ETV Bharat / state

দোলে মাতলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের দুই তারকা প্রার্থী - lovely maitra

জনসংযোগের নয়া কৌশল যেন দোল উৎসব ৷ আজ সকাল থেকে প্রার্থীরা হাবেভাবে তাই বুঝিয়েছেন ৷ সোনারপুর দক্ষিণের বিজেপি ও তৃণমূল প্রার্থীদের ক্ষেত্রেও সেই একই ছবি ফুটে উঠল ৷

দোলে মাতলেন সোনারপুর দক্ষিন বিধানসভা কেন্দ্রের দুই তারকা প্রার্থী
দোলে মাতলেন সোনারপুর দক্ষিন বিধানসভা কেন্দ্রের দুই তারকা প্রার্থী
author img

By

Published : Mar 28, 2021, 8:01 PM IST

সোনারপুর, 28 মার্চ : আজ দোল ৷ সকাল থেকেই উৎসবে সামিল আট থেকে আশি সক্কলে ৷ বাদ যায়নি প্রার্থীরাও ৷ দলীয় কর্মীদের সঙ্গে কেউ মাতলেন সবুজ আবিরে তো কেউ মাতলেন গেরুয়ায় ৷ একই ছবি ধরা পড়ল সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রেও ৷ দুই প্রতিদ্বন্দ্বী মাতলেন রং খেলায় ৷ তবে সংশ্লিষ্ট কেন্দ্রের বিজেপি প্রার্থী অঞ্জনা বসুকে দেখা গেল দলীয় কর্মীদের সঙ্গে পুজো করতে ৷ আবার তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র খঞ্জনি বাজিয়ে গাইলেন গান ৷

নির্বাচনী প্রচারের ফাঁকে দোল উৎসবকে পাথেয় করে জনসংযোগ সারলেন প্রার্থীরা ৷ করোনা পরিস্থিতিতে রং খেলায় বিশেষ মাতলেন না অঞ্জনা ৷ বরং দলীয় কর্মীদের নিয়ে পুজো সারলেন ৷ অনুগামীদের সাবধানে থাকার বার্তা দিয়ে বললেন, " এবার না হয় বাড়ির মানুষদের সঙ্গে রং খেলুন ৷"

দোল উৎসবে মাতলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের দুই তারকা প্রার্থী

অন্যদিকে প্রথমবার নির্বাচন লড়বেন লাভলি ৷ এদিন দলীয় কর্মীদের নিয়ে ঘাসিয়ারা এলাকায় হৈ হৈ করে দোল উৎসবে সামিল হতে দেখা গেল তাঁকে ৷ বললেন, "এতদিন পরিবারের মানুষ, বন্ধুদের নিয়ে দোল খেলেছি ৷ এবার একেবারে অন্যরকম ভাবে দিনটা কাটল ৷ খুব খুশি আমি ৷ " অন্যদিকে খঞ্জনি বাজিয়ে তিনি মাতলেন গানের তালেও ৷ করোনা আবহে অনুগামীদের সাবধানে রং খেলার পরামর্শ দিয়েছেন ৷ আবার পথচলতি মানুষের গালে আবির ছুঁইয়ে ভোট প্রার্থনা করতেও দেখা গেল ৷

আরও পড়ুন : সংক্রমণের বৃদ্ধিতে ফিকে দোল-হোলির রং, উৎসব বন্ধ রাখার আর্জি

প্রসঙ্গত, ৩ এপ্রিল সোনারপুরের আড়াপাঁচে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই নিয়ে চৃড়ান্ত ব্যস্ত সোনারপুরের গেরুয়া শিবির ৷

পাশাপাশি আগামী 2 মে সোনারপুর দক্ষিণে কোন রঙের আবির ওড়ে সেদিকেই তাকিয়ে রাজ্য রাজনীতি ৷

সোনারপুর, 28 মার্চ : আজ দোল ৷ সকাল থেকেই উৎসবে সামিল আট থেকে আশি সক্কলে ৷ বাদ যায়নি প্রার্থীরাও ৷ দলীয় কর্মীদের সঙ্গে কেউ মাতলেন সবুজ আবিরে তো কেউ মাতলেন গেরুয়ায় ৷ একই ছবি ধরা পড়ল সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রেও ৷ দুই প্রতিদ্বন্দ্বী মাতলেন রং খেলায় ৷ তবে সংশ্লিষ্ট কেন্দ্রের বিজেপি প্রার্থী অঞ্জনা বসুকে দেখা গেল দলীয় কর্মীদের সঙ্গে পুজো করতে ৷ আবার তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র খঞ্জনি বাজিয়ে গাইলেন গান ৷

নির্বাচনী প্রচারের ফাঁকে দোল উৎসবকে পাথেয় করে জনসংযোগ সারলেন প্রার্থীরা ৷ করোনা পরিস্থিতিতে রং খেলায় বিশেষ মাতলেন না অঞ্জনা ৷ বরং দলীয় কর্মীদের নিয়ে পুজো সারলেন ৷ অনুগামীদের সাবধানে থাকার বার্তা দিয়ে বললেন, " এবার না হয় বাড়ির মানুষদের সঙ্গে রং খেলুন ৷"

দোল উৎসবে মাতলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের দুই তারকা প্রার্থী

অন্যদিকে প্রথমবার নির্বাচন লড়বেন লাভলি ৷ এদিন দলীয় কর্মীদের নিয়ে ঘাসিয়ারা এলাকায় হৈ হৈ করে দোল উৎসবে সামিল হতে দেখা গেল তাঁকে ৷ বললেন, "এতদিন পরিবারের মানুষ, বন্ধুদের নিয়ে দোল খেলেছি ৷ এবার একেবারে অন্যরকম ভাবে দিনটা কাটল ৷ খুব খুশি আমি ৷ " অন্যদিকে খঞ্জনি বাজিয়ে তিনি মাতলেন গানের তালেও ৷ করোনা আবহে অনুগামীদের সাবধানে রং খেলার পরামর্শ দিয়েছেন ৷ আবার পথচলতি মানুষের গালে আবির ছুঁইয়ে ভোট প্রার্থনা করতেও দেখা গেল ৷

আরও পড়ুন : সংক্রমণের বৃদ্ধিতে ফিকে দোল-হোলির রং, উৎসব বন্ধ রাখার আর্জি

প্রসঙ্গত, ৩ এপ্রিল সোনারপুরের আড়াপাঁচে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই নিয়ে চৃড়ান্ত ব্যস্ত সোনারপুরের গেরুয়া শিবির ৷

পাশাপাশি আগামী 2 মে সোনারপুর দক্ষিণে কোন রঙের আবির ওড়ে সেদিকেই তাকিয়ে রাজ্য রাজনীতি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.