ETV Bharat / state

Snake Bite Death : সাপের কামড়ে বালকের মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে

author img

By

Published : Sep 6, 2021, 3:40 PM IST

সাপের কামড়ে বালকের মৃত্যুতে হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ৷ দক্ষিণ 24 পরগনার মঠেরদিঘি হাসপাতালের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন মৃত বালক আনারুল মিস্ত্রির বাবা ৷ পুলিশ আনারুলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷

Boy dies for snake bite Allegations of medical negligence against hospital in Jivantala South 24 Pargana
সাপের কামড়ে বালকের মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে

জীবনতলা (দক্ষিণ 24 পরগনা), 6 সেপ্টেম্বর : চিকিৎসার গাফিলতির জেরে বালকের মৃত্যুর অভিযোগ ৷ দক্ষিণ 24 পরগনার মঠেরদিঘি ব্লক গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে এই অভিযোগ উঠল ৷ মৃত বালকের নাম আনারুল মিস্ত্রি ৷ রবিবার আনারুলকে সাপে কামড়ায় ৷ এর পর তাকে চিকিৎসার জন্য স্থানীয় মঠেরদিঘি ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ অভিযোগ, সেখানে কোনওরকম চিকিৎসা না করিয়ে দীর্ঘক্ষণ ফেলে রাখা হয় ৷ তার পর শারীরিক অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয় ৷ ক্যানিং নিয়ে যাওয়ার পথেই আনারুলের মৃত্যু হয় ৷

দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানার মঠেরদিঘি গ্রামের বাসিন্দা জিয়ারুল মিস্ত্রির ছেলে আনারুলকে গতকাল সাপে কামড়ায় ৷ মাঠে খেলার সময় তার পায় সাপে কামড়ায় ৷ সে বাড়িতে গিয়ে বিষয়টি জানায় ৷ তৎক্ষণাৎ তাকে মঠেরদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে আনারুলকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে নামমাত্র একটা ইনজেকশন দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের ৷ বারবার চিকিৎসককে জানালে তিনি কর্ণপাত করেননি বলে অভিযোগ ৷ বেশ কিছুক্ষণ ওইভাবে ফেলে রাখার পর আনারুল অচেতন হয়ে পড়লে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয় ৷

আর পড়ুন : Dilip Ghosh : ভবানীপুরের উপনির্বাচন নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলীপের

আনারুলের বাবার অভিযোগ তাঁর ছেলে মঠেরদিঘি হাসপাতালেই মারা গিয়েছিল ৷ নিজেদের দায় মুক্ত করতে আনারুলকে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয় ৷ কিন্তু, সেখানে নিয়ে গেলে চিকিৎসক আনারুলকে মৃত বলে ঘোষণা করেন ৷ এই ঘটনায় মঠেরদিঘি হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে মৃত আনারুলের পরিবার ৷ তাঁদের অভিযোগ, সঠিক সময়ে চিকিৎসা শুরু করলে আনারুল হয়তো বেঁচে যেত ৷ আনারুল মিস্ত্রির দেহ ক্যানিং থানার পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷

আর পড়ুন : Nipah virus : নিপা ভাইরাসের উৎসের খোঁজ শুরু কোঝিকোড়ে

জীবনতলা (দক্ষিণ 24 পরগনা), 6 সেপ্টেম্বর : চিকিৎসার গাফিলতির জেরে বালকের মৃত্যুর অভিযোগ ৷ দক্ষিণ 24 পরগনার মঠেরদিঘি ব্লক গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে এই অভিযোগ উঠল ৷ মৃত বালকের নাম আনারুল মিস্ত্রি ৷ রবিবার আনারুলকে সাপে কামড়ায় ৷ এর পর তাকে চিকিৎসার জন্য স্থানীয় মঠেরদিঘি ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ অভিযোগ, সেখানে কোনওরকম চিকিৎসা না করিয়ে দীর্ঘক্ষণ ফেলে রাখা হয় ৷ তার পর শারীরিক অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয় ৷ ক্যানিং নিয়ে যাওয়ার পথেই আনারুলের মৃত্যু হয় ৷

দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানার মঠেরদিঘি গ্রামের বাসিন্দা জিয়ারুল মিস্ত্রির ছেলে আনারুলকে গতকাল সাপে কামড়ায় ৷ মাঠে খেলার সময় তার পায় সাপে কামড়ায় ৷ সে বাড়িতে গিয়ে বিষয়টি জানায় ৷ তৎক্ষণাৎ তাকে মঠেরদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে আনারুলকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে নামমাত্র একটা ইনজেকশন দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের ৷ বারবার চিকিৎসককে জানালে তিনি কর্ণপাত করেননি বলে অভিযোগ ৷ বেশ কিছুক্ষণ ওইভাবে ফেলে রাখার পর আনারুল অচেতন হয়ে পড়লে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয় ৷

আর পড়ুন : Dilip Ghosh : ভবানীপুরের উপনির্বাচন নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলীপের

আনারুলের বাবার অভিযোগ তাঁর ছেলে মঠেরদিঘি হাসপাতালেই মারা গিয়েছিল ৷ নিজেদের দায় মুক্ত করতে আনারুলকে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয় ৷ কিন্তু, সেখানে নিয়ে গেলে চিকিৎসক আনারুলকে মৃত বলে ঘোষণা করেন ৷ এই ঘটনায় মঠেরদিঘি হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে মৃত আনারুলের পরিবার ৷ তাঁদের অভিযোগ, সঠিক সময়ে চিকিৎসা শুরু করলে আনারুল হয়তো বেঁচে যেত ৷ আনারুল মিস্ত্রির দেহ ক্যানিং থানার পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷

আর পড়ুন : Nipah virus : নিপা ভাইরাসের উৎসের খোঁজ শুরু কোঝিকোড়ে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.