বারুইপুর, ২৯ মার্চ : যাদবপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অনুপম হাজরার দেওয়াল লিখনের সময় BJP কর্মীদের উপর হামলা হল। এই ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বারুইপুরের ২ নম্বর ওয়ার্ডের নেতাজি পল্লি এলাকায় গতকালের ঘটনা।
বারুইপুরের ২ নম্বর ওয়ার্ডে নেতাজিপল্লিতে গতকাল বিকেলে প্রচারে যান অনুপম। কর্মীদের অনুরোধ মেনে তিনি নিজের প্রচারে দেওয়াল লেখেন। অভিযোগ, তাঁর দেওয়াল লিখনের সময় BJP কর্মীদের উপর হামলা হয়। এক BJP কর্মীকে মারধরের পাশাপাশি তার বাইক ফেলে দেওয়া হয়। এরপরই দুইপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে।
অনুপম অভিযোগ করেছেন, "আমার দেওয়াল লিখনের সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। আমি এই ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ করব। আমাদের এক কর্মীকেও মারধর করা হয়েছে।"
অনুপম আরও বলেন, "এরা সবাই তৃণমূলের দুষ্কৃতী। এটা কী গণতন্ত্র ? আমি BJP নেতৃত্বকে জানিয়েছি। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিন। ভোট দিতে দিন।" প্রচারের সময় পুলিশের সহায়তা না পাওয়ারও অভিযোগ করেন অনুপমবাবু। ঘটনার পর ধসা চন্দনেশ্বর বাজারে প্রচারে যাওয়ার কথা থাকলেও সেখানে আর যাননি তিনি।