ETV Bharat / state

নরেন্দ্রপুরে শিশুকে ধর্ষণ করে খুন, 6 দিন পর মিলল দেহ ! - Narendrapore PS

নরেন্দ্রপুরে পাশবিক ঘটনা । 5 বছরের শিশুকে ধর্ষণ করে খুন । 6 দিন পর খোঁজ মিলল মৃতদেহের । অভিযুক্তের কঠোর শাস্তি চাইছে নির্যাতিতার পরিবার ।

child tortured
author img

By

Published : Jul 22, 2019, 4:37 AM IST

নরেন্দ্রপুর, 22 জুলাই : নরেন্দ্রপুরে 5 বছরের শিশুকে ধর্ষণ করে খুন । গত সোমবার থেকে নিখোঁজ ছিল সে । শনিবার গভীররাতে মৃতদেহ উদ্ধার হয় । ঘটনায় গ্রেপ্তার আসগর আলি নামে প্রতিবেশী এক যুবক । গতকাল তাকে একদিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছে বারুইপুরের বিশেষ POCSO আদালত । আজ ফের তাকে আদালতে তোলা হবে । পুলিশ নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানাবে ।

সোমবার দুপুর থেকে নিখোঁজ ছিল ওই শিশু । বিকেলেও বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি । এদিকে, শিশুর মা প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারেন, আসগরের সঙ্গেই সকাল থেকে ছিল মেয়ে । আসগরের বাড়ি গিয়ে তার দেখা মেলেনি । এরপর নরেন্দ্রপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের হয় । তদন্ত শুরু করে পুলিশ । প্রতিবেশীদের জিজ্ঞাসা করে জানতে পারে, ওই শিশুকে জঙ্গলে নিয়ে যেতে দেখেছিলেন অনেকেই । পরিচিত হওয়ায় সন্দেহজনক কিছু মনে হয়নি । এরপর স্থানীয় জঙ্গলে শুরু হয় খোঁজ । কিন্তু, শিশুর দেহ মেলেনি । এমন কী, ড্রোন, পুলিশ কুকুরের সাহায্য নিয়েও ফল হয়নি ।

তদন্তে নেমে নরেন্দ্রপুর থানার পুলিশ জানতে পারে, বছর দুই আগে ছিনতাইয়ের ঘটনায় নাম জড়িয়েছিল আসগরের । তখনও পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজেছিল । পরে সে পার্ক সার্কাস স্টেশন থেকে গ্রেপ্তার হয় । পুলিশের অনুমান ছিল, এবারও সে কোনও স্টেশনে লুকিয়ে থাকতে পারে । ইতিমধ্যে আসগরের এক শাগরেদকেও জিজ্ঞাসাবাদ করা হয় । তদন্তকারীরা নিশ্চিত হন, শিয়ালদা, বালিগঞ্জ, সোনারপুর ও মল্লিকপুর স্টেশনে ডেরা আসগরের । শনিবার বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও নরেন্দ্রপুর থানার পুলিশ ওই চার স্টেশনে তল্লাশি শুরু করে । রাতের দিকে আসগরের খোঁজ পাওয়া যায় । শিয়ালদা স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় তাকে । পুলিশের সামনে অভিযোগ স্বীকার করে নেয় সে । রাতে পুলিশ তাকে নিয়ে যায় শিশুর বাড়ির অনতিদূরের একটি জঙ্গলে । উদ্ধার হয় শিশুকন্যার দেহ ।

পুলিশি জেরায় আসগর স্বীকার করে ওই শিশুকে পেয়ারার লোভ দেখিয়ে সে জঙ্গলে নিয়ে গেছিল । জঙ্গলের ভিতর পাঁচিল ঘেরা একটি জায়গা আছে । এর পিছনে আছে জামরুল গাছ । আসগর তাকে জামরুল খাওয়ানোর টোপ দেয় । তারপর পাঁচিল টপকে ওপারে নিয়ে যায় । সেখানে ওই শিশুকে ধর্ষণ করে । পরে শ্বাসরোধ করে খুন করে দেহ জঙ্গলের মধ্যে ফেলে দেয় । জেরায় সে আরও জানায়, পুলিশের চোখে ধুলো দিতে কখনও বালিগঞ্জ, কখনও পার্ক সার্কাস স্টেশনে রাত কাটিয়েছিল ।

আসগরের কড়া শাস্তি চাইছে শিশুর পরিবার । বারুইপুর জেলার পুলিশ সুপার রশিদ মুনির খান জানিয়েছেন, দ্রুত এই মামলার চার্জশিট দেওয়া হবে ।

নরেন্দ্রপুর, 22 জুলাই : নরেন্দ্রপুরে 5 বছরের শিশুকে ধর্ষণ করে খুন । গত সোমবার থেকে নিখোঁজ ছিল সে । শনিবার গভীররাতে মৃতদেহ উদ্ধার হয় । ঘটনায় গ্রেপ্তার আসগর আলি নামে প্রতিবেশী এক যুবক । গতকাল তাকে একদিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছে বারুইপুরের বিশেষ POCSO আদালত । আজ ফের তাকে আদালতে তোলা হবে । পুলিশ নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানাবে ।

সোমবার দুপুর থেকে নিখোঁজ ছিল ওই শিশু । বিকেলেও বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি । এদিকে, শিশুর মা প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারেন, আসগরের সঙ্গেই সকাল থেকে ছিল মেয়ে । আসগরের বাড়ি গিয়ে তার দেখা মেলেনি । এরপর নরেন্দ্রপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের হয় । তদন্ত শুরু করে পুলিশ । প্রতিবেশীদের জিজ্ঞাসা করে জানতে পারে, ওই শিশুকে জঙ্গলে নিয়ে যেতে দেখেছিলেন অনেকেই । পরিচিত হওয়ায় সন্দেহজনক কিছু মনে হয়নি । এরপর স্থানীয় জঙ্গলে শুরু হয় খোঁজ । কিন্তু, শিশুর দেহ মেলেনি । এমন কী, ড্রোন, পুলিশ কুকুরের সাহায্য নিয়েও ফল হয়নি ।

তদন্তে নেমে নরেন্দ্রপুর থানার পুলিশ জানতে পারে, বছর দুই আগে ছিনতাইয়ের ঘটনায় নাম জড়িয়েছিল আসগরের । তখনও পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজেছিল । পরে সে পার্ক সার্কাস স্টেশন থেকে গ্রেপ্তার হয় । পুলিশের অনুমান ছিল, এবারও সে কোনও স্টেশনে লুকিয়ে থাকতে পারে । ইতিমধ্যে আসগরের এক শাগরেদকেও জিজ্ঞাসাবাদ করা হয় । তদন্তকারীরা নিশ্চিত হন, শিয়ালদা, বালিগঞ্জ, সোনারপুর ও মল্লিকপুর স্টেশনে ডেরা আসগরের । শনিবার বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও নরেন্দ্রপুর থানার পুলিশ ওই চার স্টেশনে তল্লাশি শুরু করে । রাতের দিকে আসগরের খোঁজ পাওয়া যায় । শিয়ালদা স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় তাকে । পুলিশের সামনে অভিযোগ স্বীকার করে নেয় সে । রাতে পুলিশ তাকে নিয়ে যায় শিশুর বাড়ির অনতিদূরের একটি জঙ্গলে । উদ্ধার হয় শিশুকন্যার দেহ ।

পুলিশি জেরায় আসগর স্বীকার করে ওই শিশুকে পেয়ারার লোভ দেখিয়ে সে জঙ্গলে নিয়ে গেছিল । জঙ্গলের ভিতর পাঁচিল ঘেরা একটি জায়গা আছে । এর পিছনে আছে জামরুল গাছ । আসগর তাকে জামরুল খাওয়ানোর টোপ দেয় । তারপর পাঁচিল টপকে ওপারে নিয়ে যায় । সেখানে ওই শিশুকে ধর্ষণ করে । পরে শ্বাসরোধ করে খুন করে দেহ জঙ্গলের মধ্যে ফেলে দেয় । জেরায় সে আরও জানায়, পুলিশের চোখে ধুলো দিতে কখনও বালিগঞ্জ, কখনও পার্ক সার্কাস স্টেশনে রাত কাটিয়েছিল ।

আসগরের কড়া শাস্তি চাইছে শিশুর পরিবার । বারুইপুর জেলার পুলিশ সুপার রশিদ মুনির খান জানিয়েছেন, দ্রুত এই মামলার চার্জশিট দেওয়া হবে ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.