ETV Bharat / state

Panchayat Election Results 2023 : ভোট গণনা শুরু হতেই বোমাবাজি, উত্তপ্ত ডায়মন্ডহারবার - WB Panchayat Elections 2023

ভোট গণনার শুরুতেই বোমাবাজি । ডায়মন্ডহারবারে ভোট গণনা কেন্দ্রের বাইরে দুষ্কৃতীদের তাণ্ডব । বিরোধী দলের এজেন্টদের উপর হামলা থেকে শুরু করে মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ।

bombing
ভোট গণনা শুরু হতেই বোমাবাজি
author img

By

Published : Jul 11, 2023, 9:49 AM IST

Updated : Jul 11, 2023, 10:12 AM IST

ডায়মন্ড হারবার , 11 জুলাই : ভোট গণনার সকাল থেকে ডায়মন্ডহারবারে বোমাবাজি । গণনাকেন্দ্রের বাইরে দেদার বোমা পড়েছে বলে খবর। পাশাপাশি, বিরোধী দলের এজেন্টদের উপরও হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । ডায়মন্ডহারবারের 1 নম্বর ব্লকের গণনা কেন্দ্র ফকিরচাঁদ কলেজের বাইরে বোমাবাজি । অভিযোগ, গণনা কেন্দ্রে ঢোকার মুখেই তাদের উপর হামলা চলে । বোমাবাজি করে তাঁদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়। কয়েকজনকে কেন্দ্রের থেকে বের করে দেওয়ারও ঘটনা ঘটেছে ।

জানা যাচ্ছে, ভোট গণনা শুরু হওয়ার আগে থেকেই বোমা মজুত করে রাখা ছিল । গণনা শুরু হতেই বোমাবাজি শুরু হয় । বিরোধী দলের এজেন্টদের অভিযোগ, যে সকল এজেন্টরা গণনা কেন্দ্রে আগে থেকেই ছিলেন তাঁদেরও জোর করে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় । গণনাকেন্দ্রে ঢোকার মুখে বাকিদের বাধা দেওয়া হয় । শুধু বাধা নয় চলে মারধর, হামলা । এজেন্টদের অনেকেই ঘটনায় আহত হয়েছেন।

শুধু গণনা কেন্দ্রের বাইরে নয়, ডায়মন্ডহারবারের 117 নম্বর জাতীয় সড়কেও বোমবাজি চলে ৷ এর ফলে যান চলাচল পুরোপুরি বিঘ্নিত ৷ ডায়মন্ডহারবার থেকে কলকাতাগামী বেশিরভাগ বাস, ট্রেন চলাচল সমস্যার সম্মুখীন । জাতীয় সড়কে যান চলাচল প্রায় স্তব্ধ । অশান্তির প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ সিপিএমের । ডায়মন্ডহারবারে ভোট গণনার কেন্দ্রের বাইরে অশান্তির সম্ভাবনার খবর পেয়েই সেখানে সকাল থেকেই পুলিশ মোতায়েন ছিল বলে খবর ।

আরও পড়ুন:Panchayat Election Results 2023 : ভোট গণনা শুরু হতেই বোমাবাজি, উত্তপ্ত ডায়মন্ডহারবার

গণনা ঘিরে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা জেলা জুড়ে । দুই চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম সহ বিভিন্ন জেলায় বোমাবাজি, দলীয় সংঘর্ষের ঘটনা। ভোট গণনার দিন হিংসা ঠেকাতে প্রশাসন সচেতন থাকলেও, আটকানো যাচ্ছে না বোমাবাজি বা দলীয় সংঘর্ষের মতো ঘটনা । ডায়মন্ডহারবারে গণনার সকাল শুরু হল বোমার আওয়াজে । দফায় দফায় অশান্তির ঘটনায় ত্রস্ত সাঝারণ মানুষ ।

ডায়মন্ড হারবার , 11 জুলাই : ভোট গণনার সকাল থেকে ডায়মন্ডহারবারে বোমাবাজি । গণনাকেন্দ্রের বাইরে দেদার বোমা পড়েছে বলে খবর। পাশাপাশি, বিরোধী দলের এজেন্টদের উপরও হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । ডায়মন্ডহারবারের 1 নম্বর ব্লকের গণনা কেন্দ্র ফকিরচাঁদ কলেজের বাইরে বোমাবাজি । অভিযোগ, গণনা কেন্দ্রে ঢোকার মুখেই তাদের উপর হামলা চলে । বোমাবাজি করে তাঁদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়। কয়েকজনকে কেন্দ্রের থেকে বের করে দেওয়ারও ঘটনা ঘটেছে ।

জানা যাচ্ছে, ভোট গণনা শুরু হওয়ার আগে থেকেই বোমা মজুত করে রাখা ছিল । গণনা শুরু হতেই বোমাবাজি শুরু হয় । বিরোধী দলের এজেন্টদের অভিযোগ, যে সকল এজেন্টরা গণনা কেন্দ্রে আগে থেকেই ছিলেন তাঁদেরও জোর করে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় । গণনাকেন্দ্রে ঢোকার মুখে বাকিদের বাধা দেওয়া হয় । শুধু বাধা নয় চলে মারধর, হামলা । এজেন্টদের অনেকেই ঘটনায় আহত হয়েছেন।

শুধু গণনা কেন্দ্রের বাইরে নয়, ডায়মন্ডহারবারের 117 নম্বর জাতীয় সড়কেও বোমবাজি চলে ৷ এর ফলে যান চলাচল পুরোপুরি বিঘ্নিত ৷ ডায়মন্ডহারবার থেকে কলকাতাগামী বেশিরভাগ বাস, ট্রেন চলাচল সমস্যার সম্মুখীন । জাতীয় সড়কে যান চলাচল প্রায় স্তব্ধ । অশান্তির প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ সিপিএমের । ডায়মন্ডহারবারে ভোট গণনার কেন্দ্রের বাইরে অশান্তির সম্ভাবনার খবর পেয়েই সেখানে সকাল থেকেই পুলিশ মোতায়েন ছিল বলে খবর ।

আরও পড়ুন:Panchayat Election Results 2023 : ভোট গণনা শুরু হতেই বোমাবাজি, উত্তপ্ত ডায়মন্ডহারবার

গণনা ঘিরে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা জেলা জুড়ে । দুই চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম সহ বিভিন্ন জেলায় বোমাবাজি, দলীয় সংঘর্ষের ঘটনা। ভোট গণনার দিন হিংসা ঠেকাতে প্রশাসন সচেতন থাকলেও, আটকানো যাচ্ছে না বোমাবাজি বা দলীয় সংঘর্ষের মতো ঘটনা । ডায়মন্ডহারবারে গণনার সকাল শুরু হল বোমার আওয়াজে । দফায় দফায় অশান্তির ঘটনায় ত্রস্ত সাঝারণ মানুষ ।

Last Updated : Jul 11, 2023, 10:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.