ETV Bharat / state

Calcutta High Court: ডায়মন্ড হারবারের সভা ঘিরে একাধিক এফআইআর, হাইকোর্টের রক্ষাকবচ বিজেপি নেতাদের - বিজেপি

গত 3 ডিসেম্বর দক্ষিণ 24 পরগনার (South 24 Parganas) ডায়মন্ড হারবারে সভা করেন বিরোধী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ ওই সভায় আসার পথে বিজেপি (BJP) কর্মীদের আটকানো হয় বলে অভিযোগ ওঠে ৷ সেই কর্মীদের ছাড়াতে অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির একাধিক নেতা যান ৷ তার জেরে বিজেপি নেতাদের বিরুদ্ধে একাধিক এফআইআর হয় ৷ সেই নিয়েই বিজেপি নেতাদের রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷

calcutta-high-court-granted-protection-bjp-leaders-from-fir-which-filed-in-diamond-harbour
Calcutta High Court: ডায়মন্ড হারবারের সভা ঘিরে একাধিক এফআইআর, হাইকোর্টের রক্ষাকবচ বিজেপি নেতাদের
author img

By

Published : Dec 9, 2022, 12:45 PM IST

Updated : Dec 9, 2022, 2:15 PM IST

কলকাতা, 9 ডিসেম্বর: দক্ষিণ 24 পরগনার (South 24 Parganas) ডায়মন্ড হারবারে (Diamond Harbour) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভায় যাওয়ার পথে বিধায়ক অগ্নিমিত্রা পাল-সহ (Agnimitra Paul) একাধিক বিজেপি (BJP) নেতাকে হেনস্তার অভিযোগ উঠেছিল । কিন্তু তাঁদের বিরুদ্ধেই পুলিশ একাধিক এফআইআর দায়ের করে । সেই এফআইআর খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি নেতৃত্ব । সেই মামলাতেই শুক্রবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থার আদেশ, অগ্নিমিত্রা পাল-সহ বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না । 16 জানুয়ারি পর্যন্ত এই রক্ষাকবচ ওই বিজেপি নেতারা পাবেন ৷ আদালত জানিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি 5 জানুয়ারি ।

মামলাকারীদের তরফে আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, "কিছু দুষ্কৃতি ঢুকে মঞ্চ ভেঙে দেয় । অভিযোগ জানানো হলে কোনও ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ । পাশাপাশি বিজেপি নেতৃত্ব-সহ কর্মীদের বিরুদ্ধে এফআইআর করা হয় । উস্তিতে তিনটে এবং কুলপিতে দু’টো এফআইআর দায়ের করা হয় ।"

পাশাপাশি শুভেন্দু অধিকারীর ডায়মন্ড হারবারের সভায় যাওয়ার পথে অগ্নিমিত্রা পাল-সহ অন্যান্য বিজেপি নেতৃত্বকে হেনস্থা করা হয় । পুলিশ সহযোগিতা না করে শাসক দলের পক্ষপাতমূলক আচরণ করেছে । উল্লেখ্য, ডায়মন্ড হারবারে বিরোধী দলনেতার সভা ভেস্তে দেওয়ার চক্রান্ত করেছে পুলিশ বলে আগেই অভিযোগ তুলেছিল বিজেপি । পুলিশ সহযোগিতা করছে না বলে অভিযোগ তুলেছিল ।

আরও পড়ুন: 24 ঘণ্টার মধ্যে মেডিক্যাল কলেজের অচলাবস্থা কাটানোর নির্দেশ হাইকোর্টের

কলকাতা, 9 ডিসেম্বর: দক্ষিণ 24 পরগনার (South 24 Parganas) ডায়মন্ড হারবারে (Diamond Harbour) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভায় যাওয়ার পথে বিধায়ক অগ্নিমিত্রা পাল-সহ (Agnimitra Paul) একাধিক বিজেপি (BJP) নেতাকে হেনস্তার অভিযোগ উঠেছিল । কিন্তু তাঁদের বিরুদ্ধেই পুলিশ একাধিক এফআইআর দায়ের করে । সেই এফআইআর খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি নেতৃত্ব । সেই মামলাতেই শুক্রবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থার আদেশ, অগ্নিমিত্রা পাল-সহ বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না । 16 জানুয়ারি পর্যন্ত এই রক্ষাকবচ ওই বিজেপি নেতারা পাবেন ৷ আদালত জানিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি 5 জানুয়ারি ।

মামলাকারীদের তরফে আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, "কিছু দুষ্কৃতি ঢুকে মঞ্চ ভেঙে দেয় । অভিযোগ জানানো হলে কোনও ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ । পাশাপাশি বিজেপি নেতৃত্ব-সহ কর্মীদের বিরুদ্ধে এফআইআর করা হয় । উস্তিতে তিনটে এবং কুলপিতে দু’টো এফআইআর দায়ের করা হয় ।"

পাশাপাশি শুভেন্দু অধিকারীর ডায়মন্ড হারবারের সভায় যাওয়ার পথে অগ্নিমিত্রা পাল-সহ অন্যান্য বিজেপি নেতৃত্বকে হেনস্থা করা হয় । পুলিশ সহযোগিতা না করে শাসক দলের পক্ষপাতমূলক আচরণ করেছে । উল্লেখ্য, ডায়মন্ড হারবারে বিরোধী দলনেতার সভা ভেস্তে দেওয়ার চক্রান্ত করেছে পুলিশ বলে আগেই অভিযোগ তুলেছিল বিজেপি । পুলিশ সহযোগিতা করছে না বলে অভিযোগ তুলেছিল ।

আরও পড়ুন: 24 ঘণ্টার মধ্যে মেডিক্যাল কলেজের অচলাবস্থা কাটানোর নির্দেশ হাইকোর্টের

Last Updated : Dec 9, 2022, 2:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.