গঙ্গাসাগর, 7 মার্চ : দু'দিন ধরে নিখোঁজ BJP-র বুথ সভাপতির দেহ উদ্ধার হল ৷ বাড়ির অদূরে খাল থেকে উদ্ধার হয় দেহ ৷ মৃতের নাম দেবাশিস মণ্ডল । অভিযোগ, খুন করে তাঁর দেহ খালে ফেলে দেওয়া হয়েছে । গঙ্গাসাগর কোস্টাল থানা এলাকার নরেন্দ্রপুর গ্রামের সুভাষিনী মোড়ে তাঁর বাড়ি ৷
নরেন্দ্রপুর গ্রামের BJP-র বুথ সভাপতি ছিলেন দেবাশিস । বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি । আর আজ সকালে খালে মাছ ধরতে গেলে স্থানীয় মৎস্যজীবীদের জালে উঠে আসে তাঁর দেহ ৷
বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের তরফে গঙ্গাসাগর কোস্টাল থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয় । পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।
এলাকার BJP নেতৃত্বের বক্তব্য, দেবাশিস বুথ সভাপতি হওয়ার পর থেকেই শাসক দল তাঁর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করে । তৃণমূলের কর্মীরাই খুন করে দেবাশিসকে খালে ফেলে দেয় বলে অভিযোগ । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ তাদের দাবি, মদ্যপান করে খালে পড়ে মারা গেছেন দেবাশিস ৷ এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই ।
একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য আজ মর্গে পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। এর পিছনে অন্য কোনও কারণ আছে কি না সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।