ETV Bharat / state

BJP Leader Kidnap : পঞ্চায়েত দখল করতে বিজেপি সদস্যকে অপহরণ, অভিযুক্ত তৃণমূল

author img

By

Published : Feb 1, 2022, 12:17 PM IST

Updated : Feb 1, 2022, 2:51 PM IST

বিজেপির পঞ্চায়েত সদস্যকে অপহরণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে (BJP panchayat member kidnap allegations) ৷ ঘটনাটি ঘটেছে জয়নগর থানার গড়েরহাট এলাকায় ।

jaynagar political crime news
পঞ্চায়েত দখল করতে বিজেপি সদস্যকে অপহরণ

জয়নগর, 1 ফেব্রুয়ারি : পঞ্চায়েত দখল করতে বিজেপির পঞ্চায়েত সদস্যকে অপহরণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে (BJP panchayat member kidnap allegations) । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার জয়নগর থানার গড়েরহাট এলাকায় । জয়নগর থানায় অভিযোগ দায়ের করলেন অপহৃত পঞ্চায়েত সদস্যের স্ত্রী কবিতা মণ্ডল ।

অভিযোগ, আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে জয়নগর থানার গোড়ের হাটে একটি শ্মশানে দাহ করতে গিয়েছিলেন বিজেপির পঞ্চায়েত সদস্য বামদেব মণ্ডল ৷ সেই সময় একটি টাটা সুমো আসে । তাতে তুলে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ বামদেব মণ্ডল বকুলতলার দাঁড়ার বাসিন্দা ।

ঘটনায় পিছনে রাজনৈতিক অভিসন্ধি আছে বলে মনে করছে বিজেপি । তাদের অভিযোগ, বর্তমানে মায়াহাউড়ি পঞ্চায়েত বিজেপির দখলে । 2013 থেকে এই পঞ্চায়েত বিজেপির দখলে আছে । মায়া হাউরি গ্রাম পঞ্চায়েতের মোট 14টি গ্রামসভার সদস্যের মধ্যে, বিজেপির 7টি আসন, তৃণমূলের 6 টি ও নির্দল 1টি । অপহৃত বিজেপি সদস্যকে নিজের দলে নিয়ে বোর্ড গড়তে তৃণমূলের এই অপহরণ করে বিজেপির অভিযোগ । বিজেপি জেলা কার্যলয়ে (পূর্ব) অপহৃতের স্ত্রীকে নিয়ে সাংবাদিক বৈঠক করে একথা জানান বিজেপি নেতা সুনীপ দাস ।

পঞ্চায়েত দখল করতে বিজেপির পঞ্চায়েত সদস্যকে অপহরণের অভিযোগ

তবে কুলতলির বিধায়ক গণেশ মণ্ডল জানান, বিজেপির তোলা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ।

বারুইপুর জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানান, অভিযোগ দায়ের হয়েছে । খতিয়ে দেখা হচ্ছে ।

আরও পড়ুন : Bombs Recover in Malda : চাঁচলে পুলিশ ক্যাম্পের 100 মিটারের মধ্যে উদ্ধার ব্যাগ ভর্তি বোমা

জয়নগর, 1 ফেব্রুয়ারি : পঞ্চায়েত দখল করতে বিজেপির পঞ্চায়েত সদস্যকে অপহরণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে (BJP panchayat member kidnap allegations) । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার জয়নগর থানার গড়েরহাট এলাকায় । জয়নগর থানায় অভিযোগ দায়ের করলেন অপহৃত পঞ্চায়েত সদস্যের স্ত্রী কবিতা মণ্ডল ।

অভিযোগ, আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে জয়নগর থানার গোড়ের হাটে একটি শ্মশানে দাহ করতে গিয়েছিলেন বিজেপির পঞ্চায়েত সদস্য বামদেব মণ্ডল ৷ সেই সময় একটি টাটা সুমো আসে । তাতে তুলে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ বামদেব মণ্ডল বকুলতলার দাঁড়ার বাসিন্দা ।

ঘটনায় পিছনে রাজনৈতিক অভিসন্ধি আছে বলে মনে করছে বিজেপি । তাদের অভিযোগ, বর্তমানে মায়াহাউড়ি পঞ্চায়েত বিজেপির দখলে । 2013 থেকে এই পঞ্চায়েত বিজেপির দখলে আছে । মায়া হাউরি গ্রাম পঞ্চায়েতের মোট 14টি গ্রামসভার সদস্যের মধ্যে, বিজেপির 7টি আসন, তৃণমূলের 6 টি ও নির্দল 1টি । অপহৃত বিজেপি সদস্যকে নিজের দলে নিয়ে বোর্ড গড়তে তৃণমূলের এই অপহরণ করে বিজেপির অভিযোগ । বিজেপি জেলা কার্যলয়ে (পূর্ব) অপহৃতের স্ত্রীকে নিয়ে সাংবাদিক বৈঠক করে একথা জানান বিজেপি নেতা সুনীপ দাস ।

পঞ্চায়েত দখল করতে বিজেপির পঞ্চায়েত সদস্যকে অপহরণের অভিযোগ

তবে কুলতলির বিধায়ক গণেশ মণ্ডল জানান, বিজেপির তোলা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ।

বারুইপুর জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানান, অভিযোগ দায়ের হয়েছে । খতিয়ে দেখা হচ্ছে ।

আরও পড়ুন : Bombs Recover in Malda : চাঁচলে পুলিশ ক্যাম্পের 100 মিটারের মধ্যে উদ্ধার ব্যাগ ভর্তি বোমা

Last Updated : Feb 1, 2022, 2:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.