মহেশতলা, 2 জানুয়ারি : করোনা আবহের মধ্যে নির্বিঘ্নে সম্পন্ন হল ডায়মন্ডহারবার এমপি কাপ 2021 (Mp Cup 2021)। মহেশতলা বাটা স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হয়। এমপি কাপের ফাইনালে মুখোমুখি হয় ডায়মন্ডহারবার বিধানসভা ও বজবজ বিধানসভা। চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ফাইনালে উপস্থিত ছিলেন মহেশতলার বিধায়ক দুলাল দাস, ফলতার বিধায়ক শঙ্কর নস্কর, বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল, বাবুল সুপ্রিয় সহ একাধিক তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্বরা।
ডায়মন্ডহারবার এমপি কাপ শুরু হয়েছিল গত 10 ডিসেম্বর ৷ শনিবার ফাইনাল অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্যায়ের এই খেলায় ডায়মন্ডহারবার বিধানসভাকে হারিয়ে জয়লাভ করে বজবজ বিধানসভা। এই খেলার মূল আকর্ষণ ছিলেন দুই বিখ্যাত ফুটবলার ৷ ডায়মন্ডহারবার বিধানসভার হয়ে মাঠে খেলতে নামেন কিংবদন্তি ফুটবলার বাইচুং ভুটিয়া। অন্যদিকে বজবজ বিধানসভার হয়ে মাঠে নামেন ইস্টবেঙ্গলের কিংবদন্তি ফুটবলার অ্যালভিটো।
আরও পড়ুন: নতুন বছরে সম্প্রীতির বার্তা দিতে সোনারপুরে 'অকাল বোধন'
খেলা সমাপ্তির পর বজবজ বিধানসভার খেলোয়াড়দের সুদৃশ্য টুপি উপহার দেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন বিখ্যাত সঙ্গীতশিল্পীরা ৷ শান, আকৃতি কক্কর, বাবুল সুপ্রিয় সঙ্গীত পরিবেশন করেন।