ভাঙড়, 27 এপ্রিল : মিমি চক্রবর্তীর রোড শোতে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ । আজ সকালে যাদবপুর লোকসভা কেন্দ্রে রোড শো করেন মিমি । তাঁর সমর্থনে প্রচারে ছিল প্রায় 100 বাইক । বাইক আরোহীরা অনেকেই হেলমেটহীন ছিলেন । তাই, বিরোধীরা নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তোলে ।
আজ ভোজেরহাট থেকে মিছিল শুরু হয় । মিমির গাড়ির সামনে পায়ে হেঁটে নেতৃত্ব দেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অহিদুল ইসলাম এবং আরাবুল পুত্র হাকিমুল ইসলাম । পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী ও আরাবুল ইসলামসহ অন্য তৃণমূল নেতারা মিমির সাথে গাড়িতেই ছিলেন । তাছাড়া এই মিছিলে প্রায় 100টি বাইক ছিল । কিন্তু নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোট প্রচারে ছোটো-বড় মিলিয়ে দশটার বেশি গাড়ি থাকতে পারে না । সেই নিয়মের তোয়াক্কা না করেই বাইক মিছিল হয় বলে দাবি বিরোধীদের ।
পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনকারীদের উদ্যোগে বামফ্রন্ট প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সমর্থনে বাইক মিছিল আটকে ছিল পুলিশ । কিন্তু আজ মিমির বাইক মিছিল হওয়ায় প্রশ্ন তুলছে পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনকারীরা । যদিও তৃণমূল নেতৃত্বের দাবি আজ প্রচারে কোনও বাইক ছিল না । মিমির রোড-শোর পিছনে রাস্তার বাইক আটকে পড়েছিল । তাই নিয়েই বিরোধীরা কথা বলছে । যদিও বিরোধী নেতারা অভিযোগ করেন, বাইক আরোহীদের মাথায় তৃণমূলের টুপি ছিল । তাহলে তারা বাইরের কী করে হল ?
এবিষয়ে মিমির প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।