ETV Bharat / state

মগরাহাটে আইএসএফ কর্মীর বাড়িতে হামলা, জখম তিন মাসের শিশু

মঙ্গলবার রাতে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের চকজাহেদি এলাকায় এক আইএসএফ কর্মীর বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী ।

mograhat
mograhat
author img

By

Published : Apr 7, 2021, 4:16 PM IST

মগরাহাট, 7 এপ্রিল : ভোটের রেশ কাটতে না কাটতেই উত্তপ্ত হয়ে উঠল মগরাহাট পশ্চিম বিধানসভা এলাকা । রাতের অন্ধকারে আইএসএফ কর্মী সুফান শেখের বাড়িতে চলল হামলা ৷ দুষ্কৃতীদের ছোড়া ইটের ঘায়ে জখম হয়েছে তিন মাসের শিশু ৷

মঙ্গলবার রাতে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের চকজাহেদি এলাকায় এক আইএসএফ কর্মীর বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী । বাইরে থেকে ইট ছোড়া হয় আইএসএফ কর্মী সুফান শেখের বাড়িতে ৷ সঙ্গে চলে গালিগালাজ ৷ বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টাও চালায় দুষ্কৃতীরা । বাড়ির সামনে দাঁড়িয়ে চিৎকার করে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ । ঘটনার পর থেকে আতঙ্কিত ওই আইএসএফ কর্মী ও তাঁর পরিবার । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । সুফান শেখের বাড়িতে ভিড় জমান আইএসএফের কর্মী সমর্থকরা । ঘটনার খবর পেয়ে দুপুরে কর্মীর বাড়িতে গিয়ে উপস্থিত হন মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী মইদুল ইসলাম ।

আইএসএফ কর্মীর বাড়িতে হামলা

আরও পড়ুন : বারুইপুরে বিজেপি সমর্থকদের বাড়িতে হামলা, অন্তঃসত্ত্বাকে মারধর ; অভিযুক্ত তৃণমূল

ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে উস্তি থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন প্রার্থী মইদুল ইসলাম । তাঁর দাবি, এই হামলায় জড়িত রয়েছে তৃণমূল ৷ অপরাধীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন । যদিও তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করা হয় ৷

মগরাহাট, 7 এপ্রিল : ভোটের রেশ কাটতে না কাটতেই উত্তপ্ত হয়ে উঠল মগরাহাট পশ্চিম বিধানসভা এলাকা । রাতের অন্ধকারে আইএসএফ কর্মী সুফান শেখের বাড়িতে চলল হামলা ৷ দুষ্কৃতীদের ছোড়া ইটের ঘায়ে জখম হয়েছে তিন মাসের শিশু ৷

মঙ্গলবার রাতে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের চকজাহেদি এলাকায় এক আইএসএফ কর্মীর বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী । বাইরে থেকে ইট ছোড়া হয় আইএসএফ কর্মী সুফান শেখের বাড়িতে ৷ সঙ্গে চলে গালিগালাজ ৷ বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টাও চালায় দুষ্কৃতীরা । বাড়ির সামনে দাঁড়িয়ে চিৎকার করে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ । ঘটনার পর থেকে আতঙ্কিত ওই আইএসএফ কর্মী ও তাঁর পরিবার । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । সুফান শেখের বাড়িতে ভিড় জমান আইএসএফের কর্মী সমর্থকরা । ঘটনার খবর পেয়ে দুপুরে কর্মীর বাড়িতে গিয়ে উপস্থিত হন মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী মইদুল ইসলাম ।

আইএসএফ কর্মীর বাড়িতে হামলা

আরও পড়ুন : বারুইপুরে বিজেপি সমর্থকদের বাড়িতে হামলা, অন্তঃসত্ত্বাকে মারধর ; অভিযুক্ত তৃণমূল

ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে উস্তি থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন প্রার্থী মইদুল ইসলাম । তাঁর দাবি, এই হামলায় জড়িত রয়েছে তৃণমূল ৷ অপরাধীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন । যদিও তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.