ক্যানিং, 6 এপ্রিল : বিক্ষিপ্ত অশান্তির মধ্য চলছে তৃতীয় দফা ভোট ৷ এবার ক্যানিং পূর্বে তৃণমূলের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ উঠল । অভিযোগ তুললেন ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী ৷
ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী সাহাবুদ্দিন সিরাজির অভিযোগ, ক্যানিং বিধানসভা এলাকার নেতড়া বুথ জ্যাম করে তৃণমূল । ছবি তুলতে গেলে বাধা দেওয়া হয় চিত্র সাংবাদিককেও । অকথ্য ভাষায় সাংবাদিককে গালিগালাজ করা হয় বলেও অভিযোগ । সিআরপিএফ জওয়ানদের সামনেই চলে গোটা ঘটনা । সাহাবুদ্দিনের দাবি, ক্যানিং পূর্বের অধিকাংশ বুথ জ্যাম করে ভোট করাচ্ছে তৃণমূল । পুলিশকে জানিয়েও কোনও কাজ হচ্ছে না । এইসঙ্গে একাধিক ভোটারদের ভোটার কার্ড কেড়ে নেওয়ার অভিযোগও তুলেছেন সাহাবুদ্দিন সিরাজি ।
আরও পড়ুন: তৃণমূল নেতার বাড়িতে ইভিএম উদ্ধারের ঘটনায় আরও কয়েক জনের বিরুদ্ধে ব্যবস্থা নিল কমিশন
মঙ্গলবার তৃতীয় দফায় ভোট হচ্ছে রাজ্যের 31 বিধানসভা আসনে ৷ এর মধ্যে দক্ষিণ 24 পরগনার 16টি , হাওড়ার 7টি ও হুগলির 8টি বিধানসভা আসনে ভাগ্য নির্ধারণ হচ্ছে 205 জন প্রার্থীর ৷ এর মধ্যে পুরুষ প্রার্থী 192 জন ৷ মহিলা প্রার্থী 13 জন ৷ 3 জেলায় ভোটারের সংখ্যা 78 লাখ 52 হাজার 425 জন ৷