ETV Bharat / state

বাসন্তীতে মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ দেওরের বিরুদ্ধে - south 24 parganas

মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ দেওরের বিরুদ্ধে । দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার অন্তর্গত হাড়ভাঙ্গীর নলিয়াখালি গ্রামের ঘটনা । বাসন্তী থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন মহিলার স্বামী ।

ফাইল ছবি
author img

By

Published : Jun 5, 2019, 3:15 PM IST

বাসন্তী, 5 জুন: মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । অভিযুক্ত সম্পর্কে ওই মহিলার দেওর । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার অন্তর্গত হাড়ভাঙ্গীর নলিয়াখালি গ্রামে ।

ওই মহিলার স্বামী পেশায় স্কুল শিক্ষক । তিনি স্বামীর সঙ্গে নলিয়াখালিতেই থাকেন । তাঁর দেওর থাকেন ক্যানিং থানার দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের শরৎপল্লি এলাকায় । দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ চলছিল বহুদিন ধরেই । অভিযোগ, গতকাল সকালে নলিয়াখালির বাড়িতে নিজের জমিতে চারাগাছ লাগাচ্ছিলেন ওই ব্যক্তি । কয়েকটি চারাগাছ তিনি দাদার জমিতেও লাগাতে যান । সেই সময় বাধা দেন ওই মহিলা । আর তারপরই তাঁকে মারধর করা হয় । এমনকি শ্লীলতাহানিও করা হয় । মহিলার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে । পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যান ওই ব্যক্তি । মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । বিষয়টি জানার পর মহিলার স্বামী বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

বাসন্তী, 5 জুন: মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । অভিযুক্ত সম্পর্কে ওই মহিলার দেওর । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার অন্তর্গত হাড়ভাঙ্গীর নলিয়াখালি গ্রামে ।

ওই মহিলার স্বামী পেশায় স্কুল শিক্ষক । তিনি স্বামীর সঙ্গে নলিয়াখালিতেই থাকেন । তাঁর দেওর থাকেন ক্যানিং থানার দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের শরৎপল্লি এলাকায় । দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ চলছিল বহুদিন ধরেই । অভিযোগ, গতকাল সকালে নলিয়াখালির বাড়িতে নিজের জমিতে চারাগাছ লাগাচ্ছিলেন ওই ব্যক্তি । কয়েকটি চারাগাছ তিনি দাদার জমিতেও লাগাতে যান । সেই সময় বাধা দেন ওই মহিলা । আর তারপরই তাঁকে মারধর করা হয় । এমনকি শ্লীলতাহানিও করা হয় । মহিলার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে । পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যান ওই ব্যক্তি । মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । বিষয়টি জানার পর মহিলার স্বামী বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

Intro:ফোন চার্জ দেওয়া কে কেন্দ্র করে পিসি ভাইজির বচসার পর আত্মহত্যার চেষ্টা অষ্টম শ্রেণীর ছাত্রী। বাসন্তী থানার গুমাগড় এলাকার ঘটনা। রাতে ফোন চার্জ দেওয়া কে কেন্দ্র করে পিসি এবং ভাইজি মধ্যে ব্যাপক বচসা হয়। বচসার একটা সময় পর পিসি চড় ও মারে বলে দাবী। এরপর অপমানে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেয় অষ্টম শ্রেণীর ছাত্রী মন্দিরা সর্দার। পিসিকে আর কিছু না বলে ঘরের মধ্যে চলে যায় সে। সেখানে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষ খাওয়ার একটা সময় পর বেগতিক দেখে ছটফট করতে করতে ঘর থেকে বেরিয়ে উঠোনে চলে আসে। তারপর সবাইকে সে জানায় আত্মহত্যা করার জন্য বিষ খেয়েছে। পরিবারের সদস্যরা তড়িঘড়ি স্থানীয় একটি ডাক্তারের কাছে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি ঘটায় ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে। ক্যানিং মহকুমা হাসপাতালে কিছুক্ষণ চিকিৎসার পর ডাক্তাররা কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করে। সামান্য চার্জার নিয়ে ঝগড়ার পরে মন্দিরা বিষ খেয়ে আত্মঘাতী চেষ্টা করবে তা পরিবারের অন্য সদস্যরা ভাবতেই পারছে না।Body:যে পিসির সঙ্গে চার্জার নিয়ে বচসার পর আত্মহত্যা সিদ্ধান্ত নিয়েছিল মন্দিরা সেই পিসি মন্দিরাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এখন মন্দিরা কে বাঁচানো তাদের লক্ষ্য। কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অষ্টম শ্রেণীর ওই ছাত্রী।Conclusion:Intro আর body তে কপি দিলাম।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.