প্রকল্প, জবকার্ড, আবাস প্রকল্প , রাস্তা না-করে তার টাকা তুলে নেওয়ার অভিযোগ, খাল কাটার নাম করে তার টাকা তুলে দেওয়ার অভিযোগ এনে এই পোস্টার । এর সঙ্গে সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্রর কথা ওই পোস্টারে বিশেষভাবে উল্লেখ রয়েছে ৷ এই নেত্রী আর্থিক দুর্নীতিতে কীভাবে জড়িত রয়েছেন, তা ওই পোস্টারের মাধ্যমে তুলে ধরা হয়েছে । তবে পোস্টারে তুলে ধরা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন দিলীপ ঢালী। প্রতাপনগর এলাকার কিছু তৃণমূল কর্মী সমর্থকের দাবি, এই পোস্টার তৃণমূলের একাংশই লাগিয়েছেন । আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।

Poster Against TMC Leaders
পোস্টার প্রতাপনগরে

পঞ্চায়েত ভোটের মুখে গরু পাচার থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি, আবাস যোজনায় দুর্নীতি নিয়ে জেরবার শাসকদল । গরুপাচার এবং নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের মতো গুরুত্বপূর্ণ নেতারা এই মুহূর্তে জেলবন্দি । নিয়োগ দুর্নীতিতে আদালতের নির্দেশে বহু অবৈধ শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে গিয়েছে । পঞ্চায়েত ভোটের আগে এই সব নিয়ে বেশ চাপে রয়েছে শাসকদল । তার মধ্যেই মুর্শিদাবাদের সাগরদিঘির বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে পরাজয় তৃণমূলের কাছে মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে । এর পাশাপাশি রয়েছে জেলায় জেলায় তৃণমুলের গোষ্ঠীদ্বন্দ্ব । তারপর এই পোস্টারে অসস্তিতে শাসকদল ৷

আরও পড়ুন: উন্নয়ন চেয়ে পঞ্চায়েত ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের, পড়ল তৃণমূলের বিরুদ্ধে পোস্টার

তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পোস্টার প্রতাপনগরে

সোনারপুর, 18 মার্চ: শুক্রবার কালীঘাটে তৃণমূলের বৈঠক ছিল ৷ তারপর 24 ঘণ্টা না-কাটতেই শনিবার সকালে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টারে ছেয়ে গেল এলাকা । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার সোনারপুর দক্ষিণ বিধানসভার অন্তর্গত প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতে ৷ এলাকায় তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দলেরই নেতাদের বিরুদ্ধে দুর্নীতির পোস্টার পড়ল । শুধু তৃণমূল কংগ্রেস কার্যালয় নয়, ওই এলাকার একাধিক বাজারেও দুর্নীতির পোস্টার দেখা গিয়েছে । পোস্টারে সরকারি একাধিক প্রকল্পের আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে ধরা হয়েছে । পাশাপাশি পোস্টারে তৃণমূল কংগ্রেসের দুই নেতার নাম রয়েছে । তাঁরা হলেন পঞ্চায়েতের সদস্য সঞ্জয় সরদার ও প্রতাপনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ ঢালী (Corruption posters against Trinamool leaders) ।

জেলায় জেলায় তৃণমুলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসছে । পঞ্চায়েতের একাধিক প্রকল্প, জবকার্ড, আবাস প্রকল্প , রাস্তা না-করে তার টাকা তুলে নেওয়ার অভিযোগ, খাল কাটার নাম করে তার টাকা তুলে দেওয়ার অভিযোগ এনে এই পোস্টার । এর সঙ্গে সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্রর কথা ওই পোস্টারে বিশেষভাবে উল্লেখ রয়েছে ৷ এই নেত্রী আর্থিক দুর্নীতিতে কীভাবে জড়িত রয়েছেন, তা ওই পোস্টারের মাধ্যমে তুলে ধরা হয়েছে । তবে পোস্টারে তুলে ধরা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন দিলীপ ঢালী। প্রতাপনগর এলাকার কিছু তৃণমূল কর্মী সমর্থকের দাবি, এই পোস্টার তৃণমূলের একাংশই লাগিয়েছেন । আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।

Poster Against TMC Leaders
পোস্টার প্রতাপনগরে

পঞ্চায়েত ভোটের মুখে গরু পাচার থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি, আবাস যোজনায় দুর্নীতি নিয়ে জেরবার শাসকদল । গরুপাচার এবং নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের মতো গুরুত্বপূর্ণ নেতারা এই মুহূর্তে জেলবন্দি । নিয়োগ দুর্নীতিতে আদালতের নির্দেশে বহু অবৈধ শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে গিয়েছে । পঞ্চায়েত ভোটের আগে এই সব নিয়ে বেশ চাপে রয়েছে শাসকদল । তার মধ্যেই মুর্শিদাবাদের সাগরদিঘির বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে পরাজয় তৃণমূলের কাছে মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে । এর পাশাপাশি রয়েছে জেলায় জেলায় তৃণমুলের গোষ্ঠীদ্বন্দ্ব । তারপর এই পোস্টারে অসস্তিতে শাসকদল ৷

আরও পড়ুন: উন্নয়ন চেয়ে পঞ্চায়েত ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের, পড়ল তৃণমূলের বিরুদ্ধে পোস্টার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.