ETV Bharat / state

মুখ্যমন্ত্রীকে জানিয়েও কাজ হয়নি, দেড় বছর বন্ধ কারখানা; বিক্ষোভ শ্রমিকদের - mittal

কারখানায় কাজ চালু ও বকেয়া বেতনের দাবিতে পৈলানে বিক্ষোভ দেখায় 500 শ্রমিক ।

বিক্ষোভ শ্রমিকদের
author img

By

Published : Jun 30, 2019, 2:19 PM IST

পৈলান, 30 জুন : কারখানায় কাজ চালু ও বকেয়া বেতনের দাবিতে পৈলানে মিত্তাল গোষ্ঠীর গন্টারম্যান পাইপারস লিমিটেড কারখানার সামনে আজ বিক্ষোভ দেখায় ৫০০ শ্রমিক । দেড় বছরের বেশি সময় ধরে উৎপাদন বন্ধ কারখানাটিতে ।

শ্রমিকদের অভিযোগ, উৎপাদন বন্ধের কোনও কারণ দেখায়নি মালিকপক্ষ । তাদের আরও অভিযোগ, আইনি জটিলতা থেকে মালিকপক্ষ নিজেদের বাঁচাতে উৎপাদন বন্ধ করে দিলেও কারখানার দরজা খোলা রেখেছে ।

এদিকে কাজ হারিয়ে দুর্ভোগে পড়েছে প্রায় 500 শ্রমিক । শ্রমিকদের অভিযোগ, বিষয়টি তারা স্থানীয় সাংসদ ও মুখ্যমন্ত্রীকে জানিয়েছে । কিন্তু লাভ হয়নি । যদিও মালিকপক্ষ দাবি করেছে, কারখানায় কিছুদিনের মধ্যেই উৎপাদন ফের শুরু হবে ।

পৈলান, 30 জুন : কারখানায় কাজ চালু ও বকেয়া বেতনের দাবিতে পৈলানে মিত্তাল গোষ্ঠীর গন্টারম্যান পাইপারস লিমিটেড কারখানার সামনে আজ বিক্ষোভ দেখায় ৫০০ শ্রমিক । দেড় বছরের বেশি সময় ধরে উৎপাদন বন্ধ কারখানাটিতে ।

শ্রমিকদের অভিযোগ, উৎপাদন বন্ধের কোনও কারণ দেখায়নি মালিকপক্ষ । তাদের আরও অভিযোগ, আইনি জটিলতা থেকে মালিকপক্ষ নিজেদের বাঁচাতে উৎপাদন বন্ধ করে দিলেও কারখানার দরজা খোলা রেখেছে ।

এদিকে কাজ হারিয়ে দুর্ভোগে পড়েছে প্রায় 500 শ্রমিক । শ্রমিকদের অভিযোগ, বিষয়টি তারা স্থানীয় সাংসদ ও মুখ্যমন্ত্রীকে জানিয়েছে । কিন্তু লাভ হয়নি । যদিও মালিকপক্ষ দাবি করেছে, কারখানায় কিছুদিনের মধ্যেই উৎপাদন ফের শুরু হবে ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.