ETV Bharat / state

বরযাত্রীদের হুজ্জুতি ,পাত্রীকে লাথি মেরে আসর ছাড়ল পাত্র

author img

By

Published : Dec 2, 2019, 11:51 PM IST

ক্যানিংয়ের জয়রামখালি গ্রামের ঘটনা । বরযাত্রীদের আচরণে কয়েক ঘণ্টায় লন্ডভন্ড হয়ে গেল বিয়ের আসর । এমন কী বিয়ের পিড়িতেই কনেকে লাথি মেরে আসর ছাড়ল পাত্র ।

marriage chaos
ছবি

ক্যানিং, 2 ডিসেম্বর : সব ঠিকঠাকই ছিল । দাবি মতো পণও দিতে চেয়েছিল কন্যাপক্ষ । কিন্তু বিয়ের সন্ধ্যায় আবার বেঁকে বসল পাত্রপক্ষ । বুঝিয়ে তাকে শেষ পর্যন্ত ছাঁদনাতলায় আনা হল । কিন্তু আর শেষ রক্ষা হল না । বরযাত্রীদের আচরণে কয়েক ঘণ্টায় লন্ডভন্ড হয়ে গেল বিয়ের আসর । গালিগালাজ, মারধর থেকে শুরু করে কেটারারদের সঙ্গে বচসা একের পর এক ঘটনায় রীতিমতো বেহাল দশা বিয়ে বাড়ির । এমন কী বিয়ের পিড়িতেই কনেকে লাথি মেরে আসর ছাড়ল পাত্র । ক্যানিংয়ের জয়রামখালি গ্রামের ঘটনা ।

ক্যানিংয়ের জয়রামখালির বাসিন্দা উর্মিলার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল সোনারপুরের বন হুগলির বাসিন্দা বীরু দাসের । পরিবারের তরফে জানা যায়, ঝামেলার সূত্রপাত পণ নিয়ে । কথা হয়েছিল 20,000 টাকা পণ দেওয়া হবে । কিন্তু সপ্তাহখানেক আগে পাত্রের বাড়ির তরফে আরও পাঁচ হাজার টাকা দাবি করা হয় । প্রথমে 25,000 টাকা দিতে না পারার কথা জানালেও শেষ পর্যন্ত রাজি হয় মেয়ের পরিবার । কিন্তু গতকাল বিয়ের সন্ধ্যায় আবার বেঁকে বসে পাত্রপক্ষ । হঠাৎই ফোন করে তারা জানায় বিয়ের জন্য পুরোহিত পাওয়া যাচ্ছে না । পরে সেসব মিটিয়ে রাত দেড়টা নাগাদ বিয়ে বাড়িতে পৌঁছায় তারা । এরপর প্রথমে নাচানাচির দাবি, পরে নানা অদ্ভুত আচরণ করে তারা । অভিযোগ, গালিগালাজও করা হয় মেয়ের বাড়ির লোকজনকে । মাঝে বরকে একা রেখে পালাতে উদ্যত হয় বরের বাড়ির লোকজন । বহু কষ্টে তাদের ফেরানো হলেও এবার খাবার পরিবেশনকারীদের সঙ্গে ঝামেলা শুরু করে । খাবারের টেবিলে জল ফেলে, ঝাড়বাতি ভেঙে লোকজনকে মারধর করতে শুরু করে তারা ।

ভিডিয়োয় শুনুন কনের দিদির বক্তব্য

এবার ঘটনায় নয়া মোড় । স্বয়ং বর বিয়ের পিঁড়িতে বসা কনেকে লাথি মেরে আসর ছেড়ে উঠে যায় । বিষয়টি নিয়ে সরব হন প্রতিবেশীরা । পাত্র সহ মোট আটজনকে আটকে রাখেন তারা । ক্ষতিপূরণ না দিলে তাদের ছাড়া হবে না বলে জানিয়ে দেওয়া হয় । খবর দেওয়া হয় পুলিশে । পরে পুলিশ এসে বরযাত্রীদের উদ্ধার করে ।

ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

ক্যানিং, 2 ডিসেম্বর : সব ঠিকঠাকই ছিল । দাবি মতো পণও দিতে চেয়েছিল কন্যাপক্ষ । কিন্তু বিয়ের সন্ধ্যায় আবার বেঁকে বসল পাত্রপক্ষ । বুঝিয়ে তাকে শেষ পর্যন্ত ছাঁদনাতলায় আনা হল । কিন্তু আর শেষ রক্ষা হল না । বরযাত্রীদের আচরণে কয়েক ঘণ্টায় লন্ডভন্ড হয়ে গেল বিয়ের আসর । গালিগালাজ, মারধর থেকে শুরু করে কেটারারদের সঙ্গে বচসা একের পর এক ঘটনায় রীতিমতো বেহাল দশা বিয়ে বাড়ির । এমন কী বিয়ের পিড়িতেই কনেকে লাথি মেরে আসর ছাড়ল পাত্র । ক্যানিংয়ের জয়রামখালি গ্রামের ঘটনা ।

ক্যানিংয়ের জয়রামখালির বাসিন্দা উর্মিলার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল সোনারপুরের বন হুগলির বাসিন্দা বীরু দাসের । পরিবারের তরফে জানা যায়, ঝামেলার সূত্রপাত পণ নিয়ে । কথা হয়েছিল 20,000 টাকা পণ দেওয়া হবে । কিন্তু সপ্তাহখানেক আগে পাত্রের বাড়ির তরফে আরও পাঁচ হাজার টাকা দাবি করা হয় । প্রথমে 25,000 টাকা দিতে না পারার কথা জানালেও শেষ পর্যন্ত রাজি হয় মেয়ের পরিবার । কিন্তু গতকাল বিয়ের সন্ধ্যায় আবার বেঁকে বসে পাত্রপক্ষ । হঠাৎই ফোন করে তারা জানায় বিয়ের জন্য পুরোহিত পাওয়া যাচ্ছে না । পরে সেসব মিটিয়ে রাত দেড়টা নাগাদ বিয়ে বাড়িতে পৌঁছায় তারা । এরপর প্রথমে নাচানাচির দাবি, পরে নানা অদ্ভুত আচরণ করে তারা । অভিযোগ, গালিগালাজও করা হয় মেয়ের বাড়ির লোকজনকে । মাঝে বরকে একা রেখে পালাতে উদ্যত হয় বরের বাড়ির লোকজন । বহু কষ্টে তাদের ফেরানো হলেও এবার খাবার পরিবেশনকারীদের সঙ্গে ঝামেলা শুরু করে । খাবারের টেবিলে জল ফেলে, ঝাড়বাতি ভেঙে লোকজনকে মারধর করতে শুরু করে তারা ।

ভিডিয়োয় শুনুন কনের দিদির বক্তব্য

এবার ঘটনায় নয়া মোড় । স্বয়ং বর বিয়ের পিঁড়িতে বসা কনেকে লাথি মেরে আসর ছেড়ে উঠে যায় । বিষয়টি নিয়ে সরব হন প্রতিবেশীরা । পাত্র সহ মোট আটজনকে আটকে রাখেন তারা । ক্ষতিপূরণ না দিলে তাদের ছাড়া হবে না বলে জানিয়ে দেওয়া হয় । খবর দেওয়া হয় পুলিশে । পরে পুলিশ এসে বরযাত্রীদের উদ্ধার করে ।

ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

Intro:বিয়ে বাড়ীতে বরযাত্রী দের তাণ্ডবে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল বিয়ের আসর। বিয়ের আসরে ভাঙচুরের পাশাপাশি খাবার প্যান্ডেলে ও ভাঙচুর চালায় বরযাত্রীরা। পাত্রীর বুকে ও লাথি মারার অভিযোগ ওঠে খোদ পাত্রের বিরুদ্ধে। এরপর গ্রামবাসীরা রুখে দাড়ালে পালিয়ে যায় বরযাত্রীরা। কিন্তু পাত্র সহ মোট আটজনকে আটকে রাখে কন্যা পক্ষ। ক্ষতিপূরণ না দিলে তাদের ছাড়া হবে না বলে জানিয়ে দেন তারা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার জয়রাম খালি গ্রামে। এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়।
ক্যানিং এর জয়রাম খালির বাসিন্দা উর্মিলার সাথে বিয়ে ঠিক হয়েছিল সোনারপুর থানার বন হুগলির বাসিন্দা বীরু দাসের।Body:পরিবার সূত্রে খবর বিয়ে করতে এসে পঁচিশ হাজার টাকা পন চায়। অভাবের সংসারে 25000 টাকা দিতে না পারার কথা বললেই অশান্তির সূত্রপাত শুরু হয়। পরে বরপক্ষ বেঁকে বসেছে দেখে ধারদেনা করে দেওয়ার কথা বলেছিল কনেপক্ষ। এই ঘটনাকে কেন্দ্র করেই মূলত ঝামেলা সৃষ্টি হয়। পরে বরপক্ষ মন্ডপে ভাংচুরের পাশাপাশি খাদ্য পরিবেশনের দায়িত্বে যারা ছিল তাদেরকে মারধর করে বলে অভিযোগ। এদিন অনেক বেলা পর্যন্ত সবাইকে আটকে রাখা হয়। পরে পুলিশের হাতে তুলে দেয়া হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।Conclusion:Intro ও body তে কপি দিলাম
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.