ডায়মন্ড হারবার, 2 এপ্রিল : ডায়মন্ড হারবারে আক্রান্ত বিজেপি প্রার্থী দীপক কুমার হালদার । আজ সকালে পারুলিয়া কোষ্টাল থানার হরিদেবপুরে প্রচারে গেলে তাঁর উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মহিলাদের দিয়ে হামলা চালায় বলে অভিযোগ ৷ দীপক হালদারের অভিযোগ, তাঁকে খুনের পরিকল্পনা করেছিল তৃণমূলের গুন্ডা বাহিনী । দাবি তুলেছেন 144 ধারা জারির ৷
এই বিষয়ে আজ জেলা সিপিএমের তরফে কালিদাস প্রামাণিক বলছেন , দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক ৷ অবিলম্বে গ্রেফতার করা হোক ৷ ঘটনার অভিযোগের তির সরাসরি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ।
যদিও তৃণমূলের প্রার্থী পান্নালাল হালদার গোটা অভিযোগটি উড়িয়ে দিয়েছেন ৷ তাঁর দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে ৷ এর সঙ্গে তৃণমূল কোনও ভাবে জড়িত নয় । ওদের পায়ের তলার মাটি সরে গিয়েছে ৷ হার নিশ্চিত জেনে এই রকম নাটক করছে ।
আরও পড়ুন : প্রচারে বেরিয়ে আক্রান্ত ডায়মন্ডহারবারের বিজেপি প্রার্থী দীপক হালদার
আজ ডায়মন্ড হারবারে তৃণমূল যুবর সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো রয়েছে ৷ সেটিকে বানচাল করার জন্যই বিজেপি চক্রান্ত করছে বলে অভিযোগ শাসক শিবিরের ।