ETV Bharat / state

অনুপম হাজরার দেওয়াল লিখনের সময় দুষ্কৃতীদের হামলা - baruipur

যাদবপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অনুপম হাজরার দেওয়াল লিখনের সময় BJP কর্মীদের উপর হামলা হল। এই ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বারুইপুরের ২ নম্বর ওয়ার্ডের নেতাজি পল্লি এলাকায় গতকালের ঘটনা।

দুপক্ষের হাতাহাতি
author img

By

Published : Mar 29, 2019, 4:30 AM IST

Updated : Mar 29, 2019, 6:13 AM IST

বারুইপুর, ২৯ মার্চ : যাদবপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অনুপম হাজরার দেওয়াল লিখনের সময় BJP কর্মীদের উপর হামলা হল। এই ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বারুইপুরের ২ নম্বর ওয়ার্ডের নেতাজি পল্লি এলাকায় গতকালের ঘটনা।

বারুইপুরের ২ নম্বর ওয়ার্ডে নেতাজিপল্লিতে গতকাল বিকেলে প্রচারে যান অনুপম। কর্মীদের অনুরোধ মেনে তিনি নিজের প্রচারে দেওয়াল লেখেন। অভিযোগ, তাঁর দেওয়াল লিখনের সময় BJP কর্মীদের উপর হামলা হয়। এক BJP কর্মীকে মারধরের পাশাপাশি তার বাইক ফেলে দেওয়া হয়। এরপরই দুইপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

অনুপম অভিযোগ করেছেন, "আমার দেওয়াল লিখনের সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। আমি এই ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ করব। আমাদের এক কর্মীকেও মারধর করা হয়েছে।"

অনুপম আরও বলেন, "এরা সবাই তৃণমূলের দুষ্কৃতী। এটা কী গণতন্ত্র ? আমি BJP নেতৃত্বকে জানিয়েছি। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিন। ভোট দিতে দিন।" প্রচারের সময় পুলিশের সহায়তা না পাওয়ারও অভিযোগ করেন অনুপমবাবু। ঘটনার পর ধসা চন্দনেশ্বর বাজারে প্রচারে যাওয়ার কথা থাকলেও সেখানে আর যাননি তিনি।

বারুইপুর, ২৯ মার্চ : যাদবপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অনুপম হাজরার দেওয়াল লিখনের সময় BJP কর্মীদের উপর হামলা হল। এই ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বারুইপুরের ২ নম্বর ওয়ার্ডের নেতাজি পল্লি এলাকায় গতকালের ঘটনা।

বারুইপুরের ২ নম্বর ওয়ার্ডে নেতাজিপল্লিতে গতকাল বিকেলে প্রচারে যান অনুপম। কর্মীদের অনুরোধ মেনে তিনি নিজের প্রচারে দেওয়াল লেখেন। অভিযোগ, তাঁর দেওয়াল লিখনের সময় BJP কর্মীদের উপর হামলা হয়। এক BJP কর্মীকে মারধরের পাশাপাশি তার বাইক ফেলে দেওয়া হয়। এরপরই দুইপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

অনুপম অভিযোগ করেছেন, "আমার দেওয়াল লিখনের সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। আমি এই ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ করব। আমাদের এক কর্মীকেও মারধর করা হয়েছে।"

অনুপম আরও বলেন, "এরা সবাই তৃণমূলের দুষ্কৃতী। এটা কী গণতন্ত্র ? আমি BJP নেতৃত্বকে জানিয়েছি। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিন। ভোট দিতে দিন।" প্রচারের সময় পুলিশের সহায়তা না পাওয়ারও অভিযোগ করেন অনুপমবাবু। ঘটনার পর ধসা চন্দনেশ্বর বাজারে প্রচারে যাওয়ার কথা থাকলেও সেখানে আর যাননি তিনি।

পাওয়ার গ্রিড কাণ্ডে মৃত মফিজুল এর বাবা যোগ দিতে চলেছে তৃণমূলে। আজ ভাঙ্গড়ের ভোজেরহাট এ তৃণমূলের কর্মীসভা। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তীর সমর্থনে একটি কর্মী সভার আয়োজন করা হয়েছে। সেই সভাতেই মৃত মফিজুল খানের বাবা শুকুর আলী খান যোগ দিতে চলেছে তৃণমূলে। ইতিমধ্যেই শুকুর আলী মোল্লা হাজির হয়ে গিয়েছে তৃণমূলের মঞ্চে। পাওয়ার গ্রিড আন্দোলনে পুলিশের সঙ্গে আন্দোলন কারিদের দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল। সেই ঘটনায় প্রথম দিনই মফিজুল খান এবং আলমগীর মোল্লা নামে দুই যুবক খুন হয়েছিল। আরাবুল বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল বলে দাবি আন্দোলনকারীদের। সেই ঘটনার পর থেকেই পাওয়ার গ্রিড আন্দোলনের সভা থেকে শুরু করে মিটিং মিছিলে সামনের সারিতে দেখা যেত শুকুর আলি মোল্লাকে। লোকসভা ভোটের মুখে তার দল ত্যাগ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। যদিও পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনের অন্যতম নেতা মির্জা হাসানের দাবি শুকুর আলী খান তার স্বার্থে তৃণমূলে যোগ দিচ্ছে। এর ফলে আন্দোলনে কোন প্রভাব পড়বে না। কারণ হিসেবে তিনি বলেন শুকুর আলীর ছেলে মারা যাওয়ার পর আন্দোলনকারীদের কাছে থেকে আট লক্ষ টাকা ক্ষতি পুরন হিসাবে নিয়েছে সে। তারপর আবার এই তৃণমূলের যোগ নিছকই টাকা নেওয়ার জন্য। যদিও শুকুর আলী বাবু দাবি আমি আগে থেকেই তৃনমূল করতাম কিছুদিনের জন্য আন্দোলনকারীদের সঙ্গে জমি রক্ষার স্বার্থে ছিলাম কিন্তু ওরা সবাই বিক্রি হয়ে গেছে তাই আমি আমার পুরনো দলে ফিরে এসেছি। এই প্রসঙ্গে তৃণমূল নেতা আরাবুল ইসলামের ছেলে তথা পোলেরহাট 2 গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান হাকীমুল ইসলাম জানায় মানুষকে ভুল বুঝিয়ে আন্দলনে রাজি করেছিল। সেই আন্দোলন ধীরে ধীরে শেষ হচ্ছে। মানুষ তাদের ভুল বুঝতে পেরে একে একে সবাই তৃণমূলে যোগ দেবে বলে আশাবাদি হাকিমুল ইসলাম। 
Last Updated : Mar 29, 2019, 6:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.