ETV Bharat / state

Beheaded body found : রেল লাইনের পাশে মহিলার মুন্ডহীন দেহ উদ্ধার মগরাহাটে - Beheaded body of a woman found in Magrahat

মঙ্গলবার সকালে মগরাহাট রেল স্টেশনের পাশে নিত্যযাত্রীরা এক মহিলার গলাকাটা দেহ দেখতে পান। খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে রেল পুলিশের আধিকারিকেরা (Beheaded body of a woman found in Magrahat)।

Beheaded body found
রেললাইনের পাশে মহিলার মুণ্ডহীন দেহ উদ্ধার মগরাহাটে
author img

By

Published : Mar 1, 2022, 4:10 PM IST

মগরাহাট, 1 মার্চ: সাতসকালে রেল লাইনের পাশ থেকে উদ্ধার হল এক মহিলার মুন্ডহীন দেহ (Beheaded body of a woman found in Magrahat)। যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য মগরাহাটে। মঙ্গলবার সকালে মগরাহাট রেল স্টেশনের পাশে নিত্যযাত্রীরা এক মহিলার গলাকাটা দেহ দেখতে পান। খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে রেল পুলিশের আধিকারিকেরা। নিমেষে মুন্ডহীন মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী অঞ্চলে।

খবর দেওয়া হয় মগরাহাট থানাতেও। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পূর্ব বেলঘরিয়ার বাসিন্দা মৃতার নাম রেখা মণ্ডল (30)। আপাতদৃষ্টিতে আত্মহত্যার ঘটনা মনে হলেও রেখার পরিবারের তরফ থেকে দাবি, তাদের মেয়েকে চক্রান্ত করে খুন করা হয়েছে ৷ মৃতার স্বামী প্রবীর মণ্ডল জানান, প্রতিদিনের মতো সোমবার রাতেও একসঙ্গে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল রেখা। কিন্তু মাঝরাতে রেখার ঘর থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি কিছু টের পাননি তিনি ৷

আরও পড়ুন : Youth Murder In Salanpur: সালানপুরে যুবক খুনে পরকীয়ার অভিযোগ

আর এখানেই চক্রান্তের গন্ধ পাচ্ছে মৃতার পরিবার ৷ রেখার পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতার পরিবারের দাবি, খুন করে রেখাকে রেললাইনে রেখে আসা হয়েছে ৷

মগরাহাট, 1 মার্চ: সাতসকালে রেল লাইনের পাশ থেকে উদ্ধার হল এক মহিলার মুন্ডহীন দেহ (Beheaded body of a woman found in Magrahat)। যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য মগরাহাটে। মঙ্গলবার সকালে মগরাহাট রেল স্টেশনের পাশে নিত্যযাত্রীরা এক মহিলার গলাকাটা দেহ দেখতে পান। খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে রেল পুলিশের আধিকারিকেরা। নিমেষে মুন্ডহীন মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী অঞ্চলে।

খবর দেওয়া হয় মগরাহাট থানাতেও। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পূর্ব বেলঘরিয়ার বাসিন্দা মৃতার নাম রেখা মণ্ডল (30)। আপাতদৃষ্টিতে আত্মহত্যার ঘটনা মনে হলেও রেখার পরিবারের তরফ থেকে দাবি, তাদের মেয়েকে চক্রান্ত করে খুন করা হয়েছে ৷ মৃতার স্বামী প্রবীর মণ্ডল জানান, প্রতিদিনের মতো সোমবার রাতেও একসঙ্গে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল রেখা। কিন্তু মাঝরাতে রেখার ঘর থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি কিছু টের পাননি তিনি ৷

আরও পড়ুন : Youth Murder In Salanpur: সালানপুরে যুবক খুনে পরকীয়ার অভিযোগ

আর এখানেই চক্রান্তের গন্ধ পাচ্ছে মৃতার পরিবার ৷ রেখার পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতার পরিবারের দাবি, খুন করে রেখাকে রেললাইনে রেখে আসা হয়েছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.