গোসাবা, 23 জুলাই : গোসাবার বিধায়ক জয়ন্ত নস্করের বাড়ি থেকে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ । নাম লাবণ্য হালদার । গত কয়েক বছর ধরে জয়ন্ত নস্করের বাড়িতেই থাকতেন লাবণ্য । আজ সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় বিধায়কের বাড়ির তিনতলার ছাদ থেকে । খবর পেয়ে জয়ন্তবাবুর বাড়িতে যায় বাসন্তী থানার পুলিশ । দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই যুবক আত্মঘাতী হয়েছেন। তবে ঠিক কী কারণে আত্মঘাতী হলেন ওই যুবক সে বিষয়ে তদন্ত করছে পুলিশ ।
রাজনৈতিক হত্যা হয়েছিল লাবণ্যর বাবার । দেহ উদ্ধারের পর বিধায়ক জয়ন্ত নস্করকে এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, লাবণ্যর বাবা খুন হওয়ার পর থেকে তাঁর বাড়িতেই মানুষ হন । উচ্চমাধ্যমিক পাশ করার পর জয়নগরের ITI কলেজে ভরতি হয়েছিলেন তিনি। সোনারপুরে একটি ঘরভাড়া নিয়েছিলেন । সেখান থেকেই তিনি কলেজে যাওয়া আসা করতেন । কিন্তু কয়েকদিন আগেই আবার জয়ন্ত নস্করের বাড়ি ফিরে আসেন ।
পরিবার সূত্রে খবর, তিনি একটি চিরকুট লিখে গেছেন । সেই চিরকুটে প্রেমে ব্যর্থ হওয়ার পর থেকে হতাশায় ভুগছিলেন বলে লিখে গেছেন তিনি । সেই থেকেই পুলিশের অনুমান, প্রেমে ব্যর্থতার কারণেই এই আত্মহত্যা ।