ETV Bharat / state

বিষ্ণুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে ওলটাল বাস - amtala

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ল বাস । দুর্ঘটনাটি বিষ্ণুপুরের ডায়মন্ড হারবার 117 নম্বর জাতীয় সড়কের । 40 জন যাত্রীর মধ্যে আহত বেশ কয়েকজন । আমতলা গ্রামীণ হাসপাতালে আহতরা চিকিৎসাধীন । তদন্তে নেমেছে পুলিশ ।

উল্টে যাওয়া বাসটি
author img

By

Published : Jun 23, 2019, 2:43 PM IST

Updated : Jun 23, 2019, 5:57 PM IST

বিষ্ণুপুর, 23 জুন : বিষ্ণুপুরে 117 নম্বর ডায়মন্ড হারবার জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ল যাত্রীবোঝাই বাস । বাসের 40 জন যাত্রীর মধ্যে আহত 5-10 জন । সকলেই চিকিৎসাধীন স্থানীয় আমতলা গ্রামীণ হাসপাতালে ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় 40 জনের বেশি যাত্রীবোঝাই একটি বাস ডায়মন্ড হারবারের দিক থেকে কলকাতার দিকে আসছিল । অন্যদিকে কলকাতার দিক থেকে একটি গাড়ি ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছিল ৷ ডায়মন্ড হারবারগামী গাড়িটিকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে নয়নজুলিতে পড়ে যায় বাসটি । আহত হয় 5-10 জন । স্থানীয়বাসিন্দারা আহতদের আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । বর্তমানে সকলেই সেখানে চিকিৎসাধীন ।

দেখুন ভিডিয়ো

অন্যদিকে, বাসটির চালক পলাতক । ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ ।

বিষ্ণুপুর, 23 জুন : বিষ্ণুপুরে 117 নম্বর ডায়মন্ড হারবার জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ল যাত্রীবোঝাই বাস । বাসের 40 জন যাত্রীর মধ্যে আহত 5-10 জন । সকলেই চিকিৎসাধীন স্থানীয় আমতলা গ্রামীণ হাসপাতালে ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় 40 জনের বেশি যাত্রীবোঝাই একটি বাস ডায়মন্ড হারবারের দিক থেকে কলকাতার দিকে আসছিল । অন্যদিকে কলকাতার দিক থেকে একটি গাড়ি ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছিল ৷ ডায়মন্ড হারবারগামী গাড়িটিকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে নয়নজুলিতে পড়ে যায় বাসটি । আহত হয় 5-10 জন । স্থানীয়বাসিন্দারা আহতদের আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । বর্তমানে সকলেই সেখানে চিকিৎসাধীন ।

দেখুন ভিডিয়ো

অন্যদিকে, বাসটির চালক পলাতক । ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ ।

sample description
Last Updated : Jun 23, 2019, 5:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.