ETV Bharat / state

Child Drowned at Usthi : খালের জলে তলিয়ে গেল শিশু, 10 ঘণ্টা পর উদ্ধার দেহ - Child Drowned Usthi

অসাবধানতাবশত খালের জলে তলিয়ে গেল শিশু (Child Drowned Usthi) ৷ 24 ঘণ্টা হতে চললেও এখনও দেহ উদ্ধার করতে পারেনি পুলিশ ৷

Etv Bharat
খালের জলে তলিয়ে গেল শিশু
author img

By

Published : Mar 12, 2023, 12:13 PM IST

উস্থি (দক্ষিণ 24 পরগনা), 12 মার্চ: মামার বাড়ি ঘুরতে এসে খেলতে খেলতে খালের জলে তলিয়ে গেল শিশু (Child Drowned at Canal)। তার নাম আফফান লস্কর (2) ৷ প্রায় 10 ঘণ্টা বাদে তার দেহ উদ্ধার হয় । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ 24 পরগনার উস্থি থানার লালপোল এলাকায় (South 24 Pargana News)।

জানা গিয়েছে, আফফান লস্করের বাড়ি জয়নগর থানার ধপধপি এলাকায় । শনিবার বাবা মায়ের সঙ্গে উস্থিতে মামার বাড়ি বেড়াতে এসেছিল আফফান । এদিন বিকেলে ডায়মণ্ড হারবারের মগরাহাটের ক্রিক খালের পাশে খেলার সময় অসাবধানতাবশত খালের জলে পড়ে তলিয়ে যায় সে ৷ সেই সময় খালে জোয়ারের টান থাকায় নিমেষেই জলের স্রোতে তলিয়ে যায় 2 বছরের শিশু । পরে আফফানের খোঁজে খালের জলে তল্লাশি শুরু করে পরিবার । খবর দেওয়া হয় উস্থি থানায় ।

ঘটনাস্থলে যায় উস্থি থানার পুলিশ ডায়মণ্ড হারবারের মগরাহাট খালে তল্লাশি অভিযান শুরু করে । কিন্তু দীর্ঘক্ষণ আফফানের খোঁজ মেলেনি । পুলিশের তরফে জানানো হয়, ভরা জোয়ারের সময় শিশু খালে পড়ে তলিয়ে যায় । এরপর সন্ধ্যা নামতে আলো কমে আসে, উদ্ধারকাজে সমস্যা হওয়ায় তা বন্ধ করে দেওয়া হয় ।

পরে রবিবার ভোর থেকে শিশুটির খোঁজে ফের তল্লাশি অভিযান শুরু করে উস্থি থানার পুলিশ ৷ তাতেই তার দেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে পৌঁছন ডায়মণ্ড হারবারের এসডিপিও (Diamond Harbour Police Station) মিঠুন কুমার দে । ওই শিশুর পরিবারের সঙ্গে কথা বলেন তিনি ৷ এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায় । উদ্ধার কাজ দেখতে এদিন সকাল থেকে এলাকার মানুষ ঘটনাস্থলে ভিড় জমান । পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেদিকে নজর রেখেছিল প্রশাসন ।

আরও পড়ুন : ভেসেল থেকে নামতে গিয়ে বিপত্তি, হুগলি নদীতে তলিয়ে গেল 2 শিশু

উস্থি (দক্ষিণ 24 পরগনা), 12 মার্চ: মামার বাড়ি ঘুরতে এসে খেলতে খেলতে খালের জলে তলিয়ে গেল শিশু (Child Drowned at Canal)। তার নাম আফফান লস্কর (2) ৷ প্রায় 10 ঘণ্টা বাদে তার দেহ উদ্ধার হয় । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ 24 পরগনার উস্থি থানার লালপোল এলাকায় (South 24 Pargana News)।

জানা গিয়েছে, আফফান লস্করের বাড়ি জয়নগর থানার ধপধপি এলাকায় । শনিবার বাবা মায়ের সঙ্গে উস্থিতে মামার বাড়ি বেড়াতে এসেছিল আফফান । এদিন বিকেলে ডায়মণ্ড হারবারের মগরাহাটের ক্রিক খালের পাশে খেলার সময় অসাবধানতাবশত খালের জলে পড়ে তলিয়ে যায় সে ৷ সেই সময় খালে জোয়ারের টান থাকায় নিমেষেই জলের স্রোতে তলিয়ে যায় 2 বছরের শিশু । পরে আফফানের খোঁজে খালের জলে তল্লাশি শুরু করে পরিবার । খবর দেওয়া হয় উস্থি থানায় ।

ঘটনাস্থলে যায় উস্থি থানার পুলিশ ডায়মণ্ড হারবারের মগরাহাট খালে তল্লাশি অভিযান শুরু করে । কিন্তু দীর্ঘক্ষণ আফফানের খোঁজ মেলেনি । পুলিশের তরফে জানানো হয়, ভরা জোয়ারের সময় শিশু খালে পড়ে তলিয়ে যায় । এরপর সন্ধ্যা নামতে আলো কমে আসে, উদ্ধারকাজে সমস্যা হওয়ায় তা বন্ধ করে দেওয়া হয় ।

পরে রবিবার ভোর থেকে শিশুটির খোঁজে ফের তল্লাশি অভিযান শুরু করে উস্থি থানার পুলিশ ৷ তাতেই তার দেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে পৌঁছন ডায়মণ্ড হারবারের এসডিপিও (Diamond Harbour Police Station) মিঠুন কুমার দে । ওই শিশুর পরিবারের সঙ্গে কথা বলেন তিনি ৷ এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায় । উদ্ধার কাজ দেখতে এদিন সকাল থেকে এলাকার মানুষ ঘটনাস্থলে ভিড় জমান । পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেদিকে নজর রেখেছিল প্রশাসন ।

আরও পড়ুন : ভেসেল থেকে নামতে গিয়ে বিপত্তি, হুগলি নদীতে তলিয়ে গেল 2 শিশু

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.