ETV Bharat / state

গড়িয়ায় বেসরকারি সংস্থার অফিসে ডাকাতির চেষ্টা - নরেন্দ্রপুর থানা

দুষ্কৃতীরা একটি বাইকে করে এসেছিল বলে জানা গিয়েছে ৷ বাইকটি রাখা ছিল সংস্থার পাশের গলিতে ৷ মুখে রুমাল বেঁধে সংস্থার অফিসে ঢোকে তারা ৷ তাদের নিরাপত্তারক্ষী বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁর বুকে আগ্নেয়াস্ত্র ঠেকায় দুষ্কৃতীরা ৷

garia
দিনে দুপুরে ডাকাতির চেষ্টা গড়িয়ায়
author img

By

Published : Dec 18, 2019, 8:25 PM IST

গড়িয়া, 18 ডিসেম্বর : গড়িয়ায় আজ দুপুর তিনটে নাগাদ একটি বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থার দপ্তরে ডাকাতির চেষ্টা হয় । সংস্থার অফিসে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতির চেষ্টা করে দুই দুষ্কৃতী ৷ তবে অ্যালার্ম বেজে ওঠায় পালিয়ে যায় তারা ৷ ঘটনার তদন্তে নেমেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷

দুষ্কৃতীরা একটি বাইকে করে এসেছিল বলে জানা গিয়েছে ৷ বাইকটি রাখা ছিল সংস্থার পাশের গলিতে ৷ মুখে রুমাল বেঁধে সংস্থার অফিসে ঢোকে তারা ৷ তাদের নিরাপত্তারক্ষী বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁর বুকে আগ্নেয়াস্ত্র ঠেকায় দুষ্কৃতীরা ৷

দুই দুষ্কৃতীর হাতেই আগ্নেয়াস্ত্র ছিল বলে জানা গিয়েছে ৷ আগ্নেয়াস্ত্র দেখিয়ে সংস্থার দপ্তরে থাকা পাঁচকর্মীকে ভয় দেখিয়ে ডাকাতির চেষ্টা করে তারা ৷ ঘটনার সময় সংস্থার অফিসে দু'জন গ্রাহকও ছিল ৷ পুরো ঘটনাটি ধরা পড়েছে CCTV ক্যামেরায় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

গড়িয়া, 18 ডিসেম্বর : গড়িয়ায় আজ দুপুর তিনটে নাগাদ একটি বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থার দপ্তরে ডাকাতির চেষ্টা হয় । সংস্থার অফিসে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতির চেষ্টা করে দুই দুষ্কৃতী ৷ তবে অ্যালার্ম বেজে ওঠায় পালিয়ে যায় তারা ৷ ঘটনার তদন্তে নেমেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷

দুষ্কৃতীরা একটি বাইকে করে এসেছিল বলে জানা গিয়েছে ৷ বাইকটি রাখা ছিল সংস্থার পাশের গলিতে ৷ মুখে রুমাল বেঁধে সংস্থার অফিসে ঢোকে তারা ৷ তাদের নিরাপত্তারক্ষী বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁর বুকে আগ্নেয়াস্ত্র ঠেকায় দুষ্কৃতীরা ৷

দুই দুষ্কৃতীর হাতেই আগ্নেয়াস্ত্র ছিল বলে জানা গিয়েছে ৷ আগ্নেয়াস্ত্র দেখিয়ে সংস্থার দপ্তরে থাকা পাঁচকর্মীকে ভয় দেখিয়ে ডাকাতির চেষ্টা করে তারা ৷ ঘটনার সময় সংস্থার অফিসে দু'জন গ্রাহকও ছিল ৷ পুরো ঘটনাটি ধরা পড়েছে CCTV ক্যামেরায় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

Intro:দিনে দুপুরে ব্যস্ত গড়িয়া শ্রীনগর এলাকায় একটি লোন প্রদানকারী সংস্থার অফিসে ঢুকে বন্দুক দেখিয়ে লুঠের চেষ্টা ৷ বিপদঘন্টি বেজে যাওযায় পালিয়ে যায় তারা ৷ ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর তিনটে নাগাদ ৷ একটি বাইকে করে তারা এসেছিল বলে জানা গিয়েছে ৷ বাইকটি রাখা ছিল পাশের গলিতে ৷ মুখে রুমাল বেঁধে অফিসে ঢোকে তারা ৷ লোন নেওয়ার কথা বলে তারা ভিতরে ঢুকে ৷ তাদের চালচলন সন্দেহ হওযায় নিরাপত্তারক্ষী তাদের বাধা দেওযায় তার বুকে বন্দুক ঠেকায় তারা ৷ দুজনের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল বলে জানা গিয়েছে ৷ আগ্নেয়াস্ত্র দেখিয়ে অফিসের মধ্যে থাকা পাঁচ কর্মীকে ভয় দেখিয়ে লুঠের চেষ্টা চালায় বলে অভিযোগ ৷ বারবার কর্মীদের কাছে জানতে চান কোথায় কি আছে ৷ ঘটনার সময় দুজন কাস্টমারও ছিল ৷ পুরো ঘটনায় ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ ঘটনার জেরে আতঙ্কিত কর্মীরা ৷
বাইট১ - তোহা লস্কর, নিরাপত্তারক্ষী
বাইট২ - বসন্ত কুমার ঝা, ব্রাঞ্চ ম্যানেজারBody:দিনে দুপুরে ব্যস্ত গড়িয়া শ্রীনগর এলাকায় একটি লোন প্রদানকারী সংস্থার অফিসে ঢুকে বন্দুক দেখিয়ে লুঠের চেষ্টা ৷ বিপদঘন্টি বেজে যাওযায় পালিয়ে যায় তারা ৷ ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর তিনটে নাগাদ ৷ একটি বাইকে করে তারা এসেছিল বলে জানা গিয়েছে ৷ বাইকটি রাখা ছিল পাশের গলিতে ৷ মুখে রুমাল বেঁধে অফিসে ঢোকে তারা ৷ লোন নেওয়ার কথা বলে তারা ভিতরে ঢুকে ৷ তাদের চালচলন সন্দেহ হওযায় নিরাপত্তারক্ষী তাদের বাধা দেওযায় তার বুকে বন্দুক ঠেকায় তারা ৷ দুজনের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল বলে জানা গিয়েছে ৷ আগ্নেয়াস্ত্র দেখিয়ে অফিসের মধ্যে থাকা পাঁচ কর্মীকে ভয় দেখিয়ে লুঠের চেষ্টা চালায় বলে অভিযোগ ৷ বারবার কর্মীদের কাছে জানতে চান কোথায় কি আছে ৷ ঘটনার সময় দুজন কাস্টমারও ছিল ৷ পুরো ঘটনায় ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ ঘটনার জেরে আতঙ্কিত কর্মীরা ৷
বাইট১ - তোহা লস্কর, নিরাপত্তারক্ষী
বাইট২ - বসন্ত কুমার ঝা, ব্রাঞ্চ ম্যানেজারConclusion:দিনে দুপুরে ব্যস্ত গড়িয়া শ্রীনগর এলাকায় একটি লোন প্রদানকারী সংস্থার অফিসে ঢুকে বন্দুক দেখিয়ে লুঠের চেষ্টা ৷ বিপদঘন্টি বেজে যাওযায় পালিয়ে যায় তারা ৷ ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর তিনটে নাগাদ ৷ একটি বাইকে করে তারা এসেছিল বলে জানা গিয়েছে ৷ বাইকটি রাখা ছিল পাশের গলিতে ৷ মুখে রুমাল বেঁধে অফিসে ঢোকে তারা ৷ লোন নেওয়ার কথা বলে তারা ভিতরে ঢুকে ৷ তাদের চালচলন সন্দেহ হওযায় নিরাপত্তারক্ষী তাদের বাধা দেওযায় তার বুকে বন্দুক ঠেকায় তারা ৷ দুজনের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল বলে জানা গিয়েছে ৷ আগ্নেয়াস্ত্র দেখিয়ে অফিসের মধ্যে থাকা পাঁচ কর্মীকে ভয় দেখিয়ে লুঠের চেষ্টা চালায় বলে অভিযোগ ৷ বারবার কর্মীদের কাছে জানতে চান কোথায় কি আছে ৷ ঘটনার সময় দুজন কাস্টমারও ছিল ৷ পুরো ঘটনায় ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ ঘটনার জেরে আতঙ্কিত কর্মীরা ৷
বাইট১ - তোহা লস্কর, নিরাপত্তারক্ষী
বাইট২ - বসন্ত কুমার ঝা, ব্রাঞ্চ ম্যানেজার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.