ETV Bharat / state

CBI at TMC Leader House: নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল নেতার বাড়িতে সিবিআই হানা - Recruitment Scam

ভাঙড়ে তৃণমূল নেতার বাড়িতে হানা দিল সিবিআই (CBI at Bhangar TMC Leader House) ৷ সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত থাকার সন্দেহে ভাঙড় 1 ব্লকের তৃণমূল সভাপতির বাড়িতে রবিবার সিবিআই গোয়েন্দারা তল্লাশি চালায় ৷

CBI at Bhangar TMC Leader House ETV BHARAT
CBI at Bhangar TMC Leader House
author img

By

Published : Feb 20, 2023, 1:12 PM IST

ভাঙড় (দক্ষিণ 24 পরগনা), 20 ফেব্রুয়ারি: নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই-এর আতস কাঁচের তলায় ভাঙড়ের তৃণমূল নেতা (CBI Raids at TMC Leader House in Bhangar) ৷ ভাঙড়-1 ব্লকের তৃণমূল সভাপতি শাহজাহান মোল্লার বাড়িতে রবিবার বিকেলে হানা দেন সিবিআই আধিকারিকরা ৷ জানা গিয়েছে, ভাঙড়ে তাঁর দু’টি বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই ৷ সেই সঙ্গে প্রায় সাড়ে 3 ঘণ্টা জিজ্ঞাসাবাদও করা হয় নেতার পরিবারের সদস্যদের ৷ তবে, এই দীর্ঘ সময় তল্লাশি ও জিজ্ঞাসাবাদের সময় বাড়িতে ছিলেন না শাজাহান মোল্লা ৷

সিবিআই সূত্রে খবর, রবিবার বিকেল 4টের সময় দক্ষিণ 24 পরগনার ভাঙড়-1 ব্লকের চন্দনেশ্বরে তৃণমূল ব্লক সভাপতি শাহজাহান মোল্লার বাড়িতে হানা দেয় একটি দল ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা তৃণমূল নেতার দু’টি বাড়িতে তল্লাশি চালিয়েছে ৷ জানা গিয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শাহজাহান মোল্লার বাড়িতে এই তল্লাশি চালানো হয়েছে বলে খবর ৷ সিবিআই অভিযানের সময় বাড়িতে ছিলেন না-ভাঙড়ের এই দাপুটে তৃণমূল নেতা ৷ তাঁকে না পেয়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই ৷

সিবিআই সূত্রে খবর, শাহজাহান মোল্লার ছেলেকে প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ শাসক নেতার আয়-ব্যয় থেকে শুরু করে নিয়োগ দুর্নীতিতে তিনি কী ভূমিকা নিয়েছিলেন এবং কোথায় কোথায় তাঁর সম্পত্তি রয়েছে ? এমন একাধিক প্রশ্ন করা হয় শাহজাহান মোল্লার ছেলেকে ৷ সিবিআই আধিকারিকরা প্রথমে শাহজাহান মোল্লার পৈত্রিক বাড়িতে তল্লাশি চালায় ৷ এরপর সেখান থেকে কিছুটা দূরে তাঁর নতুন তৈরি হওয়া তিনতলা বাড়িতেও হানা দেয় সিবিআই ৷ সেখানেও বেশ কয়েকঘণ্টা খানা-তল্লাশি চলে ৷

আরও পড়ুন: প্রাসাদোপম 2 বাড়ি, দাপুটে তৃণমূল নেতা শাহিদের গ্রেফতারিতে সরগরম আরামবাগ

উল্লেখ্য, শাহজাহান মোল্লার নতুন বাড়ির একতলায় একটি নির্মাণ সামগ্রীর পেল্লাই দোকান রয়েছে ৷ ওই বাড়ি তৈরির টাকা কোথা থেকে এসেছে, তাও খতিয়ে দেখছেন সিবিআইয়ের আধিকারিকরা ৷ তবে, সিবিআই এর তল্লাশি নিয়ে কোনও কথা বলতে চাননি ভাঙড়ের তৃণমূল নেতার পরিবারের সদস্যরা ৷ অন্যদিকে, ব্লক সভাপতির বাড়িতে সিবিআই তল্লাশির খবর পেয়ে বহু তৃণমূল নেতা-কর্মী বাড়ির সামনে জমায়েত করে ৷ কিন্তু, সিবিআই এর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনী আগেই ওই দু’টি বাড়ি ও তার আশেপাশের এলাকা ঘিরে ফেলেছিল ৷ ফলে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি ৷

ভাঙড় (দক্ষিণ 24 পরগনা), 20 ফেব্রুয়ারি: নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই-এর আতস কাঁচের তলায় ভাঙড়ের তৃণমূল নেতা (CBI Raids at TMC Leader House in Bhangar) ৷ ভাঙড়-1 ব্লকের তৃণমূল সভাপতি শাহজাহান মোল্লার বাড়িতে রবিবার বিকেলে হানা দেন সিবিআই আধিকারিকরা ৷ জানা গিয়েছে, ভাঙড়ে তাঁর দু’টি বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই ৷ সেই সঙ্গে প্রায় সাড়ে 3 ঘণ্টা জিজ্ঞাসাবাদও করা হয় নেতার পরিবারের সদস্যদের ৷ তবে, এই দীর্ঘ সময় তল্লাশি ও জিজ্ঞাসাবাদের সময় বাড়িতে ছিলেন না শাজাহান মোল্লা ৷

সিবিআই সূত্রে খবর, রবিবার বিকেল 4টের সময় দক্ষিণ 24 পরগনার ভাঙড়-1 ব্লকের চন্দনেশ্বরে তৃণমূল ব্লক সভাপতি শাহজাহান মোল্লার বাড়িতে হানা দেয় একটি দল ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা তৃণমূল নেতার দু’টি বাড়িতে তল্লাশি চালিয়েছে ৷ জানা গিয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শাহজাহান মোল্লার বাড়িতে এই তল্লাশি চালানো হয়েছে বলে খবর ৷ সিবিআই অভিযানের সময় বাড়িতে ছিলেন না-ভাঙড়ের এই দাপুটে তৃণমূল নেতা ৷ তাঁকে না পেয়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই ৷

সিবিআই সূত্রে খবর, শাহজাহান মোল্লার ছেলেকে প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ শাসক নেতার আয়-ব্যয় থেকে শুরু করে নিয়োগ দুর্নীতিতে তিনি কী ভূমিকা নিয়েছিলেন এবং কোথায় কোথায় তাঁর সম্পত্তি রয়েছে ? এমন একাধিক প্রশ্ন করা হয় শাহজাহান মোল্লার ছেলেকে ৷ সিবিআই আধিকারিকরা প্রথমে শাহজাহান মোল্লার পৈত্রিক বাড়িতে তল্লাশি চালায় ৷ এরপর সেখান থেকে কিছুটা দূরে তাঁর নতুন তৈরি হওয়া তিনতলা বাড়িতেও হানা দেয় সিবিআই ৷ সেখানেও বেশ কয়েকঘণ্টা খানা-তল্লাশি চলে ৷

আরও পড়ুন: প্রাসাদোপম 2 বাড়ি, দাপুটে তৃণমূল নেতা শাহিদের গ্রেফতারিতে সরগরম আরামবাগ

উল্লেখ্য, শাহজাহান মোল্লার নতুন বাড়ির একতলায় একটি নির্মাণ সামগ্রীর পেল্লাই দোকান রয়েছে ৷ ওই বাড়ি তৈরির টাকা কোথা থেকে এসেছে, তাও খতিয়ে দেখছেন সিবিআইয়ের আধিকারিকরা ৷ তবে, সিবিআই এর তল্লাশি নিয়ে কোনও কথা বলতে চাননি ভাঙড়ের তৃণমূল নেতার পরিবারের সদস্যরা ৷ অন্যদিকে, ব্লক সভাপতির বাড়িতে সিবিআই তল্লাশির খবর পেয়ে বহু তৃণমূল নেতা-কর্মী বাড়ির সামনে জমায়েত করে ৷ কিন্তু, সিবিআই এর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনী আগেই ওই দু’টি বাড়ি ও তার আশেপাশের এলাকা ঘিরে ফেলেছিল ৷ ফলে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.