ETV Bharat / state

সুন্দরবনে নৌকায় আগুন, প্রাণ বাঁচাতে জলে ঝাঁপ পর্যটকদের

গ্যাস সিলিন্ডার ফেটে নৌকায় আগুন লেগে যায় বলে খবর । ঘটনার পর 35 জন পর্যটক সহ নৌকার আরও পাঁচ কর্মী নদীতে ঝাঁপ দেন ।

author img

By

Published : Dec 13, 2020, 10:28 PM IST

সুন্দরবনে নৌকায় আগুন
সুন্দরবনে নৌকায় আগুন

সুন্দরবন, 13 ডিসেম্বর : সুন্দরবনে পর্যটকদের নৌকায় আগুন ৷ ভস্মীভূত হয়ে যায় নৌকাটি । প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন পর্যটকরা । পরে স্থানীয় নৌকার মাঝিরা দেখতে পেয়ে উদ্ধারকাজে হাত লাগান । সুন্দরবনের মইপিট কোস্টাল থানা এলাকার ঘটনা ।

বারাসত থেকে প্রায় 35 জনের একটি দল সুন্দরবন ভ্রমণে এসেছিল । সুন্দরবনের আজমলমারীর জঙ্গলে নৌকা বেঁধে রান্নার কাজ করছিল তারা । সেই সময় গ্যাস সিলিন্ডার ফেটে নৌকায় আগুন লেগে যায় । ঘটনার পর 35 জন পর্যটক সহ নৌকার আরও পাঁচ কর্মী নদীতে ঝাঁপ দেয় । নদীতে সাঁতার কেটে জঙ্গলের দিকে যান তাঁরা । পরে স্থানীয় মাঝিরা তাঁদের উদ্ধার করেন ।

আরও পড়ুনঃ- সুন্দরবনে বাঘের মুখে পরিযায়ী শ্রমিকের মাথা

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বনকর্মী ও মইপিট কোস্টাল থানার পুলিশ উদ্ধারকাজে হাত লাগায় । পরে সবাইকে উদ্ধার করে একটি নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় । অন্যদিকে নদীর মাঝে দাউ দাউ করে জ্বলতে থাকে নৌকাটি ।

প্রায় ঘণ্টা খানেকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনলেও নৌকায় থাকা কোনও সামগ্রী আর উদ্ধার করা যায়নি । নৌকায় থাকা সবকিছুই পুড়ে ছাই হয়ে যায় ।

সুন্দরবন, 13 ডিসেম্বর : সুন্দরবনে পর্যটকদের নৌকায় আগুন ৷ ভস্মীভূত হয়ে যায় নৌকাটি । প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন পর্যটকরা । পরে স্থানীয় নৌকার মাঝিরা দেখতে পেয়ে উদ্ধারকাজে হাত লাগান । সুন্দরবনের মইপিট কোস্টাল থানা এলাকার ঘটনা ।

বারাসত থেকে প্রায় 35 জনের একটি দল সুন্দরবন ভ্রমণে এসেছিল । সুন্দরবনের আজমলমারীর জঙ্গলে নৌকা বেঁধে রান্নার কাজ করছিল তারা । সেই সময় গ্যাস সিলিন্ডার ফেটে নৌকায় আগুন লেগে যায় । ঘটনার পর 35 জন পর্যটক সহ নৌকার আরও পাঁচ কর্মী নদীতে ঝাঁপ দেয় । নদীতে সাঁতার কেটে জঙ্গলের দিকে যান তাঁরা । পরে স্থানীয় মাঝিরা তাঁদের উদ্ধার করেন ।

আরও পড়ুনঃ- সুন্দরবনে বাঘের মুখে পরিযায়ী শ্রমিকের মাথা

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বনকর্মী ও মইপিট কোস্টাল থানার পুলিশ উদ্ধারকাজে হাত লাগায় । পরে সবাইকে উদ্ধার করে একটি নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় । অন্যদিকে নদীর মাঝে দাউ দাউ করে জ্বলতে থাকে নৌকাটি ।

প্রায় ঘণ্টা খানেকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনলেও নৌকায় থাকা কোনও সামগ্রী আর উদ্ধার করা যায়নি । নৌকায় থাকা সবকিছুই পুড়ে ছাই হয়ে যায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.