ETV Bharat / state

Makar Sankranti at Gangasagar Mela 2022 : পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগরে বাড়ল ভিড়, শিকেয় উঠল করোনা বিধি - মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলার ছবি

কোথায় হাইকোর্টের নির্দেশ ? কোথায় করোনা বিধি ? কোথায় মাস্ক ? ফুৎকারে সেসব বিধি নিষেধ উড়িয়ে মকর সংক্রান্তিতে ভিড় উপচে পড়ল গঙ্গাসাগরে (gangasagar mela in makar sankranti) ৷

gangasagar
করোনা বিধি শিকেয় তুলে সংক্রান্তিতে ভিড় সাগর মেলায়
author img

By

Published : Jan 14, 2022, 10:47 PM IST

গঙ্গাসাগর, 14 জানুয়ারি : হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে মকর সংক্রান্তিতে ভিড় উপচে পড়ল গঙ্গাসাগরে (gangasagar mela 2022) ৷ সামাজিক দূরত্ব তো দূর অস্ত, মাস্কহীন মুখের ভিড়ই চোখে পড়ল বেশি ৷

মাস্ক না পড়েই চলছে স্নান, কেনাকাটা, ঘোরাফেরা ও খাওয়াদাওয়া ৷ মুখে মাস্ক নেই কেন, জিজ্ঞাসা করতেই একাধিক অজুহাত ৷ কেউ বলছেন কথা বলছি বলে খুলে রেখেছি, কেউ বলছেন স্নানে যাচ্ছি বলে খুলে রেখেছি তো কেউ আবার প্রকাশ্যে মিথ্যে করে বললেন 'একটু আগেই মাস্কটা পড়ে গেল রাস্তায়' ৷

একদিকে মাইকে চলছে করোনা বিধি মেনে চলার জন্য সচেতনতার প্রচার আর একদিকে মাস্কহীন মানুষের ভিড় রাস্তায় ৷ মাইকিংয়ের আওয়াজ যেন কারও কানেই পৌঁছচ্ছে না ৷ চোখে পড়ল না কোনও পুলিশি পদক্ষেপও ৷

সাগরমেলায় এসে ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন অনেক পুণ্যার্থী ৷ তারপরেও মকর সংক্রান্তিতে কীভাবে এতটা উদাসীন প্রশাসন ?

করোনা বিধি শিকেয় তুলে সংক্রান্তিতে ভিড় সাগর মেলায়

পুণ্যার্থী থেকে ক্রেতা-বিক্রেতাদের মুখে মাস্ক নেই সে কথা স্বীকার করে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মণ্ডল জানান, প্রশাসনের তরফে সচেতনতার প্রচার চালানো হচ্ছে ৷ তার মধ্যে 90 শতাংশ মানুষের মুখে মাস্ক রয়েছে ৷

কিন্তু মকর সংক্রান্তির গঙ্গাসাগরের ছবি কি আদৌ তা বলছে ? করোনা বিধি উপেক্ষা করে এই মেলা অবার সংক্রমণ বৃদ্ধিতে অনুঘটকের কাজ করবে না তো ?

আরও পড়ুন : Gangasagar Mela 2022 : গঙ্গাসাগরে করোনা আক্রান্ত 13, রয়েছেন সেফ হোমে

গঙ্গাসাগর, 14 জানুয়ারি : হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে মকর সংক্রান্তিতে ভিড় উপচে পড়ল গঙ্গাসাগরে (gangasagar mela 2022) ৷ সামাজিক দূরত্ব তো দূর অস্ত, মাস্কহীন মুখের ভিড়ই চোখে পড়ল বেশি ৷

মাস্ক না পড়েই চলছে স্নান, কেনাকাটা, ঘোরাফেরা ও খাওয়াদাওয়া ৷ মুখে মাস্ক নেই কেন, জিজ্ঞাসা করতেই একাধিক অজুহাত ৷ কেউ বলছেন কথা বলছি বলে খুলে রেখেছি, কেউ বলছেন স্নানে যাচ্ছি বলে খুলে রেখেছি তো কেউ আবার প্রকাশ্যে মিথ্যে করে বললেন 'একটু আগেই মাস্কটা পড়ে গেল রাস্তায়' ৷

একদিকে মাইকে চলছে করোনা বিধি মেনে চলার জন্য সচেতনতার প্রচার আর একদিকে মাস্কহীন মানুষের ভিড় রাস্তায় ৷ মাইকিংয়ের আওয়াজ যেন কারও কানেই পৌঁছচ্ছে না ৷ চোখে পড়ল না কোনও পুলিশি পদক্ষেপও ৷

সাগরমেলায় এসে ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন অনেক পুণ্যার্থী ৷ তারপরেও মকর সংক্রান্তিতে কীভাবে এতটা উদাসীন প্রশাসন ?

করোনা বিধি শিকেয় তুলে সংক্রান্তিতে ভিড় সাগর মেলায়

পুণ্যার্থী থেকে ক্রেতা-বিক্রেতাদের মুখে মাস্ক নেই সে কথা স্বীকার করে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মণ্ডল জানান, প্রশাসনের তরফে সচেতনতার প্রচার চালানো হচ্ছে ৷ তার মধ্যে 90 শতাংশ মানুষের মুখে মাস্ক রয়েছে ৷

কিন্তু মকর সংক্রান্তির গঙ্গাসাগরের ছবি কি আদৌ তা বলছে ? করোনা বিধি উপেক্ষা করে এই মেলা অবার সংক্রমণ বৃদ্ধিতে অনুঘটকের কাজ করবে না তো ?

আরও পড়ুন : Gangasagar Mela 2022 : গঙ্গাসাগরে করোনা আক্রান্ত 13, রয়েছেন সেফ হোমে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.