ডায়মন্ড হারবার, 16 নভেম্বর: যমের দুয়ারে কাঁটা পড়ার প্রার্থনা করার দিনই ভাইকে হারালেন দিদি! খোদ দিদির বাড়িতে ফোঁটা নিতে এসে পারিবারিক বিবাদে জড়িয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ভাইয়ের ৷ দিদিকে বাঁচাতে গিয়েই ভাইফোঁটার দিনে প্রাণ গেল ভাইয়ের ৷ বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার থানার অন্তর্গত কুলেশ্বর এলাকায় । মৃত যুবকের নাম মিঠুন সর্দার ৷ বাড়ি উস্তি থানার সাতঘরা এলাকায় । এই ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ ৷ ঘটনার পর থেকে পলাতক থাকলেও পুলিশের স্পেশাল টিম মবল অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ এই ঘটনায় মৃতের স্ত্রী অভিযুক্তদের ফাঁসির দাবি করেছেন ৷
বুধবার ভাইফোঁটা উপলক্ষে কুলেশ্বরে দিদির বাড়ি এসেছিলেন মিঠুন ৷ ভাইফোঁটার পর্ব মিটে যাওয়ার পর দিদির সঙ্গে গল্প করছিলেন। আরও 5 ভাইও ছিলেন অনুষ্ঠানে। সকলের সঙ্গে খাওয়া-দাওয়া থেকে শুরু করে সারাদিন আনন্দেই কাটছিল ৷ রাত হতেই ছন্দপতন ! ভাসুরের ছেলে পরেশ মণ্ডলের সঙ্গে হঠাৎ করে জমি নিয়ে বিবাদ শুরু হয় দিদির ।
সেই সময় হঠাৎ অভিযুক্ত পরেশ বন্দুক বের করে গুলি চালায় । দিদিকে বাঁচাতে এগিয়ে যেতেই মিঠুনের বুকে পরপর দুটি গুলি লাগে ৷ আহত অবস্থায় মিঠুনকে তড়িঘড়ি ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় । বেশ কয়েকঘণ্টা চিকিৎসার পর ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালেই মৃত্যু হয় মিঠুনের । ঘটনার পর থেকেই খোঁজ মিলছিল না পরেশের ।
পলাতক অভিযুক্তকে ধরতে ডায়মন্ড হারবারের এসডিপিও মিথুন কুমারদের নেতৃত্বে একটি স্পেশাল দল গঠন করা হয় । তাতেই মেলে সাফল্য । পলাতক অভিযুক্ত পরেশ মণ্ডলকে গোপন আস্তানা থেকে গ্রেফতার করে ডায়মন্ড হারবার থানার পুলিশ । অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে । তার কাছে কীভাবে আগ্নেয়াস্ত্র এল তার তদন্ত শুরু করেছে পুলিশ ।
আরও পড়ুন :
1 বটতলা থেকে সিঁথি-থানার লকআপে রহস্য-মৃত্যুতে বারবার অস্বস্তিতে লালবাজার
2 সম্পত্তি নিয়ে বিবাদ, ধারাল অস্ত্রের কোপে দাদাকে খুন করল ভাই !
3 সম্পত্তি নিয়ে বিবাদ, গর্ভবতীকে খুনে অভিযুক্ত বাবা ও দুই ভাই