গোসাবা, 30 মার্চ : ভোটের প্রচার গিয়ে ফের উন্নয়নকে হাতিয়ার করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ৷ আজ গোসাবায় নির্বাচনী সভা করেন তিনি ৷ সেখানে তাঁর বক্তব্য়, গত 10 বছর উন্নয়নের ট্রেলার হয়েছে ৷ আগামী 5 বছর আরও উন্নয়ন করা হবে ৷
ভোট প্রচারে গিয়ে বিগত দিনে রাজ্য় সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে ভোট প্রার্থনা করেন অভিষেক ৷ তিনি বলেন, "তৃণমূলকে ভোট দিলে ফ্রিতে রেশন পাবেন ৷ কিন্তু বিজেপিকে ভোট দিলে শুধুই ভাষণ ৷ " কেন্দ্রে ক্ষমতায় এসে কোনও কাজ হয়নি বলেও বিজেপিকে কটাক্ষ করেন ৷ পাশাপাশি তাঁর অভিযোগ, রাজ্য় সরকারের থেকে প্রতি বছর কয়েক হাজার টাকা কেটে নেওয়া হচ্ছে ৷ কিন্তু রাজ্য়ের প্রাপ্ত টাকা দিচ্ছে না কেন্দ্র ৷ "
আরও পড়ুন- নন্দীগ্রামে মমতার গাড়ি দেখে জয় শ্রীরাম ধ্বনি
তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে সাধারণ মানুষের জন্য় আর কী কী করবে তা জানিয়ে অভিষেক বলেন, "তৃণমূল সরকার ক্ষমতায় এলে রেশন দোকানে আর লাইন দিতে হবে না ৷ তার পরিবর্তে বাড়ি বাড়ি গিয়ে রেশন দিয়ে আসবে সরকার ৷ প্রত্য়েক পরিবারে নূন্য়তম মাসিক আয় সুনিশ্চিত করা হবে ৷ "
উন্নয়ন প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, "গত 10 বছর রাজ্য়ে যা উন্নয়ন হয়েছে তা ট্রেলার দেখেছেন ৷ আগামী 5 বছর যা উন্নয়ন হবে তা সারা দেশের মানুষ দেখবেন ৷" 2 মে ইভিএম খোলার সময় বিজেপির নেতারা সর্ষেফুল দেখবে বলেও কটাক্ষ করেন তিনি ৷
2019 এর লোকসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে আনেন অভিষেক ৷ দক্ষিণ 24 পরগনার 31টি আসনে জয়লাভ করে তৃণমূল। সেখানকার মানুষ ফের তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি ৷
বহিরাগত ইস্যু নিয়েও সরব হন অভিষেক ৷ বলেন, "বাংলায় কোনও বহিরাগত শাসন করবে না ৷ বাংলা শাসন করবে বাংলার মেয়ে। যাঁরা ভাবছেন দিল্লি থেকে এসে গায়ের জোরে বাংলা দখল করবেন, তাঁদের বিরুদ্ধেই লড়াই করবে বাংলা। "