ETV Bharat / state

মিমির রোড শো-তে প্রায় 100 বাইকের মিছিল, বিধিভঙ্গের অভিযোগ - camping

তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তীর প্রচারে প্রায় 100টি বাইক ও বেশিরভাগ বাইক আরোহী হেলমেট বিহীনভাবে মিছিলে থাকায় বিরোধীরা নির্বাচন বিধি ভাঙার অভিযোগ তোলেন ।

মিমি চক্রবর্তীর প্রচার
author img

By

Published : Apr 27, 2019, 12:42 PM IST

Updated : Apr 27, 2019, 1:34 PM IST

ভাঙড়, 27 এপ্রিল : মিমি চক্রবর্তীর রোড শোতে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ । আজ সকালে যাদবপুর লোকসভা কেন্দ্রে রোড শো করেন মিমি । তাঁর সমর্থনে প্রচারে ছিল প্রায় 100 বাইক । বাইক আরোহীরা অনেকেই হেলমেটহীন ছিলেন । তাই, বিরোধীরা নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তোলে ।

আজ ভোজেরহাট থেকে মিছিল শুরু হয় । মিমির গাড়ির সামনে পায়ে হেঁটে নেতৃত্ব দেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অহিদুল ইসলাম এবং আরাবুল পুত্র হাকিমুল ইসলাম । পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী ও আরাবুল ইসলামসহ অন্য তৃণমূল নেতারা মিমির সাথে গাড়িতেই ছিলেন । তাছাড়া এই মিছিলে প্রায় 100টি বাইক ছিল । কিন্তু নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোট প্রচারে ছোটো-বড় মিলিয়ে দশটার বেশি গাড়ি থাকতে পারে না । সেই নিয়মের তোয়াক্কা না করেই বাইক মিছিল হয় বলে দাবি বিরোধীদের ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনকারীদের উদ্যোগে বামফ্রন্ট প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সমর্থনে বাইক মিছিল আটকে ছিল পুলিশ । কিন্তু আজ মিমির বাইক মিছিল হওয়ায় প্রশ্ন তুলছে পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনকারীরা । যদিও তৃণমূল নেতৃত্বের দাবি আজ প্রচারে কোনও বাইক ছিল না । মিমির রোড-শোর পিছনে রাস্তার বাইক আটকে পড়েছিল । তাই নিয়েই বিরোধীরা কথা বলছে । যদিও বিরোধী নেতারা অভিযোগ করেন, বাইক আরোহীদের মাথায় তৃণমূলের টুপি ছিল । তাহলে তারা বাইরের কী করে হল ?

এবিষয়ে মিমির প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

ভাঙড়, 27 এপ্রিল : মিমি চক্রবর্তীর রোড শোতে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ । আজ সকালে যাদবপুর লোকসভা কেন্দ্রে রোড শো করেন মিমি । তাঁর সমর্থনে প্রচারে ছিল প্রায় 100 বাইক । বাইক আরোহীরা অনেকেই হেলমেটহীন ছিলেন । তাই, বিরোধীরা নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তোলে ।

আজ ভোজেরহাট থেকে মিছিল শুরু হয় । মিমির গাড়ির সামনে পায়ে হেঁটে নেতৃত্ব দেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অহিদুল ইসলাম এবং আরাবুল পুত্র হাকিমুল ইসলাম । পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী ও আরাবুল ইসলামসহ অন্য তৃণমূল নেতারা মিমির সাথে গাড়িতেই ছিলেন । তাছাড়া এই মিছিলে প্রায় 100টি বাইক ছিল । কিন্তু নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোট প্রচারে ছোটো-বড় মিলিয়ে দশটার বেশি গাড়ি থাকতে পারে না । সেই নিয়মের তোয়াক্কা না করেই বাইক মিছিল হয় বলে দাবি বিরোধীদের ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনকারীদের উদ্যোগে বামফ্রন্ট প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সমর্থনে বাইক মিছিল আটকে ছিল পুলিশ । কিন্তু আজ মিমির বাইক মিছিল হওয়ায় প্রশ্ন তুলছে পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনকারীরা । যদিও তৃণমূল নেতৃত্বের দাবি আজ প্রচারে কোনও বাইক ছিল না । মিমির রোড-শোর পিছনে রাস্তার বাইক আটকে পড়েছিল । তাই নিয়েই বিরোধীরা কথা বলছে । যদিও বিরোধী নেতারা অভিযোগ করেন, বাইক আরোহীদের মাথায় তৃণমূলের টুপি ছিল । তাহলে তারা বাইরের কী করে হল ?

এবিষয়ে মিমির প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

Intro:ভাঙড়ে নির্বাচন বিধি ভেঙে ভোট প্রচার মিমির।Body:নির্বাচন বিধি ভাঙার অভিযোগ মিমি চক্রবর্তীর বিরুদ্ধে।

ভাঙড়: মিমি চক্রবর্তীর ভোট প্রচারে বাইক মিছিল এর অভিযোগ। এদিন সকালে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তীর রোড শোয়ের ব্যবস্থা করে। ব্লক তৃণমূল নেতৃত্ব থেকে হুড খোলা গাড়িতে করে প্রচার শুরু করেন মিমি চক্রবর্তী। মিমিকে দেখতে রাস্তায় ভিড় জমায় তার অনুগামীরা। বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে তাকে উদ্দেশ্য করে ফুল বৃষ্টি করে। এদিন ভোজেরহাট থেকে মিছিল শুরুর পরে মিমির গাড়ির সামনে পায়ে হেঁটে নেতৃত্ব দেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অহিদুল ইসলাম এবং আরাবুল পুত্র হাকীমুল ইসলাম। দক্ষিণ 24 পরগনার জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী ও আরাবুল ইসলাম সহ অন্য তৃণমূল নেতৃত্ব মিমির গাড়িতেই ভোট প্রচার করেন। ভোজেরহাট থেকে এই রোড শো শুরু হলে মিছিলের সামনে পায়ে হেঁটে কিছু কর্মী সমর্থক থাকলেও মিমির গাড়ির পিছনে প্রায় একশো বাইক ছিল। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোট প্রচারে ছোট বড় মিলিয়ে দশটার বেশি গাড়ি থাকতে পারেনা।কিন্তু নির্বাচন বিধির তোয়াক্কা না করে এদিন বাইক মিছিল হয় বলে দাবি বিরোধীদের। পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলন কারীদের উদ্যোগে বামফ্রন্ট প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সমর্থনে বাইক মিছিল আটকে ছিল পুলিশ। এদিন মিমির বাইক মিছিল হওয়ায় প্রশ্ন তুলছে পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনকারীরা। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি এদিন মিমির রোড শো এ কোন বাইক মিছিল হয়নি। মিমির রোড শো এর পিছনে রাস্তায় চলতে থাকা বাইক আটকে পড়েছিল। তাই নিয়েই বিরোধীরা কথা বলছে। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি উড়িয়ে বিরোধীদের দাবি যে সমস্ত বাইক মিমির প্রচার গাড়ির পিছনে ছিল বেশিরভাগ বাইক আরোহীর মাথায় তৃণমূলের টুপি ছিল। এছাড়াও দলীয় প্রতীক ও ছিল।Conclusion:এই নিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মিমি চক্রবর্তী কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Last Updated : Apr 27, 2019, 1:34 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.